![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি সাধারণ একজন মানুষ। হতে পারি সহজ-সরল,শান্তিপ্রিয়।এখানে আসি নতুন কিছু জানার জন্য।আমি লেখক নই,একজন ভালো পাঠক ।। @ধন্যবাদ
১৯-০২-২০১৪ ইং,
তারিখ টা অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং এখনো আছে
নিলয়ের কাছে। কেননা এই দিনটাতেই ওর ভালবাসার
সম্পর্ক গড়ে উঠে নিলিমার সাথে। সেটা অবশ্যই
একদিনে গড়ে উঠে নি,অনেকটা সময়
লেগেছে।সেই ভালবাসার গল্পটা ধারাবাহিকভাবে
উঠে আসবে এখানে,,
(১)
নিলয়ের hsc পরীক্ষা শেষ,হাতে অফুরন্ত
সময়,সারাদিন অনলাইন আর বন্ধুদের সাথে ঘুরতেই
সময় শেষ।কিন্তু দিন শেষে যখন রাত চলে আসে
তখন ই তার আগের দিনগুলোর কথা মনে পড়ে যায়,
নিলয়ের প্রথম ভালবাসার কথা,নাটকিয় অনেকটা।
ও ভালবাসত ললনা নামের মেয়েকে, নামটা নিলয়েরই
দেয়া, ভালবাসে ভালবাসার মানুষটাকে ওই নামেই
ডাকতো। ললনার সাথে সব ঘটে আকস্মিক, পছন্দ
করত নিজ এলাকারই এক মেয়েকে, নাম ছিল
কাজল,সে ললনার বড় আব্বুর মেয়ে।ভালো
লাগতো অনেক, সেই প্রাইমারি থেকে,বলতে
ভয় পেত,যদি বাসায় বলে দেয় তাই সাহস পায় না,তবে
একদিন ঠিকই বলে ফেলে, একদিন সাহস করে নিলয়
sms এ তার মনের কথা জানায়,কিন্তু ততদিন এ অন্য
এক ছেলের সাথে মন দেয়া নেয়া হয়ে
গেছে।বলে বন্ধু হয়ে থাকতে, তাই থাকলাম।
সে হয়তো জানতো না যে,"ভালো বন্ধুকে
ভালবাসা যায় কিন্ত ভালবাসার মানুষকে বন্ধু ভাবতে কষ্ট
হয় "।যাই হোক, সে একদিন তার বন্ধুকে তার
চাচাতো বোনের সাথেই বেধে দিলো
প্রেমের শিকলে।
প্রথম ভালবাসা ছিল বলে হয়তো ললনার প্রতি ছিলো
নিলয়ের অগাধ বিশ্বাস, কিন্তু ললনা সেই বিশ্বাসের
মর্যাদা রাখতে পারে নি। জড়িয়ে পড়েছিল অন্য
কোন ছেলের সাথে নতুন সম্পর্কে। ভেস্তে
যায় প্রথম ভালবাসার বিয়োগাত্মক গল্প যেটা বহুদুর
যেতে পারত,কিন্তু যায় নি,থেমে গেছে
শুরুতেই।ধোকা দেয় ললনা।
অতএব সমাপ্তি ঘটে নিলয়-ললনার অধ্যায় এর,,
আফসোস করা ছাড়া কিছুই করার থাকে না আর। কি
ভেবে চলে গেলো ললনা? আমি কি ওর জন্য
অযোগ্য ছিলাম! হলে বলটো,আমি নিজেই সরে
যেতাম,,
আসলে ও ছিল অন্য প্রজাতিভুক্ত, এক নিলয় কে
দিয়ে ভাল লাগেনা। দুই,তিন কিংবা চার নিলয় প্রয়োজন
তার,,
এসব ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়ে নিলয়।
©somewhere in net ltd.