নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আসলে একজন ভীষণ খারাপ মানুষ। তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করতে পারি বলে কেউ কিছু বুঝতে পারে না। সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে!!!

অজ্ঞ বালক

ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো কুড়িয়ে এখানে নিয়ে এসে ছুঁড়ে ফেলা হয়!!!

অজ্ঞ বালক › বিস্তারিত পোস্টঃ

রাত পাঁচ (নাকি সকাল!) ঘটিকায় ব্লগে আমি ও অনলাইনে আছেন!!!

০৭ ই মার্চ, ২০২১ ভোর ৬:০২

কি করা যায়? সাধারণত এরকম সময়ে নির্বাচিত ব্লগই পড়া হয়! কিন্তু আজ নির্বাচিত ব্লগ পড়তে ইচ্ছা করছে না, আসলে তার উপায়ও নেই। নির্বাচিততে শেষ আপডেট হয়েছিলো গ্যাস্ত্রিকোর ব্লগটা, ফেব্রুয়ারির বাছাই করা ব্লগ নিয়ে। সেটা এক তারিখের কথা। আজকে সাত তারিখ। তার মানে কি সাত দিন ধরে সামুতে মান-সম্পন্ন ব্লগ নেই? ভেবে দেখার বিষয়।

এই প্রথম সামুতে কিছু সরাসরি ব্লগ এডিটরে লিখছি যেটা আমি শেষ করেছিলাম বা করতাম সচলে। যাক গে সেই কথা। এই মুহূর্তে ব্লগে অনলাইন এগারো জন। এদের অনেককেই চেনা নেই। তাদের প্রোফাইলে ঘুরে আসা যায়।

হাশেম ভাই ইন্টারেস্টিং সব ব্লগ লিখতেন বিদেশ ও প্রাবাসীদের নিয়ে, শেষ লেখা ২০১৮র জানুয়ারিতে। লেখা ছাড়লেও সামুতে আছেন, সেটাই যথেষ্ট।

রিনকু১৯৭৭ দেখি দারুণ সব রিভিউ লেখেন। ব্লগের ভিউ দেখে ভীষণ অবাক হলাম। ৩০০+ পোস্ট দেয়া, ১১ বছরের পুরনো একজন ব্লগারের ব্লগ ভিউ ৬৬০০০ কেন হবে?

শকুন দৃিষ্ট এ ভেরি ইন্টারেস্টিং পারসন ইজ ব্যাক। শেষ পোস্ট এত আগে তো হওয়ার কথা না। তবে কি পোস্ট সরিয়ে ফেললেন বা ড্রাফট করা হলো। কে জানে? থাকবেন কি, লিখবেন কি? দেখা যাক।

সরলপাঠ রাজনীতি নিয়ে বেশ ভালো ব্লগ লেখেন যা আমার মাথার উপর দিয়ে যায়, যাওয়াটাই স্বাভাবিক। কাজেই সরে পড়লাম মানে মানে।

নীল আকাশ এর ব্লগে গেলাম, মিথিলা কাহিনীর তিনটা পর্বই পড়োলাম। কি পড়া যায়। দেখি তো প্রিয় ব্লগ। ওরে বাবা, প্রিয় পোস্টে এ কি পোস্ট সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর! দেখে আসি তো, ব্লগে কার কার পোস্ট পড়েন আমার ভীষণ প্রিয় এই কবি। পোস্ট পড়ে অনেকক্ষণ মুচকি মুচকি হাসলাম। জোড়ে হাসার সুযোগ নেই আসলে। এর কাউন্টার বা বলা চলে বিশ্লেষণ, মলাসইলমুইনা ভাই করেছেন। সেটা পড়ে হ্যাটস অফ বলা ছাড়া কিছু করার নেই। একটা ব্লগ এতটা পরিশ্রম নিয়ে মানুষ করে কিভাবে!? আচ্ছা এই নিয়ার-এর ছবি প্রো পিক দেয়া লোকটা কে? জেন রসি কি লিখেছেন। বাহ, বেশ ভার্সেটাইল। একজন ভীষণ প্রিয় ব্লগারের কথা মনে আসলো যিনি এমন ভার্সেটাইল লেখা লিখতেন। ওক্কে, ওক্কে। অনুসারিত।

এ কাদের সাত বছর লাগিয়ে তেরোটি ছড়া কিংবা কবিতা লিখেছেন!!! একটার দুয়েক লাইন পড়েই... আচ্ছা, অন্যকিছু পড়া যাক।

