![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের কথাগুলো
বলতে পারিনি খুলে কোথাও
সইতে পারিনি আজও
লিখতে গিয়ে মনের কথা
ভেঙেছে দোয়াত কলম
বোঝাতে গিয়ে মনের যাতনা
হারিয়ে ফেলেছি শরম
মনের কথারা ডুঁকরে কেঁদেছে
হৃদয়ের আঙিনায়
কখনওবা সে গিয়েছে ছুটে
মুক্তির দলিজায়
মনের অনল রেখেছি চেপে
মনের কথার তলে
বলেই কি লাভ মনের কথা
অরণ্যেরই তলে?
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:২০
অগ্নি-মশাল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:১৫
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার