নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আসলে একজন ভীষণ খারাপ মানুষ। তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করতে পারি বলে কেউ কিছু বুঝতে পারে না। সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে!!!

অজ্ঞ বালক

ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো কুড়িয়ে এখানে নিয়ে এসে ছুঁড়ে ফেলা হয়!!!

অজ্ঞ বালক › বিস্তারিত পোস্টঃ

সেলামালাইকুম!!!

০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১২

আমার আসল জিমেইল একাউন্ট একখানা হইলেও, নকল কিংবা দুই নম্বুরি একাউন্টের অভাব নাই। অনেক সময় দেড় দুই বচ্ছর হয়তো একটা একাউন্টে লগইন কইরা মেইল দেখাও হয় না। সেইখানে মনে হয় রেকর্ড কইরা ফেলাইলাম। কয়েকদিন আগে একটা জং ধরা পেনড্রাইভ বাইর হইলো আমার পোলার খেলনার ভান্ডার থেইকা। তার খেলার ঠেলায় সেই পেনড্রাইভের ছাল-বাকল, এমনকি বডিখানাও নাই। আছে শুধু কঙ্কাল। সেই কঙ্কাল কম্পিউটারে দেওয়া মাত্র পটপট কইরা ফকফকা কিছু ছবি বের হইয়া আসলো। তার কিছু দেইখা মনে মনে দীর্ঘ নিঃশাস ফেললাম। আহা, আমি এমন শুকনাও ছিলাম। ছবির ভীড়ে দেখি একটা কম্পিউটার মনিটরের ছবি। সেই মনিটরে আবার নোটপ্যাড খুলা। আর নোটপ্যাডে খালি বিভিন্ন একাউন্ট আর তাগো পাসওয়ার্ড। আমি মনে মনে কইলা আমারে খাইসেরে। কাহিনী হইলো, তখন তো আর নিজের কম্পিউটার বা বেশিপিউটার কিছুই ছিল না। সাইবার ক্যাফেই ছিল ভরসা। সেইখানে যাতে লগইনে এক সেকেন্ডও দেরি না হয় তাই মনে হয় এই সিস্টেম কইরা ছবি তুইলা রাখসিলাম।

তারাতারি জিমেইল খুইলা দেখি সেই ২০০৯ সালে সামুতে যে যোগদানের নিমিত্তে নিবন্ধন করিয়াছিলাম, তার মেইলটা এখন পর্যন্ত জ্বলজ্বল করতাসে। তারাতারি টর নামলো। একাউন্ট এক্টিভেট করলাম। পাসওয়ার্ড দেই আর লয় না। কয় নতুন কইরা পাসওয়ার্ড দেন। সেই দিতে যাইয়া কান্দন আহনের অবস্থা। ক্যাপচা দেই আর ভুল, দেই আর ভুল, ভুল আর দেই। এমনে এক দিন পার হওনের পর মোবাইলে টর নামাইয়া সিস্টেম করলাম অডিও ক্যাপচা দিয়া। আর ডিং ডিং ডিং, একাউন্ট চালু হইয়া গেল। দশ বছরে কত কিছু পাল্টাইছে। কি ছিল সামু, আর কি হইছে। দশ বছর আগে অজ্ঞ বালক নামে ব্লগে লিখতে নিশ্চয়ই আমোদিত হইতাম, আর এখন নিজেরে বেক্কল লাগতাছে। কি আর করা।

আরেকখানা মজা হইসে। একাউন্ট তো সেই দশ বছর আগের কিন্তু চালুও করা হয় নাই। একটা ব্লগও লেখি নাই, একটা কমেন্টও করি নাই। কিন্তু, আমি দেখি পুরা সেইফ মাম্মা। মানে পুরা ফাঁকতালে চিপা দিয়ে বাইর হইয়া গেসি। আহা, কি আনন্দ আকাশে বাতাসে।

সবাইরে সেলামালাইকুম!!!

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪২

অনুভব সাহা বলেছেন:

ওয়ালাইকুম



একাউন্ট তো সেই দশ বছর আগের কিন্তু চালুও করা হয় নাই
ব্লগ লিখেছি:১ ঘন্টা ৭ মিনিট!

ক্যামনে কী!!

