![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভাইয়ার দুইটা কিউটটি যমজ মেয়ে হয়েছে। সবাই ওদের জন্য অনেক দোয়া করবেন। ওদের জন্য দুইটা কাব্যিক নাম দিলে অনেক খুশি হব
=====>>>
সবাই কে কি বলে যে ধন্যবাদ দিব বুজতে পারছি না!!! এত্ত এত্ত এত্ত সুন্দর সুন্দর নাম কোনটা রেখে কোনটা রাখব সেটাই তো বুজতে পারছি না!!! তবে ভাইয়া ভাবীর যে দুইটা নাম সবছেয়ে বেশি পছন্দ হইছে তা হল অতৃপ্ত ভাইয়ার দেয়া দুইটা নাম একটু পরিবরতন করে। তা হল
সানজিদা ইসলাম প্রাপ্তি
আর তানজিলা ইসলাম ত্রাপ্তি
মনে হয় এই দুইটাই রাখা হবে। সবাইকে অনেক ধন্যবাদ এত্ত সুন্দর নাম দেয়ার জন্য। আমার বাচ্ছা হলে তখন ও দিতে হবে কিন্তু মিষ্টি খাওয়ার দাওয়াত রইল সবার। আর আমার জন্য দোয়া কইরেন যেন আমার ও দুইটা কিউট দুইটা জমজ পরী হয় যদিও মাত্র ১৯ এ পা দিলাম
২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৩২
অদৃশচ আমি বলেছেন: প্রথম টার জন্য কি বলব !!!
২য় টা সুন্দর। ধন্যবাদ
২| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৩০
ইংলা বলেছেন: গুলতেকিন - শাওন
২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৩
অদৃশচ আমি বলেছেন:
৩| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৩০
রিতুন ক্লিস বলেছেন: তুলতুল ও তুনতুন
২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৪
অদৃশচ আমি বলেছেন:
৪| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৩১
মোঃমোজাম হক বলেছেন: টাপুর - টুপুর
৫| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৩
সুমন অহেমদ বলেছেন: তিত্লি, কঙ্কা--
৬| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৩
অতৃপ্ত আত্না বলেছেন: সুপ্তি আর দিপ্তি রাখতে পারেন।
২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৬
অদৃশচ আমি বলেছেন: হুম্ম, ভাল।। অনেক ধন্যবাদ আপনাকে
৭| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৫
আরিফ আরাফাত রুশো বলেছেন: নিহারিকা-অনামিকা/সাগরিকা
সিনোরিটা-ক্লিওপেট্রা
নিশিতা-ঈশিতা
২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৪০
অদৃশচ আমি বলেছেন: প্রথম টা ভাল লাগ্ল। ধন্যবাদ
৮| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৬
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: বাংলার চে - চে তো অনেক দূরের অক্ষর আপনি গু টা হোন কামে দিবে একশ কেন মেলা হাত দূরে থাকবে তাও আবার নাকে হাত দিয়ে চোখ সরাইয়া ( সরি ফাইজলামি মুড এ আছি সিরিয়াস ভাবে নিয়েন না )
তয় আপনার দেওয়ার হাসিনা + খালেদা বেপক লাইক হইছে ১০০০ লাইক আপানার কমেন্টে
(আবুল হাসি দিলাম ফ্রিতে )
নাম দিতে পারমু না হু
২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৯
অদৃশচ আমি বলেছেন: হাসিনা খালেদা লুইজ্জা পাইছি :!>
৯| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৯
সরদাররকস্ বলেছেন: বুবি এবং বিবা
১০| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: হুমায়ুন আহমেদের দুই জনপ্রিয় মেয়ে চরিত্র "পরী" ও "জরী" রাখুন।
২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৪১
অদৃশচ আমি বলেছেন: হুম্ম রাখা যায়
১১| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৪১
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: চন্দ্রঁ + বিন্দু
অহ + নিশী
পেকঁ + কাদাঁ
হাচা + মিছা
২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৪২
অদৃশচ আমি বলেছেন: ভাই ফাজলামো করেন কেন
১২| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৪১
শান্তা273 বলেছেন: অভিনন্দন, অভিনন্দন!!
