![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- অ্যাই শোন, আমি তোকে অনেক ভালোবাসি।
- উফ, তোর জন্য কি কালকেও আমাকে আর্টপেপার নিয়ে আসতে হবে?
এরপর মোবাইলে দুই প্রান্তের অট্টহাসি।
ফার্স্ট ইয়ারে আমাদের সিভিল ড্রয়িং নামের একটা কোর্স ছিল। টি-স্কেল, ট্রায়াঙ্গল, ফ্লেক্সিবল কার্ভ, কম্পাস এইসবের সাথে পিঠে লম্বা একটা হোল্ডারে আর্টপেপার নিয়ে ঘুরতাম সপ্তাহে একদিন। ঘটনাটা ঐ সময়কার।
২০১২ সালের ১৪ ফেব্রুয়ারী ছিল ঐদিন, যতদূর মনে পড়ে।
বুয়েটের ওয়েটিং লিস্টে আটকে থেকে অন্য ভার্সিটিতে গিয়ে প্রথমদিকে হতাশ ছিলাম অনেক। যে মেয়েটার কথা বললাম, সে-ও অনেকটা তাই ছিল। আর ছিল আমার ভার্সিটি-লাইফের প্রথমদিকের বন্ধু।
অনেক হাসিখুশি ধরণের এই মেয়েটা। আমাদের ক্লাসে ওর বিকট শব্দের হাসি এখনও যথেষ্ট বিখ্যাত। জোকস মজা না লাগলেও ওর ভয়াবহ হাসির শব্দই রসিকতার থেকে কোনও অংশে কম না।
এতে অভ্যস্ত হয়ে পড়তে আমারও বেশিদিন সময় লাগলো না। ক্লাস-ফাঁকি দেয়া ঘর্মাক্ত দুপুর কিংবা টিউশনি বাদ দিয়ে আমার অর্ধেক করা স্যান্ডউইচ- সবকিছুর সাথেই মেয়েটা কিভাবে কিভাবে যেন মিশে গেলো।
ওকে আমার আরেকটা কারণে অনেক ভালো লাগতো। বইয়ের পোকা হওয়া সত্ত্বেও ওকে আমি পড়ে ফেলতে পারতাম না কখনও পুরোপুরিভাবে। ও আমার জীবনের সবচেয়ে সুন্দর আর কঠিন অ্যাসাইনমেন্ট। ক্রেডিটে বন্দী ইঞ্জিনিয়ারিং-এ, এই একটা মেয়েই যেন আমার কাছে অজস্র-অস্পৃশ্য ক্রেডিটের কোর্স, এখনও।
বুয়েটের ওয়েটিং লিস্ট ততদিনে লেজ গুটিয়ে ফেলেছে আমাকে ছাড়াই। এমনি সময় সেই দুঃখ কমতে কতদিন লাগতো জানিনা, কিন্তু হুট করে সব কষ্ট হাওয়া গেলো।
যেদিন অনবরত বকবক করতে করতে ও বলে ফেললোঃ জানিস, আমার মনে হচ্ছিল তুই চলে যাবি। তাই অনেক কান্নাকাটিও করেছিলাম একদিন।
ওর সুন্দর বড় বড় চোখে পানি আসতে দেখি নি খুব একটা। কারণ খুব সাবধানে বাস্তবতা আর ইমোশনের মাঝে একটা দেয়াল তুলে রাখে ও। খুব সম্ভবত সেজন্যই, আমার কাছে এটাকে অনেক বড় পাওয়া মনে হয় তখন।
আর সেই কারণেই তিন বছর আগে আর্টপেপার নিয়ে ওর ছেলেমানুষী রসিকতাটা সত্যি হওয়ার জন্য তখন থেকেই সব উজাড় করে বসে আছি।
কিন্তু এর মধ্যেই সে রসিকতাটুকু পাল্টে গেছে ভয়ঙ্করভাবে।
সেদিন খুব মন খারাপ করে ওকে ফোনে বললাম, আমার তোকে আর সহ্য হয় না। আই হেইট ইউ।
এবারও হাসলো ও, দুই বছর আগের মত অট্টহাসি না যদিও।
তারপর খুব আস্তে করে বললো, জানিস, তুই এটা পারলে আমার মত খুশি কেউ হত না।
আমি ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থেকে ফোন রেখে দিলাম। এই মিথ্যা অভিনয়টুকু আমাকে আর ওকে প্রায়ই করতে হয়।
আমার জীবনের অনেক বড় একটা সত্যি প্রকাশ করতে এই মিথ্যাটাই মনে হয় সবচেয়ে পারফেক্ট, সবচেয়ে নির্ভুল।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
অচিন ফেরারি বলেছেন: ভালো না খারাপ বুঝলাম না, তবে হ্যাঁ, অদ্ভুত- এইটা সত্যি!
