নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙ্গালী। বাংলা আমার অহংকার।

অচেনা হিমালয়

কোনটা বাস্তব, কোনটা কল্পনা, কোনটা আলো, কোনটা হতাশা, কোনটা ছায়া, কোনটা মরিচিকা......। অচেনা হিমালয়ের জগতে সব মিলে-মিশে একাকার......!!

অচেনা হিমালয় › বিস্তারিত পোস্টঃ

সোহাগী জাহান তনুর হত্যকারীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বচ্চ কঠোর শাস্তির দেয়ার দাবি জানাচ্ছি

২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৩


গত সোমবার সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় পাশবিক নির্যাতন করে হত্যা করা হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু কে।
সোহাগী জাহান তনু একজন সংস্কৃতিকর্মী ছিল। নাটক নৃত্য ও আবৃত্তি এই তিন মাধ্যমেই ছিল তার অল্প বিস্তর যাতায়াত। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্তর্ভুক্ত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সে ছিল একজন নিয়মিত সদস্য ও কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। অসচ্ছল পরিবারে পিতা-মাতার বোঝা না হয়ে ছাত্র-ছাত্রী পড়িয়ে নিজের খরচ চালাতো প্রাণবন্ত উদ্যমী সোহাগী জাহান তনু। পিতা ইয়ার হোসেন ক্যান্টনমেন্ট বোর্ডের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাপোষা কর্মচারী! গত সোমবার বিকেলে ছাত্র পড়াতে বেরিয়েছিল তনু প্রতিদিনের মতই সেনানিবাস এলাকাতেই! রাত সাড়ে ১০টার দিকে ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরে পাওয়ার হাউসের পানির ট্যাংক সংলগ্ন স্থানে সোহাগীর মৃতদেহ পাওয়া যায়। থ্যাতলানো মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় কালভার্টের পাশে ঝোপঝাড়ের ভেতর পড়েছিল। নাক দিয়ে রক্ত ঝরছিল… মোবাইল ফোনটিও পড়েছিল পাশে…।
এই বোনটিকে যারা এভাবে নির্জা নির্যাতন করে হত্যা করল, তারা কোন মানুষ নয়। নিকৃষ্টতর পশুরও অধম এরা, এই সকল পরজীবি কীটদের সর্বোচ্চ যন্ত্রনাদায়ক মৃত্যুই এদের দিতে হবে।
আজ তনুকে ওরা মারলো, এদের হাতে আমার, আপনার কারো বোনই নিরাপর নয়। তাই এই নর পিচাশদের বিরুদ্ধে সর্বচ্চ কঠোর সাজা না হওয়া পর্যন্ত এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন চালিয়ে যেতে হবে।
হত্যকারীদের দ্রুত সনাক্তকরে বিচারের আওতায় এনে সর্বচ্চ কঠোর শাস্তির দেয়ার দাবি জানাচ্ছি...

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৩

রোষানল বলেছেন: সোহাগী জাহান তনু একজন সংস্কৃতিকর্মী ছিল। নাটক নৃত্য ও আবৃত্তি এই তিন মাধ্যমেই ছিল তার অল্প বিস্তর যাতায়াত।

এই তথ্য অন্য কোন পত্রিকায় দেখলাম না ।

২| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৭

মহা সমন্বয় বলেছেন: :(( :(( :((

৩| ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

রাশেদ রাহাত বলেছেন: এদের হাতে আমার, আপনার কারো বোনই নিরাপর নয়। তাই এই নর পিচাশদের বিরুদ্ধে সর্বচ্চ কঠোর সাজা না হওয়া পর্যন্ত এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন চালিয়ে যেতে হবে।
হত্যকারীদের দ্রুত সনাক্তকরে বিচারের আওতায় এনে সর্বচ্চ কঠোর শাস্তির দেয়ার দাবি জানাচ্ছি...


+++

৪| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৯

সারোয়ার ইবনে গিয়াস বলেছেন: এই বোনটিকে যারা এভাবে নির্যাতন করে হত্যা করল, তারা কোন মানুষ নয়। নিকৃষ্টতর পশুরও অধম এরা, এই সকল পরজীবি কীটদের সর্বোচ্চ যন্ত্রনাদায়ক মৃত্যুই এদের দিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.