দুজনই সুস্থ থাক এই কামনা করি।
পিহু এবং কুহু
নীলা এবং পলা
চন্দ্রাবতী এবং লীলাবতী
নাম পছন্দ হলে জানাবেন কিন্তু...........
২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৪৪
অদৃশচ আমি বলেছেন: নীলা পলা
চন্দ্রাবতী এবং লীলাবতী
এই দুই টা অনেক ভাল ্লাগছে।
অনেক ধন্যবাদ। রাখলে জানাবঃ)
১৩| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৪৫
মিশুক৩১ বলেছেন: প্রিয়+তমা=প্রিয়তমা আমার খুবই পছন্দের নাম...প্রিয় ও তমা...
২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৪৭
অদৃশচ আমি বলেছেন: প্রিয় কি মেয়ের নাম রাখা যায়??
তবে মিল টা অনেক সুন্দর
১৪| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৪৫
সাবু ছেেল বলেছেন: ভাই সাহেব,সদ্যজাত ছোট্ট ঐ দুই ফেরেশতার জন্য প্রথমে রইলো আমার অন্তরের শুভ কামনা।তাদের জন্য নিচে আমার দুটি উপহার (নাম)ঃ
১। নিশীথা ২।নীলিমা অথবা নাবিলা।
আপনাকে অনেক ধন্যবাদ।
২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৪৮
অদৃশচ আমি বলেছেন: ভাইয়া নাম কই??
১৫| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৪৬
অতৃপ্ত আত্না বলেছেন: সানজিদা আক্তার সুপ্তি
আর
তানজিলা আক্তার দিপ্তি
(লোকজন কনফিউওসড হয়ে যাবে..;-) )
২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৪৮
অদৃশচ আমি বলেছেন: হা হা হা
মজা তো!!!
১৬| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৪৮
শেখ সাহেব বলেছেন: রুবি / রুবা, or u can call them tanu/ onu
২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৪৯
অদৃশচ আমি বলেছেন: তনু অনুর জন্য ভাল নাম কি রাখব??
১৭| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৪৮
প্রেমহীন পৃথিবী বলেছেন: মান্যতা ও মৌনতা
মৌমিতা ও মৌনতা
২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৫০
অদৃশচ আমি বলেছেন: ২য় টা অনেক ভাল লাগল
১৮| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৪৮
মাহবু১৫৪ বলেছেন: রুপানা, অহনা
২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৫১
অদৃশচ আমি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১৯| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৪৯
সুজন১১২ বলেছেন: দু জন নতুন মেহমান কে সুস্বাগতম।
শাফখাতুন নাঈম এবং শাফখাতুন আলিফ।
২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৫২
অদৃশচ আমি বলেছেন: উউম মেয়ের নাম হিসেবে একটু বিদঘুটে
২০| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৫৮
বিডি আমিনুর বলেছেন: আপনি তো খুব এডভান্স , আমি এখনও একটা মেয়ের বাবা হতে পারলাম না ( অবশ্য এখনো বিয়া করি নাই )আর আপনি একবারে দুই মেয়ের বাবা। কি সৌভাগ্য আপনার বস ।
আসল কথায় আছি---
প্রেমা এবং তমা রাখতে পারেন।
২৮ শে জুলাই, ২০১২ রাত ১:০৬
অদৃশচ আমি বলেছেন: আরে ভাই আমি বাবা হই নি তো!! আমি চাচা!!!
২৮ শে জুলাই, ২০১২ রাত ১:০৬
অদৃশচ আমি বলেছেন: আরে ভাই আমি বাবা হই নি তো!! আমি চাচা!!!