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ।
মনকে ছুঁয়ে গেছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৮
অচিন ফেরারি বলেছেন: ধন্যবাদ।। ছোঁয়াছুয়ি ব্যাপারটা খুব একটা ভালো না, বুঝতেই পারছেন।।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা হা!
দেটা কিন্তু কে/কি ছোঁয়াছুঁয়ির আওতায় পড়ছে তার উপর নির্ভর করছে।
তাই নয় কি?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪১
অচিন ফেরারি বলেছেন: হুম, সেইটাও ঠিক, ছক্কা নাইলে অক্কা টাইপের ব্যাপার আর কি।। :/ বেজায় রিস্ক
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫২
শায়মা বলেছেন: বরষাে প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে
আনন্দে কাঁপে যদি তোমার হৃদয়
কাছে কাছে থেকেও সে কভু কাছে নয় ....
অনেক ভালো লাগা ভাইয়া।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৬
অচিন ফেরারি বলেছেন: ধন্যবাদ আপু ।।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১২
অরুদ্ধ সকাল বলেছেন:
দুর্দান্ত
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৮
অচিন ফেরারি বলেছেন: ধন্যবাদ সকাল
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৩
লাশকাটা ডোম বলেছেন: সুন্দর
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
অচিন ফেরারি বলেছেন: ধন্যবাদ, ডোম!! ছবি দেখে প্রেম চলে গেলো তো ভাই :/
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৮
মহামহোপাধ্যায় বলেছেন: ভালুবাসা ভালু না
তবুও সবাই ভালোবাসে। মানুষ খুব খ্রাপ। আক্কেল নাই
ভালো থাকুন। বসন্তের শুভেচ্ছা
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২২
অচিন ফেরারি বলেছেন: কে বলেছে ভালো না?? চরম সুন্দর আর ভালো!! শুধু একটু ভাগ্যটা ভালো হইতে হয়। আর আক্কেলের কথা বলেন?? ভালোবাসা এক আক্কেলনাশক উপাদান।
বসন্তের শুভেচ্ছা আপনাকেও
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দুর্দান্ত
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৬
অচিন ফেরারি বলেছেন: ধন্যবাদ।।
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৪
এসাইনম্যান্ট খান বলেছেন: সম্পর্কটা কি সুন্দর একটা লগ্ন দেখে প্রণয়ের দিকে আগাবে.....?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৫
অচিন ফেরারি বলেছেন: নাহ, এটা কখনই হবে না। তবে মেয়েটা সুন্দর একটা লগ্নে খুব সুন্দর অসাধারণ একটা ছেলেকে বিয়ে করে ফেলবে। আর ছেলেটা সুন্দর করে আরেকটা লেখায় হাত দিবে।
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১১
শায়মা বলেছেন: ভাইয়া সবার কমেন্টের জবাব দাও নইলে সবাই মন খারাপ করবে।
তুমি এত ভালো লিখো সবাই তাই প্রশংসা করছে ভাইয়ামনি!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
অচিন ফেরারি বলেছেন: জবাব দেই তো আপু।
আর ভালো লিখি না তেমন, তবে যতটুকু লেখি, মন দিয়ে লিখি, এজন্যই বোধ হয় কারো কারো ভালো লাগে।
১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
শায়মা বলেছেন: মন দিয়ে যখন আমরা কিছু করি সেটাই বেস্ট !!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৬
অচিন ফেরারি বলেছেন: কি জানি, মনে হয় তাই।
১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মন ছুঁয়ে যাওয়া লেখা।
শুনুন... ভালোবাসা যখন ঘৃণা দিয়ে প্রকাশ করতে হয়, তখন মনে করা যায় যে, ভালোবাসা পেকেছে। লেখাটি ১ অথবা ২ ফাল্গুনে প্রকাশ করলেও কেউ মানা করতো না....
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৫
অচিন ফেরারি বলেছেন: লেখাটা ফাল্গুনের শুরুতে কিংবা আমার 'শোক দিবসে' প্রকাশ করার প্ল্যানই ছিলো আসলে। দেরী হয়ে গেলো নানান কাজেকর্মে।
হুম ভাই, ভালোবাসা তাহলে পেকেই গেলো।
পচে যাওয়ার অপেক্ষায় থাকি তাহলে, কি বলেন??
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪১
আরণ্যক রাখাল বলেছেন: অদ্ভুত