নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈষম্যমুক্ত সমাজ চাই

অদীত

সত্য কথা বলার চেষ্টা কর। লাইক করুন https://www.facebook.com/bloggerodit

অদীত › বিস্তারিত পোস্টঃ

একটা সেট কিনতে চাই, ২০-২৫ হাজার টাকার মধ্যে, কোনটা ভালো হবে ভাই? আপনাদের মতামত চাই। সাহায্য করার কেউ নাই

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২১







ভাই ও বোনেরা একটা সেট কিনতে চাইছিলাম ২০-২৫ হাজার টাকার মধ্যে। ভাবছিলাম লুমিয়া নেবা না বাংলাদেশি ওয়ালটন নেব। আবার সনি এক্সপেরিয়া টি ও কিনতে মন চায়। কী করব ভায়েরা। পুরোপুরি দ্বিধায় পড়ে গেছি। আপনাদের পরামর্শ চাই সেট কেনা নিয়ে। জানি ব্লগে স্মার্ট ফোন ব্যবহারকারী অনেকেই আছেন, যারা অনেক সময় লগইন না করেই পোস্ট পড়েন, কমেন্ট করেন না।

মন্তব্য ৪৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

শেখ শিহাব আল মাহমুদ বলেছেন: Spice Smartflo Pace 2

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪২

অদীত বলেছেন: দাম কত? কোথায় পাওয়া যাবে?

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭

কক বলেছেন: নোকিয়া লুমিয়া ৭২০ কিনুন.....

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪২

অদীত বলেছেন: দাম কত ভাই? থ্রিজির জন্য ফ্রন্ট ক্যামেরা আছে তো?

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

সোহানী বলেছেন: আমিও কিনতে চাই বাট মার্কেটে যেয়ে মাথা খারাপ অবস্থা। কোনটা ছেড়ে কোনটা কিনি!!!!! সবগুলাই মাথা খারাপ করার মত.. বিশেষ করে সিম্ফনীর জেড সিরিজ। কেই কি বলতে পারেন সিম্ফনী কেমন চলে??? নোকিয়া লুমিয়া ৭২০ ভালো হলেও আকর্ষীয় নয় কিনতু স্যামসাং পছন্দ হলে মামা বহুত দাম..... পরামর্শ দেন....

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

অদীত বলেছেন: মনে হয় ওয়ালটন ভালো হবে নয়ত লুমিয়া। আর সিম্ফোনির উপর বিশ্বাস নাই।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

মিনহাজুল হক শাওন বলেছেন: সিম্ফোনী বা ওয়ালটন বেশ ভাল হলে লুমিয়া লুমিয়া-ই, কিংবা স্যামসাঙ বা এক্সপেরিয়া নিজ নিজ গুণে উজ্জল। ডিসিশন আপনার।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

অদীত বলেছেন: ধন্যবাদ। সুন্দর মন্তব্যের জন্য।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

পাকাচুল বলেছেন: কিনলে ভালো ব্রান্ডের কিনেন। এইটা পড়েন, সিম্ফোনীর অবস্হা

Click This Link

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

অদীত বলেছেন: এই ভয়েই কিনতে চাইছি না।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

এেলক্সান বলেছেন: ক্রাপ নকিয়া না কেনাটাই এখন বুদ্ধিমানের কাজ হবে। ওয়ালটন ও কিনতে পারেন... চাইলে এন্ড্রয়েডকথন.ডট.কম ওয়েব সাইট থেকে রিভিউ দেখে সিদ্ধান্ত নিতে পারেন...

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

অদীত বলেছেন: ক্রাপ মানে বুঝলাম না ভাই্।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

ভাউ বলেছেন: brother believe me or not,

at this rate the best set u can get is galaxy sII.

whatever u choose plz consider these facts:

most important: 1. Usable internal Storage (xperia has this problem-lower usable memory;

2. Ram - the higher the better, ekhon bhab choltase 2 gb but SII got 1 gb which is sufficient.

but the main is optimization and this set brilliantly optimized

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

অদীত বলেছেন: ধন্যবাদ রিভিউটা দেখে নিচ্ছি।

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৮

ইমরান হক সজীব বলেছেন: ওয়াল্টন কেনাই ভালো । লুমিয়াতে সব সাপোর্ট করে না ।

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৫

নতুন বলেছেন: আইফোন ৫ সি --- আপনার জন্যই.. :)

কয়েকটা দিন অপেক্ষা করেন.. বাজারে আসতেছে..

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

অদীত বলেছেন: বাই এখন পকেটে টাকা আছে তাই কিনে ফেলতে চাইছিলাম। ধন্যবাদ।

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৬

নতুন বলেছেন: http://www.apple.com/iphone-5c/ এখানে দেখেন...

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

অদীত বলেছেন: ধন্যবাদ।

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

ডুয়েট বলেছেন: sumsung galaxy grand কিনুন।জটিল সেট।
২৫০০০ টাকায় পাবেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

অদীত বলেছেন: দাম দেখছি ২৯ হাজার একটু বেশি হয়ে যায়। তারপরেও ধন্যবাদ।

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

ইমরাজ কবির মুন বলেছেন:
Sony Xperia V
দেখতে পারেন​, ২৬,০০০ টাকা।স্টাইলিশ​, কনফিগ ও বেশ ভাল​।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৬

অদীত বলেছেন: ওরে বাবা ধন্যবাদ।

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

নানাভাই বলেছেন: পরিচিত কেউ যদি আইফোন ৪ বিক্রি করে, সেকেন্ড হ্যান্ড হইলেও আইফোনে মজা পাইবেক।
২০-২৫ হাজারে আইফোন ৪/৪এস (সেকেন্ড হ্যান্ড) পাওয়া যাবে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