২১| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৫৯
আমি ব্লগার হইছি! বলেছেন: ইলোরা- অজন্তা
২২| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১:০০
রাখালছেলে বলেছেন: ঈষি ও নিশি চেষ্টা করতে পারেন।
স্বাগতম চাচামিয়া ।
২৮ শে জুলাই, ২০১২ রাত ১:১৮
অদৃশচ আমি বলেছেন:
২৩| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১:০০
আমি তুমি আমরা বলেছেন: আমরীন-নামরীন /সুবহা-সাবিহা
২৪| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১:০৩
মানহুস বলেছেন: ১. কবিতা/কবরী
২. আলো/আলেয়া
৩. নোভা/সুপানোভা
৪. মহুয়া/মানবী
৫. নীলা/আকাশী
৬. দুইজন হীমালয় বিজয়ীনির নামে রাখতে পারেন।
আরো যদি চান চিন্তা করতে পারি।
২৮ শে জুলাই, ২০১২ রাত ১:১০
অদৃশচ আমি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আরও কিছু দিন না। একটু কাব্যিক টাইপ
২৫| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১:০৪
উসীমজদ্দীন বলেছেন: আমাদের দেয়া নামগুলো রাখতে পারবেন বলে মনে হয় না। আপনার পরিবার থেকে অনেক ভাল ভাল নাম আসবে। তাছাড়া নামের ব্যপারটা হচ্ছে এমন একজনের ভাল লাগবে আরেক জনের লাগবে না। চাচা-মামা,ফুফু-খালা, দাদাদাদী-নানা নানীদের ভিন্ন ভিন্ন পছন্দ থাকতে পারে। তবে সন্তানের মা ও বাবা যেটা সিলেক্ট করবেন তাই হবে।
এখানে অবশ্য অনেক সুন্দর সুন্দর নাম এসেছে। বিশেষ করে আমার ভাল লেগেছে-
রুপকথা- চন্দ্রকথা
সুপ্তি-দিপ্তি
মৌমিতা-মৌনতা
পরিবারের অন্য সদস্যদের পছন্দ হলে এগুলোর যে কোন একটি রাখতে পারেন।
২৮ শে জুলাই, ২০১২ রাত ১:১৩
অদৃশচ আমি বলেছেন: ভাইয়া ভাবীর সুপ্তি আর দিপ্তি সবছেয়ে বেশি পছন্দ হইচে। ধন্যবাদ আপনার মন্ত্যবের জন্য
২৬| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১:০৪
মানহুস বলেছেন: মায়াবীনি/মায়াবতী
২৭| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১:১২
টুকিঝা বলেছেন: ঋ এবং ত্রয়ী।
আমার পছন্দের দুটি নাম।
২৮ শে জুলাই, ২০১২ রাত ১:১৬
অদৃশচ আমি বলেছেন: সুন্দর তো!!! কিন্তু ওদের বাবা মা পছন্দ করবে কিনা বুজতেছি না
২৮| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১:২৩
টক দঐ বলেছেন: বাংলার চে বলেছেন: হাসিনা ও খালেদা
আফ রিন + জাফ রিন
২৯| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১:৩৯
স্বাধীকার বলেছেন:
যাহিন
যাশিন।
==============
নিভা
বিভা
==============
মাত্রা
সান্দ্রা
==============
রাত্রি
নিশি
==============
ওশিন
ওরিন
==============
শেষ পর্যন্ত কি নাম রাখা হলো-সেটা জানাবেন কিন্তু।
২৮ শে জুলাই, ২০১২ রাত ১:৪৩
অদৃশচ আমি বলেছেন: রাত্রি নিশি এই দুই টা নাম আমার অনেক পছন্দের
৩০| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১:৪০
দেশপ্রেমিক রাতুল বলেছেন: হাসি ও খুসি,টুম্পা ও রুম্পা ,সষ্মিতা ও পুষ্পিতা রাখতে পারেন ।
৩১| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১:৪৩
অতৃপ্ত আত্না বলেছেন: আপনার ভাইয়া ও ভাবীর আমার দেওয়া নাম পছন্দ হয়েছে জেনে খুব ভাল লাগল।
তবে তাদের নাম যাই রাখা হোকনা কেন দোয়া করি তারা যেন সুস্থ, সবল আর ভালো মনের মানুষ হয়। আর সুস্থ সবল ও ভালো মনের মানুষেরা সবসময় সুখি হয় তাই আলাদা করে আর ঐটার কথা বললাম না।
৩২| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১:৪৪
টুকিঝা বলেছেন: ঠিকাছে তবে আরও কিছু পছন্দের নাম-
আকাঙ্ক্ষা,স্পৃহা দুটারই অর্থ ইচ্ছে।
চন্দ্র/বিধু , জ্যোৎস্না।
স্বরিৎ, তরণী/ তরী অর্থ- নদী এবং নৌকা।
নৃ , পৃ- মানুষ এবং পৃথিবী।
জলধি এবং তোয়ধি অর্থ সমুদ্র।
জমজ বেবিদের আমার অনেক ভাগ্যবতী মনে হয়! এবং স্পেশাল। ওদের নামটাও স্পেশাল হতে হয়। আর যাঁদের জমজ বেবি হয় তাঁরাও অনেক ভাগ্যবান বাবা মা, সব বাবা মাদের তো এরকম সুন্দর মিলিয়ে মিলিয়ে নাম রাখা হয় না!
