নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অজ্ঞ কিন্তু আমি শিক্ষিত হতে চাই না,আমি মানুষ হতে চাই।

অজ্ঞ মানব।

আমি এক অজ্ঞ মানব,অবাস্তব সুখস্বপ্ন দেখতে ভালোবাসি।

অজ্ঞ মানব। › বিস্তারিত পোস্টঃ

অন্ধ

১০ ই মার্চ, ২০১৯ রাত ৮:২১



সেদিন কলেজ ছুটি হওয়ার পর বাসায় ফিরছিলাম। রাস্তা পার হওয়ার জন্য এসে থামলে দেখি গ্রীন সিগন্যাল শুরু হয়েছে। অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম যে আমার পাশে একজন বুড়ো লোক এসে দাঁড়িয়েছেন। লোকটির পড়নে ছিল সবুজ রঙের পাঞ্জাবী এবং সাদা রঙের পায়জামা। তাছাড়া লোকটির চোখে ছিল কালো রঙের চশমা। অপেক্ষার এক পর্যায়ে বুড়ো লোকটি কেউকে উদ্দেশ্য না করে জিজ্ঞেস করলেন " গ্রীন সিগন্যাল কি শেষ হয়েছে "? আমি তার প্রশ্নের উত্তর দিলাম " না দাদু এখনও শেষ হয়নি"। বুড়ো লোকটি আমার কণ্ঠ শুনে আমাকে উদ্দেশ্য করে বললেন "গ্রীন সিগন্যাল শেষ হলে আমাকে একটু জানিয়ো দাদু ভাই"। আমি বললাম" ঠিক আছে দাদু "। বুঝতে পারলাম লোকটি আসলে অন্ধ। অতঃপর রেড সিগন্যাল পড়লো। আমি বুড়ো লোকটিকে বললাম" দাদু রেড সিগন্যাল পড়েছে চলুন রাস্তা পার হয়"। আমি, বুড়ো লোকটি এবং আরো কয়েক জন লোক রাস্তা পারা-পার করলাম। রাস্তা পার হওয়ার পর বুড়ো লোকটি আমাকে ধন্যবাদ জানালো। আমি খুশি মনে বুড়ো লোকটির ধন্যবাদ গ্রহণ করলাম এবং জিজ্ঞেস করলাম " দাদু আপনার কি আর কোনো সাহায্য দরকার"? বুড়ো লোকটি কিছুক্ষণ ইতশ্ত বোধ করে বললেন " যদি কিছু মনে না করো দাদু ভাই তাহলে আমাকে একটি ঠিকানায় পৌঁছে দিবে"? আমি সম্মতি জানিয়ে জিজ্ঞেস করি "কোন ঠিকানা দাদু"? বুড়ো লোকটি পাঞ্জাবীর পকেট হাতরে একটি ছোট চিরকুট বের করে আমাকে দিলেন । আমি ঠিকানাটি পড়ে দেখলাম আর বললাম যে " হ্যাঁ, চলুন দাদু আমার বাড়ি যাওয়ার পথেই পড়বে এই ঠিকানা"। বুড়ো লোকটির মুখে একটু হাসি ফুটলো । আমরা হাঁটা শুরু করলাম। বুড়ো লোকটি জিজ্ঞেস করলেন " তো দাদু ভাই তোমার নামটা জানতে পারি "? আমি বললাম " দাদু আমার নাম আদনান "। বুড়ো লোকটি বললেন " খুব সুন্দর নামটা "। আমি তাকে ধন্যবাদ জানালাম । হাঁটতে হাঁটতে আমরা অনেক কথা বলি। অনেকটা দূর হাঁটার পর দেখি রাস্তায় কিছু লোকজন জমাট বেধে কি যেনও দেখছে আর সেই জমাট বাঁধা ভিড় থেকে চেঁচামেচি শুনা যাচ্ছে। বুড়ো লোকটি আমাকে জিজ্ঞেস করলেন "দাদু ভাই কিসের চেঁচামেচি শুনা যাচ্ছে"? আমি বললাম "দাঁড়ান দাদু আমি দেখে আসি"। এই বলে আমি এগিয়ে গেলাম ঘটনা কি দেখার জন্য। গিয়ে দেখলাম একজন ভদ্র লোক একজন রিকশা চালককে মারাত্মক ভাবে মারধর করছেন এবং তাকে গাল-মন্দ করছেন । আমি একজন ভাইকে জিজ্ঞেস করলাম " আচ্ছা এখানে কি হয়েছে "? ভাইটি বললো " যাত্রী নিয়া আইসা ২০ টাকা বারায় দিতে বলছিলো। তারপর তর্কাতর্কি থেকে মারামারি "। ভাইটি আরও বললো " এইসব রিকশাওয়ালারা এজন্য মাইর খায়"। আমি ফিরে এলাম বুড়ো লোকটির কাছে । তাকে বললাম ঘটনাটি। বুড়ো লোকটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন " তুমি কিছু করলে না দাদু ভাই"? আমি বললাম যে "না ওখানে কেউ যাচ্ছিলো না তাই আমিও যাওয়ার সাহস পেলাম না"। আমরা আবারও হাঁটা শুরু করলাম । বুড়ো লোকটি কে এইবার আমি জিজ্ঞেস করলাম " আচ্ছা দাদু আপনার কি কোনো কষ্ট হয় না এই ভাবে যে জীবনযাপন করেন? যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়?"। বুড়ো লোকটি আমাকে উত্তর দিলেন " হুম কষ্ট হয় খুব কষ্ট। মাঝে মাঝে মনে হয় এটি আমার জীবনে একটা অভিশাপ সরূপ । কিন্তু মাঝে মাঝে আবার মনে হয় যে সৃষ্টিকর্তা হয়তো বা চান নি যে এই চোখ দিয়ে আমি আর একজনের কষ্ট দেখি"। আমি বললাম " ঠিক বুঝলাম না দাদু"? বুড়ো লোকটি আবার আমাকে বললেন " আমার হয়তো বা চোখের দৃষ্টি শক্তি নেই তাই আমি অন্ধ। কিন্তু যারা চোখ থেকেও অবিচার সহ্য করে তারা কি আমার চেয়ে বড় অন্ধ নয়"? বুড়ো লোকটির কথা শুনে আমি কিছুটা থমকে যাই । "বুড়ো লোকটি কে ছিল আমি জানি না কিন্তু বুড়ো লোকটা তো সত্যি কথাই বলেছেন। সমাজে প্রতিদিন কারো না কারো সাথে হচ্ছে অবিচার আর আমরা তা চোখ দিয়ে দেখেও না দেখার ভান করে চলে যাই । তাহলে প্রকৃত অন্ধ তো আমরাই । সত্যি আমরা কতটা অন্ধ"।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪৯

নাবিউল ওয়েপ বলেছেন: সম্ভবত ঘটে যাওয়া ঘটনাটি ,খুব সুন্দর ভাবে বর্ননা করেছেন

১০ ই মার্চ, ২০১৯ রাত ১১:০১

অজ্ঞ মানব। বলেছেন: মন্তব্য পেয়ে অনুপ্রেরিত হলাম এবং আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ

২| ১০ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫৭

রাজীব নুর বলেছেন: আমার দাদাজান হুট করে একদিন অন্ধ হয়ে যান। তখন তার বয়স ত্রিশ বছর।

১০ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫৪

অজ্ঞ মানব। বলেছেন: শুনে খুব খারাপ লাগলো।

৩| ১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:১০

মাহমুদুর রহমান বলেছেন: আহ!সত্যিই তো।

খুব সুন্দর গল্প।

শুভকামনা জানবেন।

১০ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫৭

অজ্ঞ মানব। বলেছেন: মন্তব্য করার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ ।

৪| ১০ ই মার্চ, ২০১৯ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


সবকিছুতে "আমরা" শব্দটা যোগ করে বসে থাকেন কেন? বহু বচনটাই শুধু পড়ায়েছে স্কুলে।

১০ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫৯

অজ্ঞ মানব। বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ। আমার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী।

৫| ১০ ই মার্চ, ২০১৯ রাত ১১:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল। যথার্থ বলেছে বুরো লোকটি।

১০ ই মার্চ, ২০১৯ রাত ১১:০৮

অজ্ঞ মানব। বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।

৬| ১১ ই মার্চ, ২০১৯ রাত ১২:৪৭

মা.হাসান বলেছেন: সুন্দর সৎ সত্য কথন।

১১ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫৫

অজ্ঞ মানব। বলেছেন: ধন্যবাদ।

৭| ১১ ই মার্চ, ২০১৯ দুপুর ১:১৫

আকতার আর হোসাইন বলেছেন: ভাল লাগলো... মেসেজ আছে লেখাটিতে...

আইনস্টাইন বলেছিলেন...

পৃথিবী খারাপ মানুষের খারাও কাজের জন্য ধ্বংস হবে না। পৃথিবী ধ্বংস হবে খারাপ মানুষের খারাপ কাজ দেখে ভাল মানুষের প্রতিদবাদ না করার কারণে...

১১ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫৭

অজ্ঞ মানব। বলেছেন: আপনার কথার সাথে আমি একমত। মন্তব্য করার জন্য ধন্যবাদ

৮| ১২ ই মার্চ, ২০১৯ রাত ৯:০০

সুমন কর বলেছেন: গল্পের মেসেজ সুন্দর এবং ভালো লাগল। তাই প্লাস দিলাম।

টাইপে সচেতন হতে হবে। আর একটানে না লিখে, গ্যাপ দিলে পড়তে সুবিধে হবে।

১২ ই মার্চ, ২০১৯ রাত ১১:৩৮

অজ্ঞ মানব। বলেছেন: ধন্যবাদ আর জী আমি চেষ্টা করব আপনার কথা অনুসরণ করতে

৯| ১৩ ই মার্চ, ২০১৯ রাত ১২:৪৫

রাফা বলেছেন: বর্ণনা ভালো হয়েছে।তবে প্যারা করে লিখলে আরো ভালো হইত।
ধন্যবাদ,অ.মানব।

১৩ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

অজ্ঞ মানব। বলেছেন: ধন্যবাদ। আপানার মন্তব্যটি মস্তিষ্কে রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.