চাঁদগাজী ওস্তাদ আছেন। আমি তার কয়েকটা ব্লগ হালকার উপর ঝাপসা পড়েই সরে পড়লাম।

Sabyasachy প্রায় পাঁচ বছরে পোস্ট করেন নি, কমেন্ট করেন নি! কিন্তু আটজন অনুসরণকারী পেয়েছেন। হুমম। বেশ আগ্রহোদ্দীপক।

এস এম মামুন অর রশীদ, তার শেষ পোস্ট ডিসেম্বরে। বেশ বিতর্কিত পোস্ট যাকে বলা চলে। সাময়িক লেখা থাকলেও, আজ চার মাস পরেও বর্তমান। পোস্ট পড়ার সময় সাথে চানাচুর থাকলে বেশ জমতো। পোস্টের বিষয় ও মন্তব্য-পাল্টা মন্তব্য পড়ে আবারও মুচকি হাসি। এ ছাড়া তার অন্যান্য পোস্ট পড়ে দেখলাম লেখা বেশ ভালো। হুম, উমমম... নাহ, করাই যায়। অনুসারিত।

অকপটে রাজনীতি ভিত্তিক পোস্ট লেখন। তবে, বিশ্লেষনমূলক না, পক্ষমূলক। খারাপ ভালো বলার কিছু নেই। এই পৃথিবীতে পক্ষ নেয় না শুধু দু-মুখো সাপ। পাগল আর শিশুদেরও পক্ষ থাকে। পড়লাম এবং এরপরের জন।

প্যারাডাইম মাত্র এক মাস ব্লগ করেছেন। প্রতিশ্রুতিময় ব্লগার বলেই মনে হলো। কয়েকটা ব্লগ পড়লাম। বেশ ভালো।

এর মধ্যে আরও কিছু ব্লগ পড়লাম। পুরনো কিছু লেখা যার লিংক সেভ করে রাখা, বের করে পড়লাম। সেইসব লেখার শয়ে শয়ে কমেন্ট দেখে আসলাম, কিছু কমেন্ট পড়লাম। অতীতের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেললাম।

ভালো কথা, আগের লেখাটার আর পর্ব দিচ্ছি না। লেখাটা মাথায় ঘুরছে। ভিজুয়ালাইজ হচ্ছে। কিন্তু, শব্দে আসছে না। কিছুতেই না। যা লিখছি সেটা গার্বেজ বললেও কম হয়। তাই, বাদ। লিখতেই হবে এমন কোনো কথা নেই। তাই না। তবে না লিখলে রাতগুলো এমন নির্ঘুম যায়, এই যা। ব্যাপার না।

কাঁটায় কাঁটায় ছয়টা বাজে। ঠিক পাঁচটায় লেখা শুরু করেছিলাম। এক ঘন্টা হলো। ঘুমাতে হবে। সবাইকে শুভ সকাল।

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২১ সকাল ৭:৪০

স্থিতধী বলেছেন: মাঝরাত কিংবা শেষ রাতে মুড়মুরে চানাচুর সরিষা তেল সহকারে খাওয়া এক অপার আনন্দ।

০৭ ই মার্চ, ২০২১ সকাল ১০:৪৭

অজ্ঞ বালক বলেছেন: এই জিনিস তো ভাই দিনের যেই কোনো সময়ই অমৃত লাগে...

২| ০৭ ই মার্চ, ২০২১ সকাল ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:



এত সকালে যেই কয়জনকে লগিন-করা দেখলেন, তাঁরা কিছু করছিলেন, সামনেে পাতার কোন পোষ্টে এঁদের কমেন্ট ছিলো?

০৭ ই মার্চ, ২০২১ সকাল ১০:৪৯

অজ্ঞ বালক বলেছেন: সবাই কি আর সবসময় মন্তব্য করে বা করতে পারে? অনেকে করতে চায় ও না, বা সময় পায় না। আমি গত সাত দিনের সব ব্লগই পড়ছি কম বেশি। মন্তব্য করার সময়-সুযোগ পাই নাই।

৩| ০৭ ই মার্চ, ২০২১ সকাল ৯:০৭

চাঁদগাজী বলেছেন:



আমার সর্বশেষ পোষ্টটা পড়েছিলেন?
যেই কয়জন ব্লগার তখন লগিন-করা ছিলেন, তারা কি কিছু করছিলেন বলে মনে হচ্ছিলো?

