![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনটা বাস্তব, কোনটা কল্পনা, কোনটা আলো, কোনটা হতাশা, কোনটা ছায়া, কোনটা মরিচিকা......। অচেনা হিমালয়ের জগতে সব মিলে-মিশে একাকার......!!
একটা সময় ছিল, যখন পরাজয় ছিল বাংলাদেশের নিত্তসঙ্গী। কোন বড় দল বাংলাদেশের সাথে খেলতে চাইতোনা। যেখানে আমাদের প্রতিবেশি দেশ ভারত আজ পর্যন্তও বাংলাদেশের সাথে তাদের দেশে একটি সিরিজও খেলল না । আমরা তাদের দেশে গেলে নাকি তারা কোন এস্পন্সর পাবে না। অনেক ক্ষতি হবে। তারা এভাবে আমাদের অপমান করে। কোটিপতি প্রতিবেশীর চেয়ে কালো আফ্রিকানরা অনেক ভালো।
বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পায় তখন জিম্বাবুয়ে ছিল একটি পূর্ণ শক্তির টেস্ট দল।অস্ট্রেলিয়া, ইংলান্ডের মত দলকে তারা হারাতো । সেই সময় থেকেই জিম্বাবুয়েই নিয়মিত হোম এন্ড এ্যাওয়ে সিরিজ চালিয়ে যেত টাইগারদের সাথে। কিন্তু ২০০৪ এর পর জিম্বাবুয়েরর নিরাপত্তা সংকট এবং
বোর্ডের দূর্নীতির কারণে তাদের মহা তারকারা ক্রিকেটকে গুডবাই জানিয়েছে। আর তখন থেকেই শেষ হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটের সোনালী অধ্যায়।
তারপরও তারা চালিয়ে যাচ্ছে তাদের হারানো গৌরব ফিরিয়ে আনার যুদ্ধ।বাংলাদেশ ক্রিকেটকে এতদুর আসতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে এই জিম্বাবুয়েই। যার ফলে বাংলাদেশ আজ এই জায়গায়। নিরাপত্তা ইস্যু দেখিয়ে যখন অষ্ট্রেলিয়া বাংলাদেশ সফর বাতিল করলো। দ, আফ্রিকা নারী ক্রিকেত দল ও যখন আমাদের সিরিজ বাতিল করল, ঠিক তখনি বাংলাদেশের সাথে সিরিজ
খেলতে আসলো জিম্বাবুয়ে। বাংলাদেশের প্রকৃত বন্ধু জিম্বাবুয়েই। তোমরা যেমন আমাদের দূর্দিনে পাশে ছিলে এখনও আছো। আমরাও ১৬ কোটি ক্রিকেট ভক্ত তোমাদের এই দূর্দিনে পাশে আছি।
জিম্বাবুয়ে দলকেও অনেক অনেক অভিনন্দন জানাই আমাদের সাথে সব সময় থাকার জন্য। আমরা চাই জিম্বাবুয়ে যেন তাদের হারিয়ে যাওয়া সোনালী অধ্যায় আবার নতুন করে তৈরি করতে পারে।
#Respect_For_Team_Zimbabwe
(সংগ্রহিত)
২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত
৩| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৯
রক্তিম দিগন্ত বলেছেন: জিম্বাবুয়ে প্রকৃত বন্ধু?
ওদের আসার আসল কারণ তো, বড় দলের সাথে নিয়মিত খেলতে পারে না দেখে সুযোগ পেয়ে খেলতে আসা। পাকিস্তানেও তো গেল খেলতে টাকার জন্য। বোমা ফাটারও খেলেই গেল, বেশি টাকা পেয়ে। ওরা তো প্রকৃত বন্ধু নয়, নিজেদেরকেই সাহায্য করছে, পথে অন্য কেউ আসলে তাদেরকেও।
৪| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২০
সজিব হাওলাদার বলেছেন: ইন্ডিয়া হল অহংকারী জাতি।আর অহংকারের পতন তো মাত্র শুরু।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১০
ইয়ার শরীফ বলেছেন: সহমত!