নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার লেখা পড়লে আপনারাই জেনে যাবেন।
জনাব ওবায়দুল কাদের বলেছেন,
২০১৪ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে, ২০১৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু আমরা যদি নির্বাচন কমিশন কে দিয়ে ২০০৮ সালের মত একটা নির্বাচন উপহার দেই তাহলে তো আর কোনো প্রশ্ন থাকবে না আপনাদের (মাইক হাতে দাঁড়ানো কয়েকজন সাংবাদিকের সামনে)
আমরা ভোট চুরি করে ক্ষমতায় যেতে চাইনা ( শেখ হাসিনা)
সদ্য দায়িত্ব পাওয়া সাধারণ সম্পাদক আর শেখ হাসিনা দুজনের বক্তব্যের সারমর্ম আলাদা আলাদা।
অথচ বাংলাদেশের সরকার দলীয় রাজনীতির পৃষ্ঠপোষক তারা।
গনতন্ত্র বলে চিল্লাতে চিল্লাতে ব্যাস্ত তারা। ওবায়দুল কাদেরের এমন বক্তব্যে কি এটা স্পর্শ নয় যে, নির্বাচন সরকার দলীয় ভাবেই পরিচালনা হয় ? নির্বাচন কমিশন তো পিয়নের দায়িত্ব পালন করছে।
সরকার দলীয়দের বার্তা কে জনগনের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছাড়া তাদের আর ভুমিকা কি ?
(ওবায়দুল কাদেরের কথা অনুযায়ী)
১৮ বছর বয়সে ভোটার হওয়া ব্যাক্তিটির বয়স ৩৩ বছর কিন্তু ভোট দেওয়ার আক্ষেপ টা তাকে তিলে তিলে খেয়ে যাচ্ছে। বাম হাতের বৃদ্ধা আঙ্গুলের উপরে দাগ টা লাগাতে ১ যুগ পেরিয়ে গেছে।
তারা মনে মনে চিৎকার দিয়ে বলে আমাদের ভোটাধিকার ফেরত দিন। সন্মুখে বলার সাহস টা ও হারিয়ে ফেলছে।
কেননা গন মাধ্যম গুলো ওবায়দুল কাদেরের এমন মন্তব্যে এই প্রশ্ন টা করতে পারেনি যে,
তার মানে আপনারা চাইলেই যেমন খুশি তেমন নির্বাচন দিতে পারেন ?
তাহলে শুধু শুধু কেনো নির্বাচন কমিশনের নামে এত এত অর্থ অপচয়।
সাংবাদিকতা কোনো দলের জন্য নয়, সাংবাদিকতা দেশের জন্য করুন।
দেশ ও জাতি আপনাকে সন্মানের জায়গায় রাখবে।
ধন্যবাদ
২| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪৪
অফলাইন বলেছেন: বিগত ১৫ বছরের ঝড়ো হাওয়ায় কাউকেই স্থায়ী বাসিন্দা হতে দেয়নি।
ঢেউয়ে ভেঙ্গে নিয়ে গেছে তাদের ভালো থাকার মোড়ক।
ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৫৩
সোনাগাজী বলেছেন:
রাজনৈতিক পোষ্টে আপনি কবিদের মতো উ্ত্তর দিলে তো হবে না; এমপি হওয়ার মতো যোগ্য লোক আপনার এলাকায় আছে?
৪| ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১২
অফলাইন বলেছেন: যোগ্য লোক নাই তবে আমার মনের মত হয়তো আছে।
আমার মনের মত লোক কখনোই যোগ্য হতে পারবে না।
যে আমার মনের মত হবে সে আমার বিপরীত পক্ষের মনের মত হবে না।
যোগ্য লোক বলতে আমরা যদি এক পেশীয় কে বুঝি তাই বলবো এখনো গুটি কয়েক যোগ্য লোক আছে।
ব্যানারে লিখো নাম মুছে যাবে
পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে
হৃদয়ে লিখো নাম রয়ে যাবে ।
আবারো ধন্যবাদ ভাই
৫| ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১৩
বাকপ্রবাস বলেছেন: পচা রাজনীতির এসব বস্তাপচা কথাগুলো শুনে কান ভারি করা ছাড়া আর কোন ফায়দা নাই
৬| ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১৯
অফলাইন বলেছেন: জানি কোনো ফায়দা হবে না
তবুও মনের ভাব টা প্রকাশ করতে লিখলাম।
ধনয়বাদ আপনাকে ।
৭| ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: বাংলাদেশে রাজনীতি নষ্ট রাজনীতি।
২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৪
অফলাইন বলেছেন: সব সিষ্টেম নষ্ট হয়ে গেছে ।
সিস্টেমের অনেক পার্টস খারাপ হয়ে গেছে।
খুব বেশি মেরামতের প্রয়োজন ।
ধন্যবাদ রাজিব ভাই
৮| ২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৮
নীল আকাশ বলেছেন: এই দুজন হচ্ছে দেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী।
২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩২
অফলাইন বলেছেন: আপনার কথা গুটি কয়েকজন লোক বিশ্বাস করবে
বাকিরা সবাই ভয়ে এড়িয়ে যাবে।
৯| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪১
আহমেদ জী এস বলেছেন: অফলাইন,
ওবায়দুল কাদেরের কথাতেই পরিষ্কার যে, গেল দু-দু'টি ভোটের চরিত্র নোংরা এবং প্রশ্নবোধক।
২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৫
অফলাইন বলেছেন: একজন সাংবাদিকও এই প্রশ্ন টা করলেন না
আশ্চার্য হয়ে গেলাম।
১০| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩৯
নেওয়াজ আলি বলেছেন: ২০১৪ ও ২০১৮ সালে আমরা শয়তান ছিলাম এখন ভালো হয়ে যাবো কাঠালের কসম।
২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৩
অফলাইন বলেছেন: শুধু কাঁঠালের কসম দিলেন
মিষ্টি কুমড়ার কথা ভুলে গেছেন ?
১১| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৮
অন্ধঘোড়া বলেছেন: ২০০৮ সালের মতো নির্বাচন কি হবে তাহলে এবার?
২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৬
অফলাইন বলেছেন: মতন হবে কিনা জানি না
এবার আর রাতেও রিস্ক নিতে চাইবে না।
লক্ষ্য থাকবে বিনা প্রতিদ্বন্ধি ।
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩০
সোনাগাজী বলেছেন:
আপনাদের এলাকায় এমপি হওয়ার মতো ভালো প্রার্থী আছেন?