০৭ ই মার্চ, ২০২১ সকাল ১০:৫০

অজ্ঞ বালক বলেছেন: হ্যাঁ, পড়ছিলাম। তারা হোয়ত আমার মতই চুপচাপ লেখা পইড়া যাইতেসিলেন। খারাপ কি!

৪| ০৭ ই মার্চ, ২০২১ সকাল ৯:৫৭

নূর আলম হিরণ বলেছেন: ভালো।

০৭ ই মার্চ, ২০২১ সকাল ১০:৫০

অজ্ঞ বালক বলেছেন: নিঃসন্দেহে।

৫| ০৭ ই মার্চ, ২০২১ সকাল ১০:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: এই সাত দিনে অনেক ভাল লেখা এসেছে নিশ্চয়। মডু হয়তো অনলাইনে নেই বা সময় করে সবগুলো থেকে বাছাই করে নির্বাচিত পাতায় পাঠিয়ে দিবে। যাদেরনিয়ে লিখলেন কয়েকজন অপরিচিত বাকিদের লেখা পড়েছি।

০৭ ই মার্চ, ২০২১ সকাল ১০:৫১

অজ্ঞ বালক বলেছেন: সেইটা জানি। তবে লেইট আপডেট হইলে হয় কি, পড়ার ইচ্ছাটা পরে আর থাকে না। আমার কাছে তিনজন অপরিচিত ছিল, পরে যা বুঝছি এরা অপরিচিত থাকলেই ভালা হইতো।

৬| ০৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩০

নেওয়াজ আলি বলেছেন: এরা সবাই আরো ভালো বগ্লিং করুক। সবাই উপভোগ করবে

০৭ ই মার্চ, ২০২১ বিকাল ৩:০৯

অজ্ঞ বালক বলেছেন: উনাদের মধ্যে কয়েকজন খুবই ভালো ব্লগার। আর ভালো ব্লগ কইলাম সময় লাগে লিখতে। সপ্তাহে বা মাসে একটা লেখা আসুক। কিন্তু সেইটা হোক আসল জিনিস।

৭| ০৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৪

নগরবালক বলেছেন: সামুতে ব্লগার কম আসার প্রথম ও প্রধান কারন মনে হয় মোবাইলে ব্লগিং এর সুবিধা খুব একটা নাই তাই। যদিও একটা মোবাইল ভার্সন আছে কিন্তু সেটা এত নিম্নমানের যে বলার মত নয় । আমি যখন এই কমেন্ট টা লিখছি তখন ২৪৪ যত ভিজিটর যার মধ্যে ১৪০ জন মোবাইল থেকে ।

০৭ ই মার্চ, ২০২১ বিকাল ৩:১২

অজ্ঞ বালক বলেছেন: সামুর একটা এনড্রয়েড এপ বানানো দরকার। আর মূল ওয়েবসাইটে কিছু চেইঞ্জ। সমস্যা হইলো এগ্লা ম্যালা টেকার ব্যাপার। আর সামুর থেইকা রিটার্ন নাই বললেই চলে। এইসব নিয়া অনেক ভালা ভালা পোস্ট আছে, সেগুলা এপ্লাই করলে সামু ক্যান বি এ গেম চেঞ্জার।

৮| ০৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: ভালো পর্যবেক্ষন করেছেন।

০৭ ই মার্চ, ২০২১ বিকাল ৩:১৩

অজ্ঞ বালক বলেছেন: কি যে কন না নুর ভাই। এগ্লা স্বাভাবিক কথা। পর্যবেক্ষণ আরও অনেক গভীর হয়।

৯| ০৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:৪৭

চাঁদগাজী বলেছেন:


৯ নং মন্তব্যে টাইপো:

*বাংলাদেশ সময় ভোরের দিকে কিছু ব্লগারকে লগইন-করা দেখি আমি প্রায়ই, উনাদের কাজ হলো লগিন করা।

০৭ ই মার্চ, ২০২১ বিকাল ৩:১৫

অজ্ঞ বালক বলেছেন: নাহ, এইডা কইলাম মানতে পারলাম না। সামুর অনেক ওল্ড লিজেন্ড নতুন আইডী খুইলা মাঝে মাঝে সামুতে আসে, ব্লগ পড়ে, নস্টালজিয়ায় বাঁচে। আর কিছু রেগুলার ব্লগারও এরকম লগিন করে থাকে। তারাও কিন্তু পড়ে। ব্লগে কমেন্ট করা, রিপ্লাই দেওন জরুরী। তেমনই জরুরী এমন সলিড পাঠক ধইরা রাখা। এইটা কইলাম লেখার মান নির্ধারনে ভূমিকা রাখে।

