![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য বড় কঠিন জিনিস!!..... শুনতে একটু তিতা লাগলেও ফলটা খারাপ না! :)
কুকুরেও কুত্তার মাংস খায় না । কাক ও খায় না কাউয়ার মাংস । কিন্তু এরা......... ছিঃ ছিঃ ছিঃ
নারী সাংবাদিক নির্যাতনের চাঞ্চল্যকর তথ্য ফাঁস...
অঞ্জন রায়ের পরিকল্পনায় হেফাজতে ইসলামকে বিতর্কিত করতে এই মিশন।
একুশে টিভি নারী সাংবাদিক নির্যাতনের গোপন তথ্য ফাঁস হয়ে পরেছে। একুশে টিভিতে অনৈতিক কাজের জন্য চাকুরিচ্যুত সাংবাদিক অঞ্জন রায়ের প্রতিশোধের বলি হন সাহসী নারী সাংবাদিন নাদিয়া শারমিন। হামলার মুল পরিকল্পনা করেন বর্তমানে জিটিভির সাংবাদিক এবং শাহবাগ গনজাগরন মঞ্চের অন্যতম উদ্যেক্তা অঞ্জন রায়। হেফাজতের লংমার্চের আগের দিন ৫ এপ্রিল ধানমন্ডীর একটি বাড়িতে সাংবাদিক অঞ্জন রায়, সাংস্কৃতিক জোটের নেতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এবং ওলামায়ে ছু জঙ্গি নেতা ফরিদ উদ্দিন মাসুদ গোপন বৈঠকে মিলিত হয়ে এই পরিকল্পনা চূড়ান্ত করে। যেহেতু হুজুরদের প্রোগ্রাম সেকারনে সেখানে ভিরাগত গিয়ে একাজ করতে গেলে ধরা পড়তে পারে। সেকারনে পরিকল্পনা মোতাবেক ফরিদ উদ্দিন মাসুদ তার অনুগত দুটি মাদ্রাসার ৮ ছাত্রকে হেফাজতের লংমার্চে পাঠিয়ে সাংবাদিক নির্যাতন করার কাজে সহায়তা করে। আর অঞ্জন তার অপমানের প্রতিশোধ নিতে বলে দেন যেন একুশের সাংবাদিকদের আঘাত করা হয়। নাসির উদ্দিন বলে দেন নারী সাংবাদিককে যেন আঘাত করা হয়। তাতে সাপও মরবে লাঠিও ভাংবেনা। এর মাধ্যমে হেফাজতকে নারী বিদ্ধেষী হিসেবে প্রমান করা সহজ হবে। তাদের এই পরিকল্পনার বাস্তবায়ন করতেই হেফাজতের সমাবেশে নারী সাংবাদিক শারমিন নির্যাতনের শিকার হন। এই গোপন তথ্য আমাদেরকে জানিয়েছে হামলায় অংশ নেয়া ফরিদ উদ্দিন মাসুদের এক মাদ্রাসা ছাত্র।
অন্যদিকে এটিএন নিউজ গতকাল হেফাজতের সমাবেশকে জামায়াতের বলে মিথ্যা সংবাদ প্রচারের কারনে জনতার রোষানলের শিকার হয় বলে জানা গেছে।
চিহ্নিত বেশ্যা কিংবা উলঙ্গ মহিলাও যদি বিনা বিচারে হামলার স্বীকার হয় তাহলেও আমি একজন মুসলমান হিসাবে সেটার বিচার চাইব । আর এ তো একজন সাংবাদিক । যার আদৌ ঐ সমাবেশ কেন্দ্রিক বিট করার কথা ছিল কিনা জানি না । আমি তদন্ত পূর্ব বিচার দাবী করি । উল্লেখ্য যে হেফাজতের নেতারা বিবৃতিতে ক্ষমা প্রার্থনা করেছেন । আমি বলব ক্ষমা চাইতেই পারি কিন্তু আগে চিহ্নিত হোক তারপর......... আর ক্ষমা করা না করা বিচারক এবং ভিকটিমের উপর ।
২| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৫
আজিম উদ্দিন চৌধুরী বলেছেন: ভাই তো বাংলাদেশ জামায়াতি ইসলামের গোয়েন্দা বাহিনীর প্রধান মনে হয় , মেলা তথ্য জোগাড় করছেন মাহমুদুর রহমান সাহেব কি আপনার সেকেন্ড এন কমান্ড নাকি!!!!!!!
১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮
ওহ বলেছেন: সময়ই বলে দেবে কে কি?
