![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনটা বাস্তব, কোনটা কল্পনা, কোনটা আলো, কোনটা হতাশা, কোনটা ছায়া, কোনটা মরিচিকা......। অচেনা হিমালয়ের জগতে সব মিলে-মিশে একাকার......!!
আজকে টাইগারদের সাথে পাকিস্তানের ম্যাচ। আবার আজকে আমাদের জাতীয় পতাকা দিবস।
.
আসেন আজকে ক্রিকেট নিয়ে আরেকটা পাগলামি করি সবাই মিলে।
.
মিরপুরের গ্যালারিতে দর্শক হয় ত্রিশ হাজারের বেশী। প্রত্যেকে যদি একটা করে জাতীয় পতাকা নিয়ে যায়। তাহলে গ্যালারিটা কেমন দেখাবে? পুরাই লাল সবুজ। পাইক্যারা এইটা দেইখা বলা যায়না ভয়েই খেলা টেলা ভুইলা যাইতে পারে
আর মাশরাফিরা যখন দেখবে গ্যালারিতে আজ ত্রিশ হাজার দর্শক না ত্রিশ হাজার পতাকা মিলে এক বাংলাদেশ ওরাও হয়ত গর্ব করে বিপক্ষ টিমের প্লেয়ারদের বলবে
" দেখ আমরা গর্বিত এমন ফ্যান পেয়ে। "
.
এখন কথা হল কারা কারা কালকে ম্যাচ দেখতে যাবে আমরা জানিনা। এই সহজ কাজটা করতে অনেকেই চায় কিন্তু তাদের একটু মোটিভেশন দরকার্। এ কারণেই অনলাইনে এই ব্যাপারে একটা ক্যাম্পেইন করতে চাচ্ছি সবাই মিলে। এখন থেকে সবাই পোস্ট দিয়ে ,কভার দিয়ে অনলাইনে ছড়িয়ে দেব আজ যারা ম্যাচ দেখতে যাবে সবাই যেন একটা করে লাল সবুজ পতাকা নিয়ে যায়। অনলাইনে ব্যাপারটা ভাইরাল করে দেব
.
তাহলে শুরু করি কাজটা
ম্যাচ শুরু ৭.৩০ এ
এখন থেকে সবাই যার যার আইডি ওয়ালে পোস্ট করে জানাই
আজ যারা ম্যাচ দেখতে মিরপুর যাবে তারা যেন একটা করে লাল সবুজ পতাকা নিয়ে যায়
ত্রিশ হাজার দর্শক
ত্রিশ লক্ষ শহীদ মিলে জন্ম দেয়া পতাকা
ত্রিশ হাজার পতাকা
আসেন সবাই মিলে টাইগারদের একটা লাল সবুজ গ্যালারি উপহার দেই
পৃথিবী দেখুক আমরা কতটা তারছিড়া
লেখা: ওয়ারিশ আজাদ নাফি
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৭
অচেনা হিমালয় বলেছেন: ধন্যবাদ
২| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ, ভাল পোস্টের জন্য।
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৭
অচেনা হিমালয় বলেছেন: ধন্যবাদ
৩| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:১৪
কথাকথিকেথিকথন বলেছেন: ব্যাপারটা অনেক সুন্দর হবে ।
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৭
অচেনা হিমালয় বলেছেন: হয়েছেও ভাই
৪| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৩৬
অগ্নি কল্লোল বলেছেন: আমার দেহের লোম খাড়া হয়ে গিয়েছে। আমার রক্তে লাল,হৃদয়ে সবুজ। খুব ভাল পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে পুরো বিশ্বে তাক লেগে যাবে। । ।
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৮
অচেনা হিমালয় বলেছেন: ধন্যবাদ
৫| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:০১
বিজন রয় বলেছেন: আজকেও হারতে চাই না।
৬| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:০৩
মহা সমন্বয় বলেছেন: পাকিস্তানকে পিডায়া দেশ ছাড়া করা হইল
https://www.youtube.com/watch?v=iVe48GDxOFk
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৮
অচেনা হিমালয় বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫০
মাসুদ মাহামুদ বলেছেন: ধন্যবাদ, ভাল পোস্টের জন্য।