নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা মনের মানুষ

Shohanur Rahaman

অতি সাধারণ একজন মানুষ। হতে পারি সহজ-সরল,শান্তিপ্রিয়।এখানে আসি নতুন কিছু জানার জন্য।আমি লেখক নই,একজন ভালো পাঠক ।। @ধন্যবাদ

Shohanur Rahaman › বিস্তারিত পোস্টঃ

আমার ভালবাসা ২

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৮


(২)
দেখতে দেখতে কেটে গেলো অনেকটা
সময়।নিলয়ের hsc পরীক্ষার রেজাল্ট হল্য, তারপর
ভর্তি পরীক্ষা। দুই জায়গাতেই পরীক্ষা দিলো শুধু।
কিন্তু চান্স হইলো না কোথাও। রিলিজ নিয়ে ভর্তি
হতে হয় কচ্ছপের গতি জাতীয় বিশ্ববিদ্যালয়ে।
একসময় স্মৃতিপট থেকে মুছে যেতে থাকে
লল্পনার নাম,ম্লান হয়ে যায় স্বপ্নটা।
আপাতত এখানেই থেমে থাকতে পারত,কিন্তু ঘটনা
এগিয়ে যায় আরো অনেকদূর।
ছোটবেলা থেকে নিলয় পছন্দ করতো
নিলিমাকে,গল্পের শুরুতেই বলা উচিৎ ছিলো কিন্তু
বলা হয় নাই।
নিলয়ের সময়টা যখন ভালো যাচ্ছিলো না, সে ঠিক
করে নিলিমার সাথে কথা বলবে, ওকে যে নিলয়
পছন্দ করে সেটা জানাবে । কিন্তু সে নিজেই
কিভাবে বলবে? বলতে পারবে না নিজে আবার
ব্যাপার টা কারোর সাথে শেয়ার ও করতে পারবে
না।
অনেক ভেবে চিন্তে নিলয় একটা নতুন SIM CARD
কিনে,আর সেটা দিয়ে এক ছোটভাই হিসেবে কথা
বলে নিলিমার সাথে।পরিচয় দেয় জাওয়াদ নামের
কেউ , বাসা নিলিমার নানুর এলাকায়। তাই সে
ছোটভাইয়ের সাথে প্রায়শই চ্যাট করত। যেহুতু
পরিচিতই এক প্রকার।
এভাবেই চলতে থাকে কিছুদিন,এক সময় ছোট ভাই
অনেকভাবে বোঝাতে চেষ্টা করে যে নিলয়
ওকে ভালবাসে,পছন্দ করে,,কিন্তু নিলিমা কোন
আগ্রহ দেখায় না,,
জাওয়াদ আর নিলিমার কথোপকথন -
-কেমন আছ?
-ভাল।তুমি?
-আমিও ভালো। আপু একটা কথা বলব!
-হুম,বলো,
-আপু,নিলয় ভাইয়া তোমায় অনেক আগে থেকে
পছন্দ করে,,
-কে বলেছে?
-সত্যি, কিন্তু ভয়ে আর সাহসের অভাবে বলে নাই।
-ও তো ললনাকে ভালবাসে।
-ভুল বুঝতেছ,আগে বাসত,এখন না। ব্রেকাআপ
করে দিছে,অনেকদিন হলো।
--কেন?
--মেয়েটা ভালো না,অন্য একজনের সাথে এখন
রিলেশন করে,ধোকা দিছে নিলয় ভাইয়াকে। আপনি
কি রাজি আছেন?
--এখন কিছু জানাতে পারব না,কাল কথা হবে,
good night
--good night
(বিঃদ্রঃ এখানে জাওয়াদ হয়ে সমস্ত কথা বলেছেন
নিলয়)
নিলয় অনেকটা আশাবাদী হয়,ভাবে যে নিলিমাকে
নিয়ে দেখা স্বপ্ন টা কি সত্যি হবে?সে কি ধরা দিবে
তার শুন্য মনের খাচায়!
নিলয় আবার গুছায় কথা বলতে পারে না।
ঠিক করে কথাগুলো জাওয়াদের কাছে বলার,কেননা
আপাতত ওই নিলয় কে ভালো বুঝবে।
এসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে,নতুন একটা
স্বপ্ন দেখে সে,__নিলিমার স্বপ্ন __

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.