![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য বড় কঠিন জিনিস!!..... শুনতে একটু তিতা লাগলেও ফলটা খারাপ না! :)
রায়ে নাকি প্রসিকিউশন হতাশ, সংক্ষুব্ধ ! উচ্চ আদালতে আপিল করার কথাও নাকি ভাবছেন এটর্নি জেনারেল ।
হায়রে প্রহসন । হায়রে বিচার ।
ভিশন'২১ ক্ষমতা কুক্ষিগত রাখতে এসব করা । নইলে হঠাৎ করে অক্টোবর-নভেম্বরের নির্বাচন কেন আগামী জানুয়ারি'১৪ তে করার ইচ্ছা ।
যে অভিযোগ প্রমাণিত নয় বলে খালাস দেয়া হয়েছে । সেই একই টাইপ মিথ্যাচার করে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে ! এরচেয়ে বড় প্রহসন আর কি হতে পারে ?
বিশিষ্টজনেরা নাকি মোবাইলের ম্যাসেজ লিখে ফেলেছেন "ফাঁসি" কিন্তু সে ম্যাসেজ আর তারা সেন্ড করতে পারেন নি । এখন চ্যানেলে চ্যানেলে হুহু করে কান্না করছে । তাদের হতাশা, হুহু কান্না স্বাভাবিক । এতদিনকার মিথ্যাচারের এই পরিণতি তো তাদের প্রতি তাদের ভক্তকুলের আস্থাকে ভিতসহ নাড়িয়ে দিচ্ছে । কিন্তু তারা কি জানে না তারা কি করেছে । শুধু মাত্র ইসলামী আন্দোলনকে দুর্বল করার ইচ্ছা থেকেই ছিল তাদের এই চক্রান্ত । ষড়যন্ত্র ।
তারা আস্থা রেখেছে আওয়ামীলীগের প্রতি । আর আওয়ামীলীগ রায় লেখিয়ে নিচ্ছে জিয়াউদ্দিনের কাছ থেকে । পাঠ করিয়ে নিচ্ছে ট্রাইব্যুনাল থেকে !
আর কত কমেডি নাটক উপহার দিবে আওয়ামীলীগ ।
তোমরা বিশ্বাস করার জন্য বিশ্বাসী মানুষ খুঁজে নাও । অবিশ্বাসী ভন্ড প্রতারক আওয়ামীলীগকে বিশ্বাস কর না । তাদের প্রকাশ্য প্রতিশ্রুতি কিংবা গোপন সমোঝতার চেষ্টা সবই প্রতারণা ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩
ওহ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
খুব সাধারন একজন বলেছেন: কষ্ট জমাই থাকল। বরফ আর গললো না।