নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙ্গালী। বাংলা আমার অহংকার।

অচেনা হিমালয়

কোনটা বাস্তব, কোনটা কল্পনা, কোনটা আলো, কোনটা হতাশা, কোনটা ছায়া, কোনটা মরিচিকা......। অচেনা হিমালয়ের জগতে সব মিলে-মিশে একাকার......!!

অচেনা হিমালয় › বিস্তারিত পোস্টঃ

বিলুপ্ত হবার প্রায় দেড়শত বছর পর আবার মসলিন বুনছেন তাঁতী মোহাম্মদ আল-আমিন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭

বিলুপ্ত হবার প্রায় দেড়শত বছর পর আবার মসলিন বুনছেন তাঁতী মোহাম্মদ আল-আমিন। ইনডিপেনডেন্ট কাছে তিনি বর্ণনা করেছেন মসলিন তৈরির অভিজ্ঞতা। রাজধানীর জাতীয় জাদুঘরে আজ বিকেল তিনটায় প্রদর্শন করা হবে তার বোনা একটি মসলিন শাড়ি।

যখন বুনছিলেন, তখন আলআমিন জানতেন না কি বুনছেন। নিয়ম অনুযায়ী, চারপাশে পানি রেখে নিমগ্ন ধ্যানে। ব্যর্থ হয়েছেন বারবার। পন্ডশ্রম বলে অন্য বন্ধুরা তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করেছে বহুবার। কিন্তু কারও কথা কানে তোলেনি সে।

অত:পর প্রায় সাত মাসের সাধনায় আল আমিন যা সৃষ্টি করলেন, তার নাম-মসলিন, বাঙ্গালীর হারিয়ে যাওয়া গৌরব।

ধৈয্য আর একাগ্রতা থাকলে যে কোন মেধাবী তাঁতী তৈরী করতে পারবেন মসলিন, মন্তব্য আল-আমিনের।

সৃজনশীল প্রতিষ্ঠান দৃকের অনুরোধ এবং দিক নির্দেশনায় আল আমিন প্রথম শুরু করেন মসলিন ফিরিয়ে আনার সাধনা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫১

রান ওয়ে বলেছেন: আবার যদি ব্রিটিশরা ফিরে আসে !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.