৩| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩
মো: মেহেদী হাসান শুভ বলেছেন: ছাগু নামা টা বালের কেল্লা, দুঃখিত বাঁশের কেল্লায় ম্যাসেজ করেন। ইদানিং কাঁঠাল পাতার অভাবে ছাগুরা এখন এই সমস্ত গু ভালই খাইতেছে।
৪| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১০
সত্য কথা বলি বলেছেন: যুগে যুগে এটাই ঘটে থাকে। সত্যকে ঢেকে রাখার জন্য মিথ্যা প্রপাগান্ডা সর্বদা তৎপর।
৫| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫
মুহাম্মদ ফয়সল বলেছেন: সমস্যা তো এখানেই, এতো মিথ্যাচার করে আবার ইসলামের নাম ভাঙ্গায়! এখনতো মনে হচ্ছে যুদ্ধাপরাধিদের আগে এদের বিচার হওয়া উচিৎ।
৬| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫
আহলান বলেছেন: আপনার সংবাদের কোন সূ্ত্র নেই। তাই সত্য ( সত্য না মিথ্যা জানি না) হলেও কিছু করার নেই। যারা মেরেছে ভিডিও ফুটজে দেখে তাদের সনাক্ত করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে হয়তো সত্য জানা যাবে , তবে সেটা আপনি আমি জানতে পারবো না ...
৭| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭
সুখী মানুষ বলেছেন: বাংলায় একটা প্রবাদবাক্য আছে - চুরি তো চুরি আবার সিনাজুড়ি!
অবাক হই যখন দেখি নারীর উপর হামলার প্রতিবাদ না জানিয়ে উল্টা এর ভিতরের কিন্তু খুঁজতে যায়।
অবাক হই যখন দেখি অপরাধ করে তা আবার মিথ্যাচার দিয়ে ঘটনা অন্যদিকে নেবার চেষ্টা করা হয়।
সর্বোপরি অবাক হই, ধর্মের নামে মানবতাকে পদদলিত যখন করেন আপনারা তখন।
৮| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৯
িলপু_িসলেট বলেছেন: একটা কথা না বললেই নয় হেফাজতে ইসলাম যে লোকসমাগম দেখিয়েছে নিঃসন্ধেহে তা অন্য রাজনৈতিক দলগুলার চেয়ে অন্যতম। এত প্রতিবন্ধকতার মধ্যে এই সফল সমাবেশ থেকে সবারই শিক্ষা গ্রহণ করা উচিৎ। একবার চিন্তা করুন যদি ওই সমাবেশে কুনরুপ সহিংসতা হত তাহলে দেশের অবস্থা কি হত??? কিছু বিচ্ছিন্ন ঘটনাকে হাইলাস্ না করে তাদের ধন্যবাদ দেওয়া উচিৎ। এত বড় মহাসমাবেশে কিছু বিচ্ছিন্ন ঘঠনা ঘটতেই পারে।
৯| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১
দন্ডিত বলেছেন: সোর্স না দিয়া এইসব গল্প ফাদার মানে কি?
কইষা মাইনাস।
১০| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪
এম আর সুমন বলেছেন: আপনার কথা সত্য হলে তো অশনী সংকেত । যাদের কথা লিখলেন এরা কেউ সাংবাদিক নির্যাতনে জড়িত থাকলেও কোনোদিক তার বিচার হওয়ার সম্ভাবনা নাই। অন্তত এ সরকারের আমলে। কারন আওয়ামী এমপি কামাল মজুমদার আরটিভির মহিলা সাংবাদিক অর্পনা সেনকে যেভাবে মাইর দিছিলেন , তাতে তো তার কিছুই হয়নি। কোনো তদন্তও হয়নি।
এখন আপনার বক্তব্য সত্য কি মিথ্যা তা বোঝার জন্য একটি উপায় আছে। যদি দেখেন এ সরকারের সময় এ ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত হয়েছে, এবং সেই তদন্ত রিপোর্ট জাতির কাছে প্রদর্শন করা হয়েছে, তাহলে এরা কেউ দোষী না হওয়ার ই কথা। আর যদি সরকার কোনো নিরপেক্ষ তদন্ত না করে, তাহলে বুঝতে হবে.............ডাল মে কুছ কালা হ্যায়।
১১| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪
আবু সালেহ বলেছেন: প্রকৃত ঘটনা আমরা কবে জানতে পারবো......আর এসব নোংরা রাজনীতির খেলা....কবে শেষ হবে...
যাহাই ঘটুক তবে ঘটনার জন্য হেফাজত দুঃখ প্রকাশ করেছে কিন্তু......কেউ কেউ তো দুঃখ প্রকাশ করা তো দূরে থাক...বীরদর্পে তারা ঘুরে বেড়াচ্ছেন.....এ সরকারের কিছু লোকজন....