অদীত বলেছেন: আমার পরিচিত এমন কেউ নাই রে ভাই।

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩১

ইমরাজ কবির মুন বলেছেন:
এই দামে ওয়ালটন এর নিউ বম্বশেল Primo X2 ও পাবেন, আমি নিজেও এক্সাইটেড ছিলাম ওটা নেয়ার ব্যাপারে।কিন্তু অনেক সমস্যার কথা শুনলাম: স্পীকার, ভিডিও প্লেব্যাক etc ঠিকভাবে কাজ করেনা।
কম দামী হলে ঠিক আসে কিন্তু ২৫,০০০ বাজেটের জন্য সিম্ফনী, ওয়ালটন একদমই ব্যাড চয়েজ।আর নোকিয়াও ফালতু সার্ভিস দিচ্ছে।তাই আপনি সনিই দেখেন।
আমার ভাই গত বছর ডিসেম্বর এ Xperia S কিনসে, ওটা প্রায় V এর মতোই শুধু লুকটা ডিফারেন্ট।
ভেবে চিন্তে ডিসিশন নেন, শুভকামনা ||

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

অদীত বলেছেন: ধন্যবাদ। লুমিয়া নয়তো সনির কথাই ভাবছি এখন।

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

নতুন বলেছেন: আপনি নতুন আ্ইফোন ৪ পাবেন ২৫০০০ টাকায়....

মধ্যপ্রাচ্যে কারুর মাধ্যমে কিনতে পারেন....

টাকা আর পারফমেন্সে ঐটাই সবচেয়ে ভাল হবে.... :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫

অদীত বলেছেন: ধন্যবাদ।

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

নতুন বলেছেন: এই সাইটে নতুন আইফোন ৪.. ৪এস বিক্রি হয়... Click This Link

১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮

পাস্ট পারফেক্ট বলেছেন: সিম্ফোনী ওয়াল্টন এইসব চাকচিক্য ওয়ালা সেট কিনা ইন দ্য লং রান ধরা খাইবেন। ১ বছর চলবে ভালই, তারপর থেকেই ভজঘট অবস্থা! তার থেকে স্যামসং বা সনি নেন। ২৫,০০০/- দিয়া এক্সপেরিয়া ভি পাবেন। ঐটাই কিনেন। আর যেসব ফোন সম্প্রতি রিলিজ হইছে সেগুলা চুজ করবেন। যেমন এক্সপেরিয়া টি বা এক্সপেরিয়া টিএক্স এর অনেক পরে এক্সপেরিয়া ভি এসছে। একটু বাড়িয়ে এক্সপেরিয়া এসপি নিতে পারেন। আবার

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

অদীত বলেছেন: ধন্যবাদ ভাই তা-ই ভাবছি।

১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

ভোরের সূর্য বলেছেন: ভাই একটু অন্যরকম উপদেশ। আর যাই কিনুন দয়া করে ওয়াল্টন,সিম্ফনি বা ম্যাক্সিমাসের মতন চাইনিজ সেট কিনবেন না।

নকিয়া,স্যামসাং,সনি বা লেনোভো কিনেন।কারন একটা সাধারণ জিনিস আমি বুঝি। কম দামে যত বেশি অপসন তত খারাপ যেমন চাইনিজ সেটগুলো।ওয়ালন্টন সেটের যে কনফিগারেশন তাতে একই কনফিগারেশনের নকিয়া,স্যামসাং,সনি সেট গুলোর আকাশ পাতাল দামের তফাত।
আর উদাহরন হিসাবে ১Gh প্রসেসরের স্পিড বা ১জিবি র‍্যামের পারফরমেন্স পাবেন কিনা বা টাচ স্মুথ হবে কিনা বা কতদিন ভাল রেজুলেশন থাকবে এটা জানেন না। আর আফটার সেল সার্ভিস মানে সেটে প্রবলেম হলে ওরা ভাল সার্ভিস দিবে কিনা তাই ভাল হয় পরিচিত ব্রান্ড থেকেই সেট নেয়া। আর যদি আপনি ২০-২৫ হাজার টাকা দিয়ে ৬ মাসের জন্য সেট কিনতে চান তাহলে চাইনিজ।বলার কিছু নাই।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭

অদীত বলেছেন: সেটাই ভাই। হয় নকিয়া নয়ত সনি।

১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপনের সিদ্ভান্ত কুনডা এহন?

২০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪

ইকরাম বাপ্পী বলেছেন: ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপনের সিদ্ভান্ত কুনডা এহন?

২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

স্পেলবাইন্ডার বলেছেন: এন্ড্রয়েডের আসল মজা পেতে হলে স্যামসাং অথবা এইচটিসি কিনুন। স্যামসাং গ্যালাক্সি কোর কিনতে পারেন। দাম ২০৯০০ টাকা।

২২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: আইফোন ৫ সি (নতুন যেটা আসতাছে) অথবা স্যামসাং এস ৩

২৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৭

লিন্‌কিন পার্ক বলেছেন:

সনি নিতে পারেন বা স্যামসাং গ্র্যান্ড

২৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২২

মদন বলেছেন: Click This Link

২৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৯

নষ্ট ছেলে বলেছেন: বাজেটটা আরেকটু বাড়িয়ে নেক্সাস ৪ কিনে ফেলুন।

২৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২০

নষ্ট ছেলে বলেছেন: নেক্সাস ৪, ৮ জিবি মনে হয় ২৫ হাজার টাকায়ই পাবেন।

২৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

এেলক্সান বলেছেন: Click This Link

আর আমার মুনে হয় এখন তোমার সেট না কিনাই ভালা ২০২০ সালে কিনো সবচেয়ে আপডেটেড সেট পাইবা.... =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.