১০| ০৭ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৫৫

মেহেদি_হাসান. বলেছেন: পরশু রাতে চানাচুর খেতে খেতে ব্লগ পড়েছিলাম পরেরদিন সকালে বাথরুমে কি হয়েছিল তা আমিই জানি :D ঐ কাজ রাইতে কইরেন না

০৭ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৫৮

অজ্ঞ বালক বলেছেন: আমার পেট একটা কুয়াবিশেষ। যাই যায়, ফিনিশ ও ভ্যানিশ দুইটাই হইয়া যায়। সো, নো চিন্তা!

১১| ০৮ ই মার্চ, ২০২১ রাত ১২:১২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কি যে কন না নুর ভাই। এগ্লা স্বাভাবিক কথা। পর্যবেক্ষণ আরও অনেক গভীর হয়।

তাও ঠিক।
শুভ রাত্রী।

০৮ ই মার্চ, ২০২১ রাত ১২:১৬

অজ্ঞ বালক বলেছেন: শুভ রাত্রি কি কন ভাই। বলেন শুভ সকাল। বিশ্বাস না হইলে কাস্টোমার কেয়ারে ফুন দিয়া দেইখা লন।

১২| ০৮ ই মার্চ, ২০২১ রাত ৩:৪৪

নান্দনিক নন্দিনী বলেছেন: আচ্ছা, অনু কিছু পড়া যাক; আগ্রহোদ্দীপক; ওস্তাদ আছেন...
এপিক হইছে।

০৯ ই মার্চ, ২০২১ সকাল ৮:০১

অজ্ঞ বালক বলেছেন: হা হা হা। কি আর করা, আমি ভদ্র মানুষ, সুন্দর কইরা লিখলাম!

১৩| ১৭ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২০

খায়রুল আহসান বলেছেন: সাত সকালে অনলাইন ব্লগারদেরকে ঘাঁটাঘাটি করতে করতে বেশ ভালই তো একটা আস্ত ব্লগ লিখে ফেললেন! :)
৯ নং প্রতিমন্তব্যটা ভাল লেগেছে। সেটা সহ আরও কয়েকটি প্রতিমন্তব্যে প্লাস +।
আর পোস্টেও প্লাস +।

২৮ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৪১

অজ্ঞ বালক বলেছেন: ধইন্যবাদ ভাই। আসলে, ভাবসিলাম আরও আগেই এমুন একটা ব্লগ লেখার কথা। ঐদিন হইয়া গ্যাসে আর কি।

১৪| ২১ শে মে, ২০২১ দুপুর ২:১০

শায়মা বলেছেন: শকুন দৃষ্ট ভাইয়া তাইলে সেই সাত সকালে এসে চুপিচুপি চলে যায়!!

আচ্ছা ভাইয়াকে ধরতে তাই রাত জেগে থাকতে হবে!!

থ্যাংক ইউ থ্যাংক ইউ !!!

সেই কঙ্কাবতী রাজকন্যার আমলের পর কই যে হারায় গেলো ভাইয়াটা আর খুঁজেও পেলাম না! :(


লেখা তো দূরের কথা!!! :(


শকুনভাইয়া এখন মলা ঢেলা মাছের চচ্ছড়ি খায় মাংস ছেড়ে মনে হচ্ছে!!!:(


যাই হোক আই লাভ মাই শকুন ভাইয়া!!!!!!!!!

তিনি একজন অসাধারণ মানুষ আর লেখক :)

যেখানে যেমনে থাকুক ভালো থাকুক ভাইয়া।

২৭ শে জুলাই, ২০২১ সকাল ১০:৪৪

অজ্ঞ বালক বলেছেন: কেমন আছ আপুনি? ঈদ মোবারক, লেইটে। তারও লেইট হইলো রিপ্লাই। যাই হউক, এমন অনেকেই আসে লুকায়া আইসা যায় গা। ফেকাইডি দিয়া যে কত বড়ো বড়ো তালেবর ঘুরাফিরা করে সেইটা তো জানোই আশা করি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.