০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫০

অজ্ঞ বালক বলেছেন: আমিও বুঝতে পারতাছি না। এইটা মনে হয় ঐ সময় ব্লগ এক্টিভেট না করার কুফল।

২| ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: ভাইজান, আপনতে তুখোড় অভিনেতা হইতে পারেন, কিন্তু মিথ্যা বলায় এখনও মুখ কাঁচা!

০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৬

অজ্ঞ বালক বলেছেন: প্রমাণ নীচে দিয়া দিলাম যদিও বুঝবার পারতেছি না আপনার কেন মনে হইলো আদৌ কুনু লাভ ছাড়া আমি এইখানে মিছা কথা কইতে আসুম??? ভালা থাইকেন।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৯ ভোর ৫:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুভ কামনা।
শুভ হোক পথ চলা।

০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৫

অজ্ঞ বালক বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। আপনারেও সুপ্রভাত।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।

০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৭

অজ্ঞ বালক বলেছেন: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভ্রাতা।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫১

অজ্ঞ বালক বলেছেন:

৬| ০৯ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার পোস্টটি আদ্যোপান্ত। শুধু ব্যবহার না করার জন্য যে এমন হয় তা জানা ছিল না। রম্যাকারে লেখাটি পড়ে বেশ মজাও পেলাম। হ্যাঁ, যখন খুলেছিলেন তখন 'অজ্ঞ বালক' ছিলেন ঠিকই কিন্তু আজ যখন পোলাপান হয়ে গেছে তখন এমন নিকটি কিছুটা প্রাসঙ্গিকতা হারিয়েছে । আমার একটা সাজেশন ছিল। যেহেতু এখন পোলার বাবা হয়ে গেছেন কাজেই 'অজ্ঞ বালকের পিতা'ও নিতে পারেন।

শুভকামনা জানবেন।

১০ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০১

অজ্ঞ বালক বলেছেন: আমিও জানতাম না। ব্যাপারটাতে ভালোই মজা পাইসি। আর অজ্ঞ বালক না, দুষ্টের শিরোমণির পিতা টাইপ নিক লাগবো।

৭| ১১ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:১৮

তারেক_মাহমুদ বলেছেন: বাহ আপনার সামুতে আসার ইতিহাস জানা হল, এখন লিখতে থাকুন।

১১ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৫৪

অজ্ঞ বালক বলেছেন: খুব আইলসামি লাগে। সেটারে কিভাবে সাইজ কইরা কিছু যুগোপযোগী লিখা বাইর করা যায় ভাবতাসি।

৮| ০২ রা মে, ২০১৯ দুপুর ১২:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: B-))

০৬ ই মে, ২০১৯ বিকাল ৪:৪৫

অজ্ঞ বালক বলেছেন: এত্তদিন পর মন্তব্য!!! ধইন্যবাদ। :)

৯| ০২ রা মে, ২০১৯ দুপুর ১২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সালাম কিন্তু সুন্দরভাবে দিতে হয় নইলে অর্থ পাল্টে যায়

ওয়ালাইকুম আস সালাম

শুভ ব্লগিং

০৬ ই মে, ২০১৯ বিকাল ৪:৪৮

অজ্ঞ বালক বলেছেন: ধইন্যবাদ। জানি ব্যাপারটা, তাও শিরোনামটা এমনেই দিলে ভালো হয় মনে হইসিলো। সামনা সামনি ভুলটা হয় না। :)

১০| ০৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৪

খায়রুল আহসান বলেছেন: ব্লগে সুস্বাগতম! শুভ হোক আপনার ব্লগযাত্রা।এত পুরনো ব্লগার, নিশ্চয়ই ব্লগের আদ্যোপান্ত ইতিহাস জানেন।

১৪ ই আগস্ট, ২০২০ রাত ৮:০০

অজ্ঞ বালক বলেছেন: ধইন্যবাদ। তা তো জানিই। আইডি কি আর একখান নাকি?! ;)

১১| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার অজ্ঞবালকে ৩০টা পোস্ট দেখা যাইতেছে !!
এগুলা কি তাইলে স্বপ্নে প্রদত্ত !! ভূত প্রেতের কাম !!

১৪ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৫

অজ্ঞ বালক বলেছেন: সেগুলা তো সব একাউন্ট চালু হওনের পর দেয়া, পোস্টের দিন তারিখ দেইখা লইবেন না একটু কমেন্ট করনের আগে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.