নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে নিজে কিছু বলতে চাইনা আমার লেখা পড়লে নিজে নিজেই ধারনা করে নিবেন ।

অফলাইন

আমার লেখা পড়লে আপনারাই জেনে যাবেন।

অফলাইন › বিস্তারিত পোস্টঃ

যদি খাদ্য সমস্যা মিটাতে চান, সবাই মিলে কম কম খান।

১৩ ই জুন, ২০১৯ দুপুর ২:১৯





ঘন বসতির দিক থেকে বাংলাদেশ কত তম তা সঠিক জানা নেই তবে ঘন বসতি-ই বটে।
দিন যাচ্ছে আর জনসংখ্যার হার বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সংস্থা এর পিছনে কাজ করেও কোনো সু-ফল পাচ্ছে না।
জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে মানুষে মানুষে হিংসা বিদ্ধেষ,অন্যায়,অবিচারও সাথে সাথে বাড়ছে জন জীবনে বিষন্নতা।
জীবনের মান উন্নয়ন করতে নিজস্ব কোনো পরিকল্পনা করছে না। ধারাবাহিক ভাবে চলে আসছে মানুষের অকাল মৃত্য।
মানুষ মরনশীল তবুও এক মিনিট বেশি বেঁচে থাকার আকুতি দড়িতে ঝুলা আত্মহত্যাকারী করে।
বিগত ১০ বছরে আমাদের দেশের সড়কে ২৫০০০ প্রান বিলীন হয়ে গেছে (প্রথম আলো)
(তাদের আত্মার মাগফেরাত কামনা করছি)
হয়তো এর বেশিও হতে পারে কারন এই পরিসংখ্যান টা জেলা শহর গুলো থেকে বা নিকটস্থ থানায় জানানো হলে সেটা সংবাদ হয়।
এমন অনেক আছে থানা/পুলিশ কে অবহিত না করে মৃত ব্যাক্তির দাফন করা হয়েছে ।
আমার জানা মতে বিশ্বে আরো অনেক ঘন বসতির দেশ আছে তাদের সড়ক দুর্ঘটনার হার আরো অনেক কম।
এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন নিজস্ব সচেনতা হোক আপনি চালক অথবা যাত্রী আপনার সচেতনতাই পারে এই অকাল মৃত্যু থেকে আপনাকে এবং দেশের মানুষ কে রক্ষা দিতে।
আইন প্রয়োগ কারিদের কঠোরতাও এখানে অনেক ভুমিকা রাখতে সক্ষম "মনে আছে ছাত্র আন্দলনের কথা" তারা যেই প্রথা শুরু করে দিয়েছে তা আপনি সচল রাখতে পারলে আরো অনেক নিয়ন্ত্রিত হত বিশেষজ্ঞদের মতে ।
আইন মানতে বাধ্য করুন অমান্যে দৃষ্টান্ত মুলক শাস্তি প্রধান করুন। প্রতিকার আসবেই ।
এক সময় বাংলাদেশের আনাচে কানাচে খোলা টয়লেট ছিলো আজ সেটা বিলুপ্ত চেষ্টা করলে হবে না এমন কিছুই নাই।

এটা তো আর দ্রব্য নয় যেঃ-
দ্রব্য মুল্যের দাম নিয়ন্ত্রিত রাখতে বাজারে যাওয়া বন্ধ করে দেবো।

