![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবই পারি, ভবিষ্যৎবাণী ছাড়া! (c) জিশান নিয়াজ
লোকটা প্রথমে ঘাড় বাঁকিয়ে আমার দিকে তাকালো। কিছুক্ষণ এভাবে থাকার পর ধীরে ধীরে তার ভুরু দুইটা কুঁচকে গেল। মুখটা ছুঁচোর মতো বিকৃত করে আমার পায়ের কাছে একদলা থুথু ফেললো সে।
'ভাইছাবের সমস্যা কী?', বাঁ হাতের উলটো পিঠ দিয়ে ঠোঁটের কোণ মুছতে মুছতে সে বললো।
পায়ের কাছে একগাদা থুথু ফেলার পর আমার মেজাজ বেশ খারাপ হয়েছে। সেটা গোপন করে দাঁত বের করে উত্তর দিলাম, 'কিছু না।'
লোকটা আবার তার কাজে লেগে পড়লো। সোনারগাঁ হোটেলের পাশে যে জায়গাটায় বেগুনবাড়ি খালের সঙ্গে যুক্ত হয়েছে স্রোতস্বিনী একটি ড্রেন, সেখানটায় দাঁড়িয়ে সে জবা ফুলের ছবি তুলছিলো। সাদা জবা ফুল।
'বুঝলেন ভাই', আমার নড়ার লক্ষণ না দেখে সে বিড়বিড় করে বললো। 'মানুষ মইরা গেলে সাদা জবা ফুল হইয়া ফুটে।'
'আকাশের না তারা হইয়া যায়?', আমি টিপ্পনি কাটলাম।
'হয় তো!', লোকটাকে এবার হাসতে দেখলাম। হাসলে মানুষকে সুন্দর লাগে। মিথ্যে নয় কথাটা।
'দিনের বেলা তারারা সাদা জবা ফুল হইয়া ফোটে। রাইতে চইলা যায় তারার দেশে।', কথাটা শেষ করে সে আর অপেক্ষা করলো না। হনহন করে হাঁটা ধরলো কারওয়ানবাজারের দিকে।
অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমারও হাঁটা শুরু করা উচিত। কিন্তু সাদা জবা ফুলের ব্যাপারটা কেন যেন মাথা থেকে সরাতে পারছি না।
'সাদা জবা ফুল', 'জবা ফুল সাদা', 'ফুল সাদা জবা'
পকেট থেকে মোবাইল বের করে ফুলগুলোর ছবি তুলতে শুরু করলাম আমি।
'সাদা জবা ফুল' 'সাদা জবা ফুল'
ঘাড় বাঁকিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে লক্ষ্য করলাম। চোখে মুখে তার অপার কৌতুহল।
'সাদা জবা ফুল', আমি জানি ওকে কী বলতে হবে। মনে মনে মুচকি হেসে থুথু ফেলার প্রস্তুতি নিলাম।
২| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৫
ডি মুন বলেছেন: হাসলে মানুষকে সুন্দর লাগে। মিথ্যে নয় কথাটা। -------- হুম ঠিক কথা।
সাদা জবা ফুলের ছবিটাও খুব সুন্দর।
+++
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
রুদ্র জাহেদ বলেছেন: হাসলে মানুষকে সুন্দর লাগে। মিথ্যে নয় কথাটা।
আসলেই সত্যি...গল্প ও ছবি দুটোই দারুণ লাগলো...
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৫
আরণ্যক রাখাল বলেছেন: বেশ হেয়ালি তো! সুন্দর অনুগল্প