নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আসলে একজন ভীষণ খারাপ মানুষ। তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করতে পারি বলে কেউ কিছু বুঝতে পারে না। সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে!!!

অজ্ঞ বালক

ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো কুড়িয়ে এখানে নিয়ে এসে ছুঁড়ে ফেলা হয়!!!

অজ্ঞ বালক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ বিদায়

১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১:১৮

মূল কবিতাঃ মিলান রুফাস
বইঃ Skús, hovor z prapočiatku – Try, Speak from the Very Beginning
কবিতাঃ Rozlúčenie – Parting



তোমার ঠোঁট আর আমার ঠোঁট, গাঢ় চুম্বন,
আমার হাত আর তোমার হাত, অনিশ্চয়তা,
তোমার রূদ্ধ কন্ঠস্বর আমার হৃদয়ে
শীতের শুষ্ক বাতাসের মত
বিরহের রূক্ষ স্পর্শ দিয়ে যায়।

সব কিছু শেষ হয়ে এলে
ক্ষমা ছাড়া আর কিছুই থাকে না দেয়া-নেয়ার।
তীব্র গ্লানি আমাদের কাঁটার মত বিদ্ধ করে চলে।
কোন এক একান্ত নিজস্ব সময়ে তাকালেই বোঝা যায়
কি দগদগে ক্ষত বুকে নিয়ে আমরা নিয়েছি বিদায়।

আমাদের হৃদয়ের গোপনতম প্রকোষ্ঠে
জ্বলতে থাকা আশার প্রদীপ
আমাদের স্বপ্নগুলোকেও আলোকিত করে তোলে।
অবশ্য যারা বলে ভুলে যাওয়ার কথা
তারা এই আশার আলেয়ার চাইতে
জীবনের রূঢ় সত্যের দিকে তাকাতে বলে।

একদিন মনের মাঝে এসে আবেগেরা ফের খুঁজে নেয় ঘর
উত্তাল হৃদয় হঠাৎ সেভাবেই শান্ত হয় যেভাবে হঠাৎ এসেছিল ঝড়
তিক্ত কথাগুলো মুছে দিয়ে যায় মন থেকে, আর,
অগ্নিদহনে শুদ্ধ করে আমায় তপ্ত অশ্রু তোমার।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ২:০৮

বলেছেন: আবেগপরা ফের খুঁজে নেয় ঘর --


অসম্ভব সুন্দর অনুবাদ করেছেন জাঁহাপনা।।।।


পেললাস +++++

২০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২১

অজ্ঞ বালক বলেছেন: ধইন্যবাদ ভ্রাতা। চেষ্টা করছি আর কি একটু। এইডাই শেষ। আর কবিতা দিমু না সামুতে। হুদাই দিসিলাম। টেস্ট পোস্ট।

২| ১৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:১০

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

২০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২২

অজ্ঞ বালক বলেছেন: ধইন্যবাদ। আমার অবশ্য এক সময় মনে হইসিলো আমি কবিতার ভাবটা ধইরা রাখতে পারি নাই।

৩| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২৫

মাহমুদুর রহমান বলেছেন: ভালো কবিতা।

২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৩

অজ্ঞ বালক বলেছেন: ধন্যবাদ। কবিতা লেখা ছাইড়া দিসি। পুরান একটা শেয়ার দিসিলাম আর কি!!! আর দিমু না। কবিতা খুব খারাপ জিনিস!!!

৪| ২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪৩

মাহমুদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ। কবিতা লেখা ছাইড়া দিসি। পুরান একটা শেয়ার দিসিলাম আর কি!!! আর দিমু না। কবিতা খুব খারাপ জিনিস!!!


কবিতা ভালো বিষয়।কবিতা সহজ সরল ভাষায় উপস্থাপন করুন।এমন কিছু নিয়ে লিখুন যা অন্যদের থেকে আলাদা।এমন ভাবে লিখুন যেন অন্যরা পড়ে আনন্দ পায়।

২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০০

অজ্ঞ বালক বলেছেন: আমি প্রেম ছাড়া অন্য বিষয় নিয়া কবিতা লিখতে পারি না। বহুত ট্রাই মাইরা দেখসি। আর প্রেমিকা বউ হইয়া যাওয়ার পর থেইকা কবিতা আসা কইমা গেসে!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.