দুজনেরই সুন্দর নাম হোক, সুন্দর জীবন হোক। শুভকামনা।
২৮ শে জুলাই, ২০১২ রাত ৮:১৫
অদৃশচ আমি বলেছেন: হুম্ম আসলেই ভাগ্যবান। ওরা এতটাই কিউট যে আমার ও এমন ভাগ্যবান হতে ইচ্ছা করছে খুব। দোয়া করবেন আমার জন্য । যেন আমিও ভাগ্যবান হতে পারি
৩৩| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১:৪৪
অতৃপ্ত আত্না বলেছেন: আপনার ভাইয়া ও ভাবীর আমার দেওয়া নাম পছন্দ হয়েছে জেনে খুব ভাল লাগল।
তবে তাদের নাম যাই রাখা হোকনা কেন দোয়া করি তারা যেন সুস্থ, সবল আর ভালো মনের মানুষ হয়। আর সুস্থ সবল ও ভালো মনের মানুষেরা সবসময় সুখি হয় তাই আলাদা করে আর ঐটার কথা বললাম না।
২৮ শে জুলাই, ২০১২ রাত ৮:১৯
অদৃশচ আমি বলেছেন: ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দেয়া নাম ই রাখা হইছে। আমার বেবী হলে তখন ও থাকবেন কিন্তু। আর ভাইয়া আপনার নাম টা একটু বলবেন?? নাইলে ওরা বড় হলে বলতে হবে তোমাদের এই অতৃপ্ত আত্মা নামক চাচা তোমাদের নাম রাখছে
শেষে যদি আবার ভয় পেয়ে যাায়া!!!
৩৪| ২৮ শে জুলাই, ২০১২ রাত ২:৩১
বখাটে স্বপ্ন বলেছেন: প্রিতিলতা প্রিতি ও লতা
৩৫| ২৮ শে জুলাই, ২০১২ রাত ৩:৫৯
রঙ তুলি ক্যানভাস বলেছেন: কত নামই তো মাথায় আসে,বলতে থাকি অধৈর্য হয়েন না আবার
প্রাপ্তি-পুণ্যি / প্রাপ্তি-দীপ্তি / প্রাপ্তি-পূর্ণতা
অর্চী-অর্থী /অর্চী-সুচী /অদ্রি-অর্থী
স্নেহা-স্পৃহা ,
অরণী-অবনী,
অন্বেষা-প্রত্যাশা,
সুধা-মেধা,
মৃত্তিকা-অবন্তিকা,
অবন্তি-শ্রাবন্তি
কল্প-কথা,
অগ্নিলা-ঐন্দ্রিলা,
শ্রাবণ-বর্ষণ,
মৌনতা-নম্রতা / মৌনতা-পূর্ণতা / মৌনতা-মান্যতা
(কোনটার অর্থ জানা না থাকলে বইলেন,সবগুলার অর্থই সুন্দর লাগে আমার কাছে)
২৮ শে জুলাই, ২০১২ রাত ৮:২৩
অদৃশচ আমি বলেছেন: ভাইজান আপনার দেয়া প্রাপ্তি নামটা ডাক নাম রাখছি
২৮ শে জুলাই, ২০১২ রাত ৮:২৩
অদৃশচ আমি বলেছেন: ভাইজান আপনার দেয়া প্রাপ্তি নামটা ডাক নাম রাখছি
৩৬| ২৮ শে জুলাই, ২০১২ ভোর ৪:০৬
সমানুপাতিক বলেছেন: পূর্ণতা এবং প্রাপ্তি । ছন্দ মিলিয়ে রাখলে নাম ধরে ডাকার সময় যন্ত্রণা লাগতে পারে ।
২৮ শে জুলাই, ২০১২ রাত ৮:০৪
অদৃশচ আমি বলেছেন: প্রাপ্তি রাখছে। আপনাকে অনেক ধন্যবাদ
৩৭| ২৮ শে জুলাই, ২০১২ ভোর ৪:০৮
নস্টালজিক বলেছেন: নাম রাখেন রঙ আর তুলি!
