নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আসলে একজন ভীষণ খারাপ মানুষ। তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করতে পারি বলে কেউ কিছু বুঝতে পারে না। সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে!!!

অজ্ঞ বালক

ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো কুড়িয়ে এখানে নিয়ে এসে ছুঁড়ে ফেলা হয়!!!

অজ্ঞ বালক › বিস্তারিত পোস্টঃ

উত্তরাধিকার

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৭

প্রথম যেইদিন আমার বাবা আমারে শিখাইছিলো
কিভাবে মুরুব্বিদের পায়ে ধইরা সালাম করতে হয়
সেইদিন থেইকাই আমি এই কবিতাটা লিখতাসি।
সেইদিন থেইকা লিখতাছি যেইদিন ক্লাসের আর্ট টিচার
দেখাইসিলো নীল আর হলুদ রং মিল্যা সবুজ রং হয়।
যেইদিন জীবনে প্রথম দেখসিলাম কুয়াশা পড়তে,
যেইদিন প্রথম ঝিনুক কানে ধইরা শুনছিলাম সমুদ্রের গর্জন,
যেইদিন আম্মার বলা গল্প শুইনা রাতে ডরে ঘুমাইনাই,
সেইদিন থেইকাই এই কবিতা লেখা শুরু করছিলাম।

একদিন একটা চড়ুই পাখি ঘরে ঢুইকা ফ্যনের বাড়ি খাইয়া মইরা গেলো,
একদিন উকি দিয়া দেখলাম কাজের মাইয়াটা আপুর লিপস্টিক ঠোঁটে ডলতাসে লুকাইয়া,
একদিন বাজার থেইকা আনা কই মাছের ঘাই খাইলাম, রক্তারক্তি ব্যাপার,
একদিন দেখলাম বৃষ্টির পানির সাথে ছোট ছোট শিল পড়তাছে আর মানুষের সে কি দৌড়,
আমি কইলাম কবিতাটা লেখা থামাইনাই।

কবিতা লেখা চলতেছিলো যখন প্রথম প্রেমিকারে চুমু খাইসিলাম,
যেইদিন প্রথম রাত কাটাইলাম তার সাথে আমি কবিতা লেখতেসিলাম,
যেদিন ফকির বইলা গালি দিয়া সে আমারে ছাইড়া গেলো আমি কবিতা লেখতেছিলাম,
যেদিন বাসা থেইকা ফোন কইরা জানাইলো আব্বা আর নাই আমি কবিতা লেখতেসিলাম।

কবিতা লিখছি যেইদিন প্রথম রাতের ঢাকার পথে একা একা হাঁটলাম,
কবিতা লেখছি যেদিন প্রথম টান দিলাম গাঞ্জায়, দিলাম মদের গ্লাসে চুমুক,
কবিতা লেখছি যেদিন বন্ধুদের সাথে বেড়াইতে গেলাম রাঙামাটি-সাজেক,
কবিতা লেখছি যেদিন বুঝলাম আমি আসলে অপদার্থ একটা, পরিবারের ব্ল্যাক শীপ।

প্রথম যেদিন বসন্ত দেখছি সেদিন থেইকাই কবিতা লেখা শুরু হইছিল,
যেদিন গাছ থেকে সবুজ পাতাগুলা ঝইড়া যাইতে দেখসি একে একে,
রাস্তার ঐপাশের খালি জায়গাটায় যেদিন থেইকা সাত-তালা দালান উঠলো,
যেদিন বিয়ে হইয়া আপু হইয়া গেলো অন্য পরিবারের বউ,
যেদিন নিজে চইলা গেলাম পেটের দায়ে দেশের আরেক মাথায়,
কবিতা লেখা শুরু হইছিল যেদিন একজনরে দেইখা মনে হইলো এইবার থামা যায়।

তারপর একদিন, বয়স যখন যোগ হইছে আর তিন কিংবা চার,
জন্ম নিলো অখ্যাত এক হাসপাতালে যখন সন্তান আমার,
আমি হয়তো জীবনে প্রথমবার কলম-খাতা সরাইয়া রাইখা,
অন্যরকম সেই সৃষ্টিটারে হাতে নিয়া আদরে মাইখা,
ভাবলাম আমার এখন এরেই শিখাইয়া যাইতে হইবো কিভাবে কবিতা লেখা যায়।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৩

করুণাধারা বলেছেন: প্রথম লাইক। চমৎকার কবিতা। যদিও কথ্য/ আঞ্চলিক ভাষায় লেখা গল্প- কবিতা পড়তে পছন্দ করি না, কিন্তু এটা পড়তে ভালোই লাগলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৪

অজ্ঞ বালক বলেছেন: আমিও আসলে এই ভাষায় কবিতা লিখিনা। আজকে কিভাবে কিভাবে যেন হয়ে গেল। মিনিট দশেকের মধ্যে দেখলাম কবিতা লেখা শেষ। ভালো লাগে কেউ কবিতা পড়ে ভালো বললে। ধন্যবাদ।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২০

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার,ভালো লাগলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৯

অজ্ঞ বালক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩০

অজ্ঞ বালক বলেছেন: ধন্যবাদ ভ্রাতঃ।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৫৬

ইসিয়াক বলেছেন: কবিতা ভালো লাগছে।শুভকামনা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৫

অজ্ঞ বালক বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো লাগাটাই আসল ব্যাপার।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২০

নীল আকাশ বলেছেন: কবিতাটা দুর্দান্ত লিখেছেন। তবে এটা আঞ্চলিক ভাষায় বা কথ্য ভাষায় না লিখলে খুব ভালো হতো। কিছু কিছু জায়গায় জগাখিচুরী হয়ে গেছে। একটা কাজ করুন এটা আরেকবার শুদ্ধ ভাষায় লিখে ফেলুন। দেখি না কেমন লাগে।
ধন্যবাদ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৭

অজ্ঞ বালক বলেছেন: সেইটা গতকাল বিকালেই করা শেষ। তবে, একটা সংকলনে যাবে। অলরেডী এক কবি চাইছেন। তাই, এখানে আর দিতাছিনা ভদ্র-সভ্য ভার্সনটা।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৬

নীল আকাশ বলেছেন: সেই কবি কী নিজের নামে চালিয়ে দেবেন না কী?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৮

অজ্ঞ বালক বলেছেন: হা হা হা। না না। পরিচিত ভাই-বেরাদর। লিটল ম্যাগ বের করেন। একটা কাব্য সংকলন করবেন। পহেলা বৈশাখ উপলক্ষ্যে। সেখানে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.