নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেসে আসি সমুদ্রের ঢেউয়ে,বালুচর চুষে নেয় আমারে।

অধীতি

আপনারেই চিনার তরে,পরিচয় দেই কি করে??

অধীতি › বিস্তারিত পোস্টঃ

কি নামে ডেকে বলবো তোমাকে?

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৪

একটা কাজ চতুর লোকেরা বিভিন্ন শিরোনামে করে অথচ মশলা একই।বর্তমানে সেটাই দেখতেছি।ছাত্রলীগের অপরাধ করলে বহিষ্কার করে দেয় এবং কলংক মুক্ত হয়।বলা হয় সে এখন ছাত্রলীগের না।এই কূটবুদ্ধি এখন সবাই কাজে লাগাচ্ছে।একজন হুজুর বলাৎকার করে ধরা খেলে বাকিরা বলবে উনি হুজুর না,কোন হুজুর একাজ করতে পারেনা। এভাবে একই কাজ ভিন্ন শিরোনামে করার ফলে সাধারণ মানুষ হতাশ হয়ে যায়। সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার বিষয়টাও কি কওমি জনতা এভাবেই এড়িয়ে যাবে?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২২

শাহ আজিজ বলেছেন: একটা ধুরন্ধর বানী কে যেন চালু করে গেছে "পাপকে ঘৃণা কর পাপীকে নয়" ।

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৪

অধীতি বলেছেন: একদম।এটা আমার মাথাতেই আসেছি।এই বাণী থেকেই এটার শুরু।

২| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: ধর্ষনের শান্তি মৃত্যুদন্ড হলে বলাৎকারের শাস্তিও মৃত্যুদন্ড হওয়া উচিৎ।

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৫

অধীতি বলেছেন: বলাৎকার আর ধর্ষণে পার্থক্য নেই। নামেই যা। কিন্তু শাস্তিই তো নির্ধারণ হচ্ছে না।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: ধর্মান্ধতা একটি ভয়ংকর ‘মানষিক রোগ’।

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৬

অধীতি বলেছেন: এটা পরিকল্পনা করে তৈরি করা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.