নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিবাদের অগ্নিমশাল জ্বেলেছি যখন জ্বলবেই ফন্দিবাজের বিদায় হবে, প্রতিরোধ যে চলবেই...

অগ্নি-মশাল

অগ্নি-মশাল › বিস্তারিত পোস্টঃ

মাইরের ওপর ঔষধ নাই...!

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৪

আফসানার কথা মনে আছে? মিরপুরের সাইক ইন্সিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজির স্থাপত্য বিভাগের ছাত্রী। যাকে গত ১৩ আগস্ট তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রবিন হত্যা করে দলীয় সাঙ্গ পাঙ্গ সাথে নিয়ে মৃত অবস্থায় হাসপাতালে ভর্তি করে রেখে পালিয়ে যায়। পরে অবশ্য বিশেষ মহলের বিশেষ ইশারায় চিকিৎসক জানিয়েছেন, আফসানার মৃত্যু হত্যা নয়, এটি আত্মহত্যা।

প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সারাদেশ। বিচারের দাবীতে আওয়াজ ওঠে সবার কন্ঠে। খুনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে সর্বমহলে।


কিন্তু খুনী ছাত্রলীগ নেতা রবিন ও তার সাঙ্গ পাঙ্গরা বহাল তবিয়তে ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। জনগণের রাজপথের প্রতিক্রিয়া রাজপথেই আছড়ে পড়ে। ছাত্রলীগ নেতা হলে যেন সাতখুন না শতখুন মাফ!

গতকাল সোমবার সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় তাঁর ওপর চাপাতি নিয়ে হামলা চালায় শাবিপ্রবির ছাত্রলীগ নেতা বদরুল আলম। দিনে দুপুরে জনসম্মুখে নির্দয়ভাবে কুপিয়ে আহত করে খাদিজাকে। খাদিজা এখন রাজধানীর স্কয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আহত খাদিজার অপরাধ সে ছাত্রলীগ নেতা বদরুলের প্রেমের আহ্বানে সাড়া দেয়নি। আর ছাত্রলীগ নেতার সাথে এ দুঃসাহস দেখানোর খেসারত দিতে হল তাকে।

আশার ব্যাপার হলো দেশের মানুষ ধাক্কা খেয়ে খেয়ে বেশ সচেতন হয়ে উঠছে। বিচারহীনতা নীরবে সহ্য না করে বিচারের দায়িত্ব তারাই গ্রহণ করেছে। আর তাই খাদিজাকে কুপিয়ে বদরুল পালিয়ে যেতে পারেনি। জনগণ উত্তম মাধ্যম দিয়ে অবশেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।


বিচারহীনতা যখন সমাজকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে তখন জনগণের এ পথে হাঁটার বিকল্প থাকে না। খাদিজা বাঁচুক অথবা মরুক গতানুগতিকভাবেই দেশের পুলিশ প্রশাসন বাঁচিয়ে নেবে বদরুল আলমকে। কিন্তু জনগণ সচেতন হলে তাৎক্ষনিক অন্যায়ের প্রতিরোধ করা সহজ হবে। সোনার ছেলেদের ভয়ে আতঙ্কিত নারীরা সাহস পাবে নির্ভয়ে পথচলার। কারণ, মাইরের উপর ঔষধ নাই...

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১৬

আস্তিক এলিয়েন বলেছেন: জনতার মাইরের উপর ঔষধ নাই।

২| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: পাবলিক পুলিশের হাতে দিলো ক্যান? মাইরা বেহেশতে পাঠায়ে দিতো, ভালো হইতো। কয়দিন পরেই তো ছাড়া পাইয়া যাবে।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩৬

রক্তিম দিগন্ত বলেছেন:
বদরুলও তো রক্ষাই পেয়ে গেল। পুলিশের হেফাজতে তুলে দেওয়া হয়েছে তাকে। ছাড়া তো পাবেই।
আপাত দৃষ্টিতে আগের ঘটনার সাথে মিলালে এটাই মনে হয়।

তবে, এইবার প্রমাণ বেশ অকাট্য। ভিডিওটাই বেশি অকাট্য। যে করেছে - সে প্রথমে বাঁচানোর চেষ্টা না করে নিশ্চিতরকমের ভুলই করেছে। তবুও, তার ভুলটা হয়তো এইবার ন্যায় বিচার এনে দিতে পারে। সাথে জনগণও অপরাধিকে নগদে ধরে ফেলে, পিটুনীও দেয়।

আগের গুলোর সাথে এটাই পার্থক্য। জনগণকে আরো সচেতন হয়ে উঠতে হবে। তাহলেই হয়তো এইসব ঘটনার পরিমাণ কমানো যাবে।
অপরাধী যেই রাজনৈতিক দলেরই হোক না কেন, অপরাধীকে শাস্তি পেতেই হবে এইবার। কোন মাফ নাই তাতে।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:৪৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অপরাধীর মিত্যু দণ্ড হওয়া চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.