![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবই পারি, ভবিষ্যৎবাণী ছাড়া! (c) জিশান নিয়াজ
বছরখানেক পর আজ একটা সিগারেট খেতে ইচ্ছে করলো। না খাওয়ার জন্য অনেকটা পথ জোরে জোরে হাঁটছিলাম। নিউমার্কেটের সামনে দুই ভ্যান পুলিশ সন্দিগ্ধ দৃষ্টিতে আমাকে খানিকক্ষণ মাপলো। তারপর মন দিলো তাদের থামিয়ে রাখা খোশগল্পে।
নীলক্ষেতের গলিতে অনেকবার ধাক্কা খেতে খেতে বেঁচে গেলাম। গাট্টাগোট্টা একটা বেওয়ারিশ কুকুরের লেজে অজান্তে পা দিতেই সে কুঁই কুঁই করে এমনি মরাকান্না জুড়ে দিলো যে অন্য পথচারীরা আমাকে রীতিমতো কটাক্ষ করলো। ঢাকা শহরে পশুপ্রেমী মানুষের সংখ্যা এখন অনেক বেশী। পশু নির্যাতন করে পার পাওয়া যাবে না। তাড়াতাড়ি সেখান থেকে সটকে পড়লাম। এদিকে শরীরে ঘুমিয়ে থাকা নিকোটিনের ভূত ঘষা খাওয়া চেরাগের দৈত্যের মতো প্রাণপণে আবির্ভুত হতে চাইছে। মাথার ভেতর মগজ তখন ফেনিল ভাতের মতো টগবগ করে ফুটছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। কপালের ডান পাশের রগটা অকারণে দপ দপ করে লাফাচ্ছে। খেয়াল করলাম গলা শুকিয়ে যাচ্ছে। প্রচন্ড তৃষ্ণা হচ্ছে। এ তৃষ্ণা পানির নয়। এর জন্ম অন্য কোথাও। অন্য কোন জগতে। মানিব্যাগ থেকে একটা দশ টাকার লাল নোট বের করলাম।
খেয়াল করেছি বেশীরভাগ সিগারেটওয়ালাই প্রচন্ড ধূমপান বিদ্বেষী। সিগারেটের ক্ষতিকর ব্যাপারগুলো এরা আগাগোড়াই জানে। মৃত্যুর ফেরিওয়ালার মতো হাসিমুখে এরা সিগারেট বেচে যায়। অবসরে বুক পকেটের টাকা গোনার সাথে সাথে যোগ-বিয়োগ করে মৃত্যুর হিসেবও। এই সিগারেটওয়লা ব্যতিক্রম। চোখে নিরাসক্তি আর ঠোঁটে সিগারেট রেখে সে বেশ ব্যস্ত হয়ে সিগারেট বিকোচ্ছে। আমি দশ টাকাটা তার সামনে রাখলাম। "সাদা না লাল?", এক দৃষ্টিতে সে আমাকে আগাগোড়া মেপেছে। "সাদা", হাত বাড়িয়ে সিগারেটটা নেই। তারপর সেটা মুচড়ে দেই। পায়ের নিচে ফেলে পিষতে থাকি প্রচন্ড আক্রোষে। "ভাইজান উনারে আইজ চুমাটা দিলেও পারতেন। তারে দেইখা কিছু বুঝেন নাই?" , আমি বিস্ময়ে বোবা হয়ে যাই। ছিন্নভিন্ন সিগারেটটাকে ঝেড়েপুঁছে নিয়ে অগ্নিসংযোগ করি। প্রেমিকাকে চুমু বঞ্চিত করার আফসোস ততক্ষণে ধোঁয়া হয়ে আমার ফুসফুস স্পর্শ করেছে।
৩০ শে মার্চ, ২০১৫ রাত ২:৪০
অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ। শেষটা ধোঁয়াশা রেখেছি ইচ্ছে করেই। যেন পাঠক নায়কের চুমু বিষয়ক জটিলতার নিজস্ব অর্থ করে নিতে পারে।
অনেক ভালো থাকুন।
২| ৩০ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক দিন পর লিখলেন!। পরে আবার ফিরে আসছি!
৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৪
অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ কাভা ভাই। আপনার লেখাও মিস করি অনেক।
কী বোর্ড চলুক।
৩| ৩০ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৫৩
সুফিয়া বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ।
৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৫
অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ!
শুভ হোক, সুন্দর হোক জীবন।
অনেক ভালো থাকুন।
৪| ৩০ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৪৮
এহসান সাবির বলেছেন: উউ..... দারুন!!!
৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৬
অক্টোপাস পল বলেছেন:
অনেক ধন্যবাদ ভ্রাতা।
৫| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২১
এনামুল রেজা বলেছেন: হুম। শেষটা ভাল করেছেন।
মুগ্ধতা।
৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৬
অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ রেজা।
অনেক ভালো থাকুন।
৬| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার লেখা। ++++
শেষটা দারুণ লাগল।
৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৮
অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
শুভ হোক , ভালো হোক জীবন।
ভালো থাকুন।
৭| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার লেখায় ভাললাগার পরশ বুলিয়ে গেলাম
৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:১০
অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ লায়লা।
মঙ্গল হোক আপনার সৌম্য জীবনে।
৮| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৫
সুমন কর বলেছেন: চমৎকার অণুগল্পে ৪র্থ ভালো লাগা।
৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:২২
অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ সুমন।
অনেক ভালো থাকুন।
৯| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
কলমের কালি শেষ বলেছেন: অণুগল্পে খুব ভাল লেগেছে ।
৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩০
অক্টোপাস পল বলেছেন: হা হা। খুব চমৎকার নিক তো। আসলেই ভাই আমাদের কালি ফুরিয়ে আসছে।
অনেক ভালো থাকবেন।
১০| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
মনিরা সুলতানা বলেছেন: সিগারেট ওয়ালার কথা টা বুঝে উঠতে পারি নাই। হ্যা শেষ টা ভেবে নেয়া যায় নিজের মত।
শুভ কামনা
৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩১
অক্টোপাস পল বলেছেন: আপনার ভাবনাটা জানতে ইচ্ছে করছে। দেখি আমার সাথে মিলিয়ে?
১১| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:২০
এম এম করিম বলেছেন: চমৎকার লেখনী।
ভালো লাগলো।
৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩২
অক্টোপাস পল বলেছেন: অনেক ধন্যবাদ করিম ভাই।
খুব ভালো থাকুন।
১২| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৭
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর লিখেছেন| বেশ| শেষটা একরকম ভেবে নিয়েছি| বুঝতে অসুবিধা হয়নি
৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৪
অক্টোপাস পল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। নিজে ভেবে নেয়ার আনন্দই আলাদা। নিজেকে তখন গল্পের অংশ মনে হয়।
মঙ্গল হোক।
১৩| ৩১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগল। +
০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১:২৩
অক্টোপাস পল বলেছেন: শুভ কামনা ভ্রাতা। শুকরিয়া।
১৪| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:০২
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা। অনেক।
কিছু বাক্যে ভালো লাগার পরিমান অনেক বেশি!
মৃত্যুর ফেরিওয়ালার মতো হাসিমুখে এরা সিগারেট বেচে যায়। অবসরে বুক পকেটের টাকা গোনার সাথে সাথে যোগ-বিয়োগ করে মৃত্যুর হিসেবও।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
০২ রা এপ্রিল, ২০১৫ রাত ২:৫০
অক্টোপাস পল বলেছেন: আপনার মঙ্গল হোক ভ্রাতা।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৫ রাত ২:২৭
মনিরা সুলতানা বলেছেন: শেষ টা বুঝলাম না ...
কিন্তু লেখা অনেক ভাল হয়েছে ...
চমৎকার বর্ণনা ।
শুভ কামনা আপনার জন্য ।