নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙ্গালী। বাংলা আমার অহংকার।

অচেনা হিমালয়

কোনটা বাস্তব, কোনটা কল্পনা, কোনটা আলো, কোনটা হতাশা, কোনটা ছায়া, কোনটা মরিচিকা......। অচেনা হিমালয়ের জগতে সব মিলে-মিশে একাকার......!!

অচেনা হিমালয় › বিস্তারিত পোস্টঃ

এই করুন মৃত্যুই যদি শেখ মুজিবের ভাগ্যে ছিল তাহলে বাংলাদেশ সৃষ্টির কোনো প্রয়োজন ছিলনা

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০১


কুনু গ্রাম,ইস্টার্ন কেপ, সাউথ আফ্রিকা, ২০১৩
নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য আজ। বিশ্বনন্দিত এই মানুষটিকে শেষ বিদায় জানাতে সারা বিশ্বের সব গুরুত্তপুর্ন ব্যাক্তি এসেছেন। মার্কিন প্রেসিডেন্ট, প্রিন্স চার্লস, জার্মান চ্যান্সেলর সহ আরো অনেকে। সবার শেষ শ্রদ্ধায় সিক্ত হচ্ছেন মহান এই মানুষটা...
জেরুজালেম, ফিলিস্তিন, ২০০৪
ইয়াসির আরাফাতের শেষকৃত্য অনুষ্ঠান। ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রাম ৪ দশক নেতৃত্ত দিয়েছেন যে মানুষটি, সে মানুষটির মৃত্যুতে সারা বিশ্বে শোক্কের ছায়া নেমে এসেছে। তাকে শেষ বিদায় জানাতে এসেছেন প্রায় ১৭০ টি দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বাদশাহ সহ আরো অনেক গুরুত্তপুর্ন ব্যাক্তিবর্গ। যাওয়ার বেলায় অসংখ্য মানুষের ভালোবাসা পেলেন আরাফাত...
১৫ই অগাস্ট,টুঙ্গিপাড়া, ১৯৭৫
একটা হেলিকপ্টার নামল। একজন আর্মির মেজর আর কয়েকজন সিপাহী। আরেকটা কফিন। কফিন খুলে আঁতকে উঠেন ইদ্রিস আলী। এতো শেখ মুজিব। পরনে সেই চিরাচরিত সাদা পাঞ্জাবী। সারা গায়ে পঁয়ত্রিশটা বুলেটের দাগ। সেই বিখ্যাত তর্জনী গুলি করে ফেলে দিয়েছে। উপস্থিত সৈন্যদের উপর অর্ডার মুজিবের লাশ যাওয়ামাত্র দাফন করতে হবে। তাই সৈন্যরা গোস্ল না করিয়ে শেখ বাড়ীর মসজিদের হুজুরকে ডেকে কোনমতে জানাজা সেরে লাশ দাফন করে ফেলতে চান। কিন্তু বৃদ্ধ হুজুর গোসল ছাড়া জানাজা পড়াতে অস্বীকৃতি জানালেন।কারণ শেখ মুজিব ছিল তার ছাত্র। বাড়ির পাশের মজা পুকুর থেকে আনা হল পানি, দোকান থেকে আনা হয় কাপড় কাঁচার ৫৭০ সাবান। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি—
যে নেতার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না, সেই জাতির পিতাকে গোসল করানো হয় পুকুরের নোংরা পানি আর কাপড় কাচার সাবান দিয়ে। ভালো মার্কিন কাপড় না থাকায় শেখ মুজিবেরই দান করা রিলিফের কাপড় থেকে এক খন্ড কাপড় জুটল শেখ মুজিবের কপালে। ৭ কোটি মানুষকে মাথা তুলে বাঁচতে শিখান, ইয়াসির আরাফাত, ফিদেল ক্যাস্ট্রোরা যাকে নিজেদের অনুপ্রেরনা মানত সেই মানুষটার জানাজা পড়ল মাত্র ১৬-১৭ জন। এলোনা কোন বিশ্বনেতা...
পরের দিন লন্ডনের বিখ্যাত দা ডেইলি টেলিগ্রাম পত্রিকায় একটি বিশ্রি সত্য শিরোনামে এলো
এই করুন মৃত্যুই যদি মুজিবের ভাগ্যে ছিল তাহলে বাংলাদেশ সৃষ্টির কোনো প্রয়োজন ছিলনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.