![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্তে গড়া দেশটা আমার
করতে এলে দখল
সইবো না সে ষড়যন্ত্র
আসুক যতই ধকল।
উপড়ে ফেলবো সে চোখ আমি
ভেঙে ফেলবো সে হাত
যে দালাল সেজে আমার ভূমি
করতে চাইবে বেহাত।
ফন্দি ফিকির যতই করো
দেশপ্রেমিকের ভান
খুলে যাবে মুখোশ তোদের
মারলে হেচকা টান।
প্রতি ইঞ্চি মাটি আমার
রক্ত দিয়ে কেনা
জীবন দিয়েও হবে না শোধ
সেই শহীদের দেনা।
এই মাটিতেই জন্ম আমার
এই মাটিতেই মরবো
স্বাধীকারের জন্য আবার
এই মাটিতেই লড়বো।
২| ০৯ ই জুন, ২০১৬ ভোর ৫:৫২
ডঃ এম এ আলী বলেছেন: শহীদের সংখ্যা নিয়ে যেভাবে প্রশ্ন তোলা হচ্ছে তাতে তো মনে হয় আর কিছুদিন পরে শহীদের ঋণ শোধের জন্য বাংলার মাটিতে ২/১ জন ছাড়া আর কোন শহীদ খুঁজে পাওয়া যাবেনা !!!!!
ধন্যবাদ কবিতাটি সুন্দর হয়েছে । ভাল থাকার শুভ কামনা থাকল ।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৩
মোঃ আমানউল্লাহ বলেছেন: এগিয়ে যান.
কিন্তু সাবধান.............