নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙ্গালী। বাংলা আমার অহংকার।

অচেনা হিমালয়

কোনটা বাস্তব, কোনটা কল্পনা, কোনটা আলো, কোনটা হতাশা, কোনটা ছায়া, কোনটা মরিচিকা......। অচেনা হিমালয়ের জগতে সব মিলে-মিশে একাকার......!!

অচেনা হিমালয় › বিস্তারিত পোস্টঃ

আধুনিক যুগের সবচেয়ে ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছে ট্রাম্প!!

০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১


সিনেট, কংগ্রেস এবং হোয়াইট হাউজ,
সবই এখন রিপাবলিকানদের।
১৯২৮ সালের পর এমন ঘটনা এই প্রথম ঘটলো। সুতরাং আধুনিক যুগের সবচেয়ে ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছে ট্রাম্প।
বারাক ওবামা তার আট বছরের প্রেসিডেন্সি কালে অনেক কাজই করতে পারেনি সিনেট আর কংগ্রেসের বাধার কারণে। বাধ্য হয়ে ওবামা একটার পর একটা এক্সিকিউটিভ অর্ডার জারি করে কর্ম সম্পাদন করেছে।
এক্সিকিউটিভ অর্ডারের সমস্যা হল, নেক্সট প্রেসিডেন্ট ইচ্ছা করলে এক সেকেন্ডেই সেটা বাতিল করে দিতে পারে।
সেই হিসেবে,
ইরান ডিল,
ওবামা কেয়ার,
ইমিগ্রেশন পলিসি,
এসব বাতিল হয়ে যাবে সম্ভবত প্রথম দিনই।
বারাক ওবামা কখনোই এতোটা ক্ষমতা এক্সারসাইজ করতে পারেনি, ট্রাম্প যতটা পারবে।
দুনিয়ার সবচেয়ে শক্তিশালি মিলিটারি, NSA, CIA, পেন্টাগন, FBI,
NRO, NASA...
জাস্ট ওয়াও !!!
সবই তার হাতে।
বিচারপতিও নিয়োগ করবে ইচ্ছামত। রিপাবলিকান বেছে বেছে। বাধা দেবার কেউ নেই।
ট্রাম্পের এই নির্বাচন জেতার পেছনে বাইরে থেকে অনেক বড় অবদান প্লে করেছে রাশিয়ান গোয়েন্দাবাহিনী।
এটা বুঝতে রকেট বিজ্ঞানী হবার দরকার নেই।
মার্কিন যুক্তরাষ্ট্রের ১৭ টা আলাদা আলাদা গোয়েন্দাসংস্থা উইকিলিকসের সকল ডকুমেন্ট হ্যাকিং মুলত রুশ গোয়েন্দাবাহিনীর কাজ হিসেবেই উল্লেখ করেছে।
ট্রাম্পকে জেতানোর জন্য রাশিয়া অনেক পরিশ্রম করেছে।
কেনো করেছে?
হিসাব সহজ।
রোন্যাল্ড রিগ্যানের কাছে মিখাইল গর্ভাচভ যা ছিলো,
ভ্লাদিমির পুতিনের কাছে ডোনাল্ড ট্রাম্প ঠিক সেটাই।
নিশ্চয় আজ ক্রেমলিনে ভদকার গেলা হচ্ছে বোতলকে বোতল।
তবে ট্রাম্পের কাছে রাশিয়ার চাওয়াটা খুব বেশি কিছু না।
জাস্ট মিউচুয়াল ফ্রেন্ডশিপ। গিভ এন্ড টেক, ভাগভাটোয়ারার হিসাব কিতাব।
এই যা।
আমার ধারণা, ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর পুতিন আমেরিকা সফর করবে। পুতিন জর্জ বুশকে পছন্দ করতো। ওবামাকে চরম অপছন্দ করে।
অন্যদিকে বেনিয়ামিন নেতানিয়াহু খুশি হবে। ট্রাম্প ঘোষণা দিয়ে রেখেছে, জেরুজালেমে মার্কিন এমব্যাসি সরিয়ে নেবে। অর্থাৎ কার্যত জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃত হিসেবে এটা করা হবে। অর্থাৎ প্যালেস্টাইনে আবার ঝামেলা শুরু হবে এই সুযোগে।
তবে আইসিস এবার ইউরোপে বা আমেরিকাতে হামলা দেবার আগে ১০ বার ভাববে। আফটার অল, এটা ট্রাম্প। এই লোকের হাতে এখন ৭ হাজার নিউক্লিয়ার বোমা। :P
ট্রাম্পের প্রেসিডেন্ট হবার নিউজে সারা দুনিয়ার বড়বড় শেয়ার বাজারে ধ্বস নেমেছে। তবে চিন্তা নিয়েন না। সস্তা শেয়ার ধুমায়া কিনবে কোনো না কোনো আমেরিকান ব্যবসায়ী। এরপর আবার অর্থনীতি চাঙ্গা হলে আমেরিকানদেরই লাভ।
আজকে ডেভিড ক্যামেরনের একজন উপদেষ্টা টেলিভিশন সাক্ষাৎকারে একটা প্রেডিকশন দিলো। তার কথা হল, লিবারেল পন্ডিতরা ট্রাম্পকে ডিমোনাইজ করার জন্য যত কথাই বলুক, ট্রাম্প প্রেসিডেন্ট হলে আমেরিকার অর্থনীতির জন্য নেতিবাচক তেমন কিছু হবে না। হয়ত ইনিসিয়ালি একটা ধাক্কা খাবে। কিন্তু এরপর আবার চাঙ্গা হবে।
আর যারা আমেরিকাতে যাওয়া নিয়ে ভীষণ চিন্তিত, তাগো এতো ভয় পাবার কিছু নাই। আপনাগো আমেরিকার দরকার। আপনাগো মেধা তারা ইউজ করবো। সুতরাং নো টেনশন। আপনারা যাবেনই।
আর যেসব আমেরিকার নাগরিক, ট্রাম্প প্রেসিডেন্ট হইলে দেশ ছাড়ার হুমকি দিতাছে, তারা কোথাও যাইবো না। ওগুলো সবই আমজনতার মুখের ফাপড়। আজাইরা ভাব।
ওসব ভাব বেশিদিন থাকবে না।
দুনিয়াডা এতো সহজ না।
কানাডা খাবারের থালা হাতে পাখা দিয়ে বাতাস করার জন্য বইসা নাই।
মাইলি সাইরাস, বিল মাহের, জন স্টুয়ার্টরা আমেরিকাতেই থাকবো।
যাই হোক, welcome to a new era...
আমেরিকা বিশ্ব মোড়ল।
তাগো লিডার কেমন হইবো, সেটার উপর দুনিয়ার স্টেবিলিটি অনেকাংশে নির্ভর করে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিশ্ব মোড়ল বেছে নিতে আমেরিকানরা ভুল করেনি...

২| ০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

হাবিব শুভ বলেছেন: বিশ্ব নেতৃত্বের আশায়.।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:



অপেক্ষা করেন, দেখেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.