নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধ্যায়

অধ্যায়

অধ্যায় › বিস্তারিত পোস্টঃ

কষ্ট,সুখ ও শান্তির রং গুলি

০৯ ই আগস্ট, ২০১১ ভোর ৪:৩৩

কষ্ট নিবে কষ্ট । লাল কষ্ট,নীল কষ্ট ইত্যাদি ইত্যাদি ।ছোট বেলায় অনেককেই দেখেছি কাব্য-কবিতায় বা সংলাপকে এভাবে অন্যের সাথে শেয়ার করতে ।এভাবে শেয়ার করতে যেয়ে তাদের কেউ কেউ কষ্টকে লাল,নীল,সবুজ ইত্যাদি নানা রং য়ে আবিস্কার করেছেন।

সবার জীবনেই কষ্ট রয়েছে,যেমন রয়েছে সুখ ও শান্তি।

নিজে কষ্টের রং খুজতে গিয়ে সুখ ও শান্তির রং গুলোও আবিস্কার করলাম।

কষ্টের নানা রঙ হতে পারেনা । কষ্টের রং হচ্ছে একটাই। এবং তা হচ্ছে কালো । এখন সে যে ধরনের কষ্টই হউক না কেন ।

কষ্টের ওপাড়ে যে রং টুকু তার রং কিন্তু সাদা । এবং তাই হচ্ছে শান্তির রং ।

কষ্টের কালো রঙ টুকুকে ওপাড়ে শান্তির সাদা রং য়ের কাছে পৌছতে যে রংধনুর সাত রং এর সাঁকো পার হতে হয়. তাই হচ্ছে সুখের রং । যা এক এক জনের কাছে এক এক রকম ।

কারো কারো কষ্টের কালো রং যেমন সুখের রং পার হয়ে সাদা শান্তির রং য়ে পরিণত হয় । আবার কারো কারো শান্তির সাদা রং টুক সুখের রং পার হয়ে কাল কষ্টের রং য়ে পরিণত হয় কখনও কখনও ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.