ঘন বসতির দিক থেকে বাংলাদেশ কত তম তা সঠিক জানা নেই তবে ঘন বসতি-ই বটে।
দিন যাচ্ছে আর জনসংখ্যার হার বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সংস্থা এর পিছনে কাজ করেও কোনো সু-ফল পাচ্ছে না।
জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে মানুষে মানুষে হিংসা বিদ্ধেষ,অন্যায়,অবিচারও সাথে সাথে বাড়ছে জন জীবনে বিষন্নতা।
জীবনের মান উন্নয়ন করতে নিজস্ব কোনো পরিকল্পনা করছে না। ধারাবাহিক ভাবে চলে আসছে মানুষের অকাল মৃত্য।
মানুষ মরনশীল তবুও এক মিনিট বেশি বেঁচে থাকার আকুতি দড়িতে ঝুলা আত্মহত্যাকারী করে।
বিগত ১০ বছরে আমাদের দেশের সড়কে ২৫০০০ প্রান বিলীন হয়ে গেছে (প্রথম আলো)
(তাদের আত্মার মাগফেরাত কামনা করছি)
হয়তো এর বেশিও হতে পারে কারন এই পরিসংখ্যান টা জেলা শহর গুলো থেকে বা নিকটস্থ থানায় জানানো হলে সেটা সংবাদ হয়।
এমন অনেক আছে থানা/পুলিশ কে অবহিত না করে মৃত ব্যাক্তির দাফন করা হয়েছে ।
আমার জানা মতে বিশ্বে আরো অনেক ঘন বসতির দেশ আছে তাদের সড়ক দুর্ঘটনার হার আরো অনেক কম।
এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন নিজস্ব সচেনতা হোক আপনি চালক অথবা যাত্রী আপনার সচেতনতাই পারে এই অকাল মৃত্যু থেকে আপনাকে এবং দেশের মানুষ কে রক্ষা দিতে।
আইন প্রয়োগ কারিদের কঠোরতাও এখানে অনেক ভুমিকা রাখতে সক্ষম "মনে আছে ছাত্র আন্দলনের কথা" তারা যেই প্রথা শুরু করে দিয়েছে তা আপনি সচল রাখতে পারলে আরো অনেক নিয়ন্ত্রিত হত বিশেষজ্ঞদের মতে ।
আইন মানতে বাধ্য করুন অমান্যে দৃষ্টান্ত মুলক শাস্তি প্রধান করুন। প্রতিকার আসবেই ।
এক সময় বাংলাদেশের আনাচে কানাচে খোলা টয়লেট ছিলো আজ সেটা বিলুপ্ত চেষ্টা করলে হবে না এমন কিছুই নাই।

এটা তো আর দ্রব্য নয় যেঃ-
দ্রব্য মুল্যের দাম নিয়ন্ত্রিত রাখতে বাজারে যাওয়া বন্ধ করে দেবো।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৯ দুপুর ২:৪৮

নজসু বলেছেন:



ঠিক আছে ভাই।

১৩ ই জুন, ২০১৯ বিকাল ৩:১১

অফলাইন বলেছেন: ধন্যবাদ প্রথম মন্তব্যের জন্য ।

২| ১৩ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশে প্রয়োজনের চেয়ে মানুষ অনেক বেশী।

১৪ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪৩

অফলাইন বলেছেন: প্রয়োজনের চেয়ে বেশি জনসংখ্যা সব দেশেই আছে।
কিন্তু আমাদের দেশে দায়িত্বহীন এর সংখ্যা টা বেশি ।

৩| ১৩ ই জুন, ২০১৯ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: খাদ্য সমস্যা মানুষের সৃষ্টি। আল্লাহ হিসাব করেই দুনিয়াতে খাদ্যের ব্যবস্থা করেছেন। মানুষই ঝামেলা পাকিয়েছে।

১৪ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪৫

অফলাইন বলেছেন: রিজিকের মালিক মহান স্রষ্টা
ধন্যবাদ মন্তব্য করার জন্য ।

৪| ১৪ ই জুন, ২০১৯ রাত ১২:১০

রাকু হাসান বলেছেন:

শিরোনাম ও লেখার সাথে গড়মিল । খাদ্য অধিদপ্তরের একটি প্রচারণার কথা মনে পড়ছে আপনার পোস্ট পড়ে । প্রচারণাটি এমন'' বেশি করে আলু খান,ভাতের উপর চাপ কমান ।
এসব আমার কাছে খুব হাস্যকর মনে হয় ।

১৪ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪৮

অফলাইন বলেছেন: আপনি গড়মিল নিয়ে ভাবছেন
আমি এই লেখা লিখে অনেকক্ষণ হাঁপিয়েছি অভ্যাস নাই তো।
ভুল গুলো থেকে ভালো কিছু শিখবো এটা ইচ্ছা।
দোয়া রাখবেন ।

৫| ১৫ ই জুন, ২০১৯ রাত ১০:১৩

মেঘ প্রিয় বালক বলেছেন: পোস্টে অনেক গড়মিল রয়েছে,পোস্টের বিষয়বস্তু আর আপনার লিখা কথা মিল কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.