নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দরপতন শেষ হলে টাকার অঙ্কে রতি দীর্ঘ হয়।
যবনিকা পতনের পর আড়মোড়া ভেঙ্গে উঠে বসে।
কেনা সাধুতার মুখোশের আবডালে ডুবে যায় ভোর।
ক্লান্ত দিন শেষ হলে,মুখোশের এলার্জি ধরা পড়ে।
রাত প্রকাশ করে নিখাদ মানুষ,
যে বাঁচে অন্ধকারে ঘন নিঃশ্বাসে,
বেরিয়ে আসে মুখোশ ছেড়ে,
সমুদ্রের ঢেউয়ের মত আছড়ে পড়ে,
খোলা বুক,জঙ্ঘার অতলে মিশে যায় নরম কটিতে।
০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪১
অধীতি বলেছেন: আমি কবি না।মিনিট পাঁচ ছয়েক।হঠাৎ মাথায় শব্দ চলে আসলে হয়ে যায় আবর্জনা কিছু একটা।
২| ০৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৪
জগতারন বলেছেন:
চাঁদগাজী- এর অবান্তর প্রশ্ন(!)
আবার(?)
প্রিয় কবি অধীতি - আপনি একদম মনক্ষুন্য হবেন না।
এ সমস্ত অবান্তর আবর্যনা প্রশ্ন বানে।
আপনার এ কবিতা খুব ভালো হয়েছে।
আপনার আজকার কবিতা আমার ভালো লেগেছে।
০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪২
অধীতি বলেছেন: কৃতজ্ঞতা।
৩| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৬
নেওয়াজ আলি বলেছেন: বেশ মুগ্ধ হলাম।
২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫৫
অধীতি বলেছেন: কৃতজ্ঞতা প্রিয়
৪| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪০
রাজীব নুর বলেছেন: আসলে কবিতা তো আবেগের খেলা।
২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫৬
অধীতি বলেছেন: হ্যাঁ। আবেগে ভেসে যাই
৫| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১০:১০
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো লেগেছে।
শুভেচ্ছা জানবেন।
২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫৭
অধীতি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
৬| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ২:৪৯
নূর আলম হিরণ বলেছেন: শব্দ গুলো সাজিয়েছে বেশ।
৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৫
অধীতি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
এই কবিতা লিখতে আপনার কত সময় লেগেছে?
আমি পোষ্ট লিখি ১০/১৫ মিনিটে।