দোয়াগো!
৩৮| ২৮ শে জুলাই, ২০১২ ভোর ৪:১১
Tuhin Hasan বলেছেন: খাতিজা, আয়েশা
৩৯| ২৮ শে জুলাই, ২০১২ ভোর ৪:১৪
সমানুপাতিক বলেছেন: এতো সুন্দর সুন্দর নাম!! কোনটা ফাইনাল করলেন জানাবেন প্লিজ। প্রিয়তে নিলাম ।
আরেকটা দিলাম - ঝামেলা , পামেলা
৪০| ২৮ শে জুলাই, ২০১২ ভোর ৪:২২
রঙ তুলি ক্যানভাস বলেছেন: সমানুপাতিক বলেছেন: পূর্ণতা এবং প্রাপ্তি । ছন্দ মিলিয়ে রাখলে নাম ধরে ডাকার সময় যন্ত্রণা লাগতে পারে" তা ঠিক,অনেকে অর্থ দেখে অনেকে ছন্দ দেখে..জমজ বলেই যে ছন্দ মিলিয়ে রাখতে হবে অনেকে আবার এই থিওরী মানেন না
নস্টালজিক বলেছেন: নাম রাখেন রঙ আর তুলি"
তুলতুলি-বুলবুলি,তুলতুল-তুলমুন ,রং-ঢং,রং- সং এগুলা কেমন???
২৮ শে জুলাই, ২০১২ রাত ৮:০৩
অদৃশচ আমি বলেছেন: প্রাপ্তি টা রাখছে :পি
রঙ আর তুলি হা হা হা
ইসসস তিনটা একসাথে হইলে মাস্ট ক্যানভাস ও রাখতাম।
৪১| ২৮ শে জুলাই, ২০১২ ভোর ৪:২৮
জামিল আহমেদ জামি বলেছেন: শ্রদ্ধা, মেধা....
৪২| ২৮ শে জুলাই, ২০১২ সকাল ১০:৫৪
মৌনতা০১ বলেছেন: নীলান্তিকা ( ছোট করে ডাকলে নীলা ডাকবে)
জ়য়ন্তিকা( ছোট করে ডাকলে জয়ী ডাকবে)
অবন্তিকা ( ছোট করে অবনী)
শেষ পর্যন্ত কি রাখলেন জানাবেন কিন্তু।।
২৮ শে জুলাই, ২০১২ রাত ৮:০১
অদৃশচ আমি বলেছেন: ১ম টা আর ৩য় টা এই দুই টা আমার অনেক পছন্দের নাম। আমার জন্য দোয়া করেন। যেন আমার এমন দুইটা পরী হয়। তাইলে এই দুইটা নাম রাখব
৪৩| ২৮ শে জুলাই, ২০১২ সকাল ১০:৫৯
সারথী মন বলেছেন: দুজনেরই জীবন সুন্দর জীবন হোক। শুভকামনা।
৪৪| ২৮ শে জুলাই, ২০১২ সকাল ১১:০২
কথক পলাশ বলেছেন: প্রতীতী, পরমা
৪৫| ২৮ শে জুলাই, ২০১২ সকাল ১১:০৪
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: হাফসা আয়শা
রাখতে পারেন
৪৬| ২৮ শে জুলাই, ২০১২ সকাল ১১:০৪
কথক পলাশ বলেছেন: প্রতীতি, পরমা
(আগেরটা মনে হয় বানান ভুল ছিলো)
৪৭| ২৮ শে জুলাই, ২০১২ সকাল ১১:০৭
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: প্রমা প্রভা
অনা ফিনা্
রুবামা তমা
৪৮| ২৮ শে জুলাই, ২০১২ সকাল ১১:৪৬
জান্নাতী১২ বলেছেন: ১। অথৈ ও তাথৈ
২। তূর্ণা ও পূর্ণা
৩। মাহা ও মেধা
৪। সুপন্তী ও রূপন্তী
ফুটফুটে বাবু দুটোর জন্য অনেক ভালোবাসা।
২৮ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৯
অদৃশচ আমি বলেছেন: দোয়া করবেন অনেক বেশি করে
৪৯| ২৮ শে জুলাই, ২০১২ সকাল ১১:৫৪
নিয়েল ( হিমু ) বলেছেন: কেয়া - খেয়া
৫০| ২৮ শে জুলাই, ২০১২ সকাল ১১:৫৬
জিসসান বলেছেন: ১। অর্না এবং বর্না
২। ফিওনা/লিওনা
৩। দানিন/হানিন [আমার ভাগ্নীদের নাম]
৪। ফানাহ/তানাহ
৫১| ২৮ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১৬
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন:
রকেট-বুলেট, যে যাই নাম রাখুক না কেনো.... আমি এই নামেই ডাকতাম !