আর লংমার্চে হলুদ সাংবাদিকতার প্রমান তো আগেই পেয়েছি....হেফাজতের কর্মীরা ককটেল সহ একজনকে পুলিশের হাতে সোপার্দ করে......কিন্তু সেই সংবাদটি যখন মিডিয়াতে "ককটেল সহ এক হেফাজত কর্মী আটক".....এভাবে আসে তখন দুঃখই লাগে......
১২| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৬
িলপু_িসলেট বলেছেন: @সুখী মানুষ এই যে ব্রদার শুনেন শুনেন যারা ধর্মকর্ম মেনে চলে তারা কি মানুষ না ?? যারা মৌলানা তাদেরকে কি আপনি মানুষ মনে করেন না ?? বাকিরা সবাই মিলে যখন ধর্ষন করে তখন আপনি কি অবাক হন না ??? এ দেশে এ পর্যন্ত যতগুলা র্ধষন হয়েছে তার মধ্যে মৌলানা কিংবা ধার্মিক লোক কয়টার সাথে সম্পৃক্ত ??? এসব ঘটনার সার্থে আপনি ধর্মকে মিলাচ্ছেন কেন ?? ভাই আপনার কি মুসলমানি হইছে না কি জানতে মুন চায়
১৩| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৯
সুখী মানুষ বলেছেন: "ভাই আপনার কি মুসলমানি হইছে না কি জানতে মুন চায়
"
যিনি এমন মন্তব্য করতে পারেন তার রুচিবোধ নিয়ে প্রশ্ন থাকে।
আমি একজন মিডিয়াকর্মী, মিডিয়ার এক কলিগের উপর হামলা হলে তা আমার একটু বেশীই খারাপ লাগা উচিৎ, তাই নয়কি?
আপনি যদি তথ্যসহ একটা ব্লগ লিখতেন তাহলে বিশ্বাসযোগ্য হতো। আমি অঞ্জন রায়ের সাথে দুই বছর কাজ করেছি। উনাকে আমার ভদ্রলোক বৈ অন্যকিছু মনে হয়নি। আপনি তথ্যসহ পোষ্ট দেন, অবশ্যই আপনার এই লেখাকে গুরুত্ব দেবো।
আমি আর একবার আপনার রুচিবোধের ঘটনায় দুঃখিত ও লজ্জিত।
১৪| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫২
শিপু ভাই বলেছেন:
ছাগুর বাচ্চা ছাগু- তোরে জুতা!!!
কর্তৃপক্ষকে এই ছাগুটাকে ব্যান করার অনুরোধ জানাচ্ছি!!!
১৫| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৬
*কুনোব্যাঙ* বলেছেন: লীনা জািম্বল বলেছেন: কত কিছুই বের হবে----!!!!!!!!!!!!!!!
দিনকেও রাত আবার রাতও দিন হতে পারে---সমস্যা নেই
এ আবার নতুন কি!!!!!!!!!!!!!!
মিথ্যাচার এখন মামুলী ব্যাপার বিশেষ করে রাজনীতি সংক্রান্ত হলেতো কথায় নেই--------------
১৬| ১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১১
পথ-হারা এক পথিক বলেছেন: এই প্রোপ্যাগান্ডা লেখাটা প্রথম লেখা হয় পাকিস্তানী ফোরামে। [ লিংক] ।গুগল চেকেও দেখা যায় জামাতি ফেসবুক পেজগুলো এই লেখাটা পাবলিশ করে। [ লিংক] আর সোনা ব্লগের অনুপস্থিতিতে লেখাটা জা ঢুকে পড়েছে সামুতে। রেফারেন্সবিহীন পোস্ট হওয়ায় রিপোর্টেড।
১৭| ১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
এই অবস্থা এখানে ভাইরে আপনারা পারেনও
১৮| ১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
মুহসিন বলেছেন: যাইহোকনা কেন সঠিক তদন্তপূর্বক বিচার করা দরকার।
১৯| ১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
দুরন্ত-পথিক বলেছেন: আগেই শুনছি এই কথা।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২
লীনা জািম্বল বলেছেন: কত কিছুই বের হবে----!!!!!!!!!!!!!!!
দিনকেও রাত আবার রাতও দিন হতে পারে---সমস্যা নেই
এ আবার নতুন কি!!!!!!!!!!!!!!
মিথ্যাচার এখন মামুলী ব্যাপার বিশেষ করে রাজনীতি সংক্রান্ত হলেতো কথায় নেই--------------