নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অচেনা লেখক..… তবে চাই চেনা হতে..… সবার মাঝে

একজন অচেনা লেখক

পিতৃপ্রদত্ত নাম মেহেদী হাসান শামীম হলেও,আমি চাই মানুষ আমার নাম বা চেহারা থেকে না চিনুক..…। চিনুক আমার লেখায়।লোকে যেন না বলে ওই ছেলেটা বংশ ভাল বা দেখতে ভাল।আমি চাই লোকে বলুক,ওই ছেলেটা খুব সুন্দর লেখে। সৃষ্টি কর্তা আমায় সে সুযোগ দিয়েছে কিনা জানিনা।দোয়া করবেন। আমার ফেসবুক আইডি লিংক- facebook.com/

একজন অচেনা লেখক › বিস্তারিত পোস্টঃ

মিডিয়া দেহি আমারে মরতেও দিবো না /:)

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬

/:) যাহ সালা....ভাবছিলাম এই দুনিয়ায় বাইচা থেকে কি করব....আমার মত অপদার্থের মরে যাওয়ায় অনেক ভাল.....



কিন্তু মিডিয়া আমারে সেইটাও ঠিক মত করতে দিচ্ছে না...কালকে কি শুনি,৬০০(মতান্তরে ৩৫০) ফুট নিচে নাকি ৩ বছরের শিশু পড়ে গেছে :-* এবং সে তখনও জীবিত ছিল...(কেউ আমারে মাইরালান :D )



খুভ ভাল,বাচুক...সেই সময় মনে প্রাণে সেইটাই চাইতেছিলাম সব সন্দেহ পানিতে ফেলে...কিন্তু সকালে ঘুম থেকে উঠে আবার কি শুনি...কোন ছেলে নাকি পাওয়া যায় নাই (আবারো কেউ মাইরালান :D )



যাউকগা,সত্য হোক বা মিথ্যা,থিওরিগুলাই আমার মাথা খারাপ করে দিচ্ছে-



১। ৪০ তলা সমান উচু থেকে পড়েও মরেনি ৩ বছরের বাচ্চা :-/

২। অত নিচে থেকে শোনা গেল ছেলের কান্নার আওয়াজ :-/

৩। জুস খেয়ে বাচ্চা টিকটিকি হয়ে গেছে :-*

৪। সকাল বেলা উধাও...মাইরালা :D



আমি ভাবছিলাম ৫ তলা থেকে লাফ দিলেই মরা যায়...এখন তো ডাউট লাগেরে পাঞ্জেরী :((

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮

নীল আকাশ ২০১৪ বলেছেন: সবই হল আওয়ামী চামচা মিডিয়ার কেরামতি। আজকে গাজীপুরে কি হইল না হইল তা নিয়া কারো যাতে মাথায় বেদনা না উঠে, তার আগাম ওষুধ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.