২৮ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৬
অদৃশচ আমি বলেছেন:
৫২| ২৮ শে জুলাই, ২০১২ দুপুর ১:০০
মৈত্রী বলেছেন:
কথা-কল্প কিংবা কল্প-কথা....
৫৩| ২৮ শে জুলাই, ২০১২ দুপুর ১:০৩
রেজোওয়ানা বলেছেন: যমজ বাবু খুব সুইট!
ওদের জন্য অনেক অনেক দোয়া আর ভালবাসা
কি নাম রাখলেন শেষ পর্যন্ত, জানাবেন
২৮ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৫
অদৃশচ আমি বলেছেন: অনেক ধন্যবাদ । সানজিদা ইসলাম প্রাপ্তি আর তানজিলা ইসলাম ত্রাপ্তি
৫৪| ২৮ শে জুলাই, ২০১২ দুপুর ২:১১
আমিতপু বলেছেন: নাব্য কাব্য
৫৫| ২৮ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৩
অদৃশচ আমি বলেছেন: সবাই কে কি বলে যে ধন্যবাদ দিব বুজতে পারছি না!!! এত্ত এত্ত এত্ত সুন্দর সুন্দর নাম কোনটা রেখে কোনটা রাখব সেটাই তো বুজতে পারছি না!!! তবে ভাইয়া ভাবীর যে দুইটা নাম সবছেয়ে বেশি পছন্দ হইছে তা হল অতৃপ্ত ভাইয়ার দেয়া দুইটা নাম একটু পরিবরতন করে। তা হল সানজিদা ইসলাম প্রাপ্তি
আর তানজিলা ইসলাম ত্রাপ্তি
মনে হয় এই দুইটাই রাখা হবে। সবাইকে অনেক ধন্যবাদ এত্ত সুন্দর নাম দেয়ার জন্য। আমার বাচ্ছা হলে তখন ও দিতে হবে কিন্তু মিষ্টি খাওয়ার দাওয়াত রইল সবার। আর আমার জন্য দোয়া কইরেন যেন আমার ও দুইটা কিউট দুইটা জমজ পরী হয়
যদিও মাত্র ১৯ এ পা দিলাম
৫৬| ২৯ শে জুলাই, ২০১২ রাত ৩:০৬
রঙ তুলি ক্যানভাস বলেছেন: খুশি হয়ে গেলাম !!!!!
ত্রাপ্তি মানে কি জানিনা !!!
প্রাপ্তি -ত্রাপ্তির জন্য অনেক অনেক শুভকামনা
৫৭| ৩০ শে জুলাই, ২০১২ রাত ১:৫৫
মানহুস বলেছেন: নাম রাখছেন?? না হলে ওয়েট করেন তারা বড় হয়ে নীজেদের নাম নীজেরাই রাখবে।
৫৮| ৩০ শে জুলাই, ২০১২ রাত ২:০৬
বৈকুন্ঠ বলেছেন: মানুষের আকাল নাই দেশে নামের আকালে ভুগে সবাই। কামের দিকে নজর নাই নাম নিয়া টানাটানি।
সদ্যপ্রয়াত হুমায়ুন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে ওদের ডাকনাম জরি পরি রাখতে পারেন। আর আসল নামের লাইগা আম্রিকার নাসা গবেষনা কেন্দ্রে আব্দন করেন, আগে আসলে ১০ বছর পরে নাম পাইবেন ভিত্তিতে
ওদের জীবন সুন্দর হোক.........
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:২৫
বাংলার চে বলেছেন: হাসিনা ও খালেদা
রুপকথা ও চন্দ্রকথা