![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য বড় কঠিন জিনিস!!..... শুনতে একটু তিতা লাগলেও ফলটা খারাপ না! :)
সাংবাদিকঃ-হায়! হায়! এটা আপনি কি বললেন???তাহলে তো আজকেই আপনাকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে কারণ নবীজীর দেখানো পথে নারী নেতৃত্ব হারাম। দুর্নীতির দায়ে অভিযুক্ত আপনার প্রিয় দুই মন্ত্রী আবুল হোসেন এবং সুরজ্জিতের হাত কাটতে হবে কারণ এটা নবীজীর দেখানো পথ। আপনার প্রিয় সেঞ্চুরিয়ান মানিককে জনসম্মুকে পাথর মেরে হত্যা করতে হবে কারণ এটা নবীজীর দেখানো পথ।
শেখ হাসিনাঃ-তোমরা আসলে সবকিছুতেই একটু বেশী করো। সব কিছুতেই খালি ত্যানা প্যাঁচাও। এতদিন ধরে আমাকে দেখতেছো তারপরেও আমাকে চিনতে পারো নাই। নবীজীকে গালিগালাজকারী থাবা বাবা (রাজীব হায়দার) কে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ উপাধি কে দিছিল তা কি তোমরা ভুলে গেছো??
সাংবাদিকঃ-সব বুঝলাম কিন্তু আপনি যে বললেন, দেশ চলবে নবীজীর দেখানো পথে।
শেখ হাসিনাঃ-আরে আগামীকাল বাংলা নববর্ষ। এদেশের ৯০% মানুষ মুসলিম। তাছাড়া ইদানীং মুসলিমরা আমার উপর মারাত্মকভাবে ক্ষ্যাপা। এদেশের প্রধানমন্ত্রী হয়েও দেশের মানুষকে সারা বছর কাঁদালেও অন্তত একটা দিন তো হাঁসানো দরকার, একটু বিনোদন দেয়া দরকার, তাই না???তাই এই ইসলামিক জোকসটা বললাম!!!
সাংবাদিকঃ-এইটা আগে বলবেন না। তাহলে কি শুধু শুধু এতো প্যাচাল পারতাম??আপনি আসলেই একটা জিনিস!!!এই জন্যেই আপনি প্রধানমন্ত্রী আর আমরা সাংবাদিক। আপনার মতো বুদ্ধি থাকলে সেই কবেই দেশের প্রধানমন্ত্রী হইয়া যাইতাম!!!
(from facebook)
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫
ওহ বলেছেন:
২| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬
রোজেল০০৭ বলেছেন: শুভ জন্মদিন।
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩
ওহ বলেছেন: ধন্যবাদ। নব বর্ষের শুভেচ্ছা।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২
ম্যানিলা নিশি বলেছেন:
আচ্ছা বলেন তো কোন মুসলিম মহিলার মাথায় সিঁদুর দেয়া জায়েজ আছে?
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫০
ওহ বলেছেন: এই কথার নামে কি??? বুঝলাম না!
৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৪
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: শুভ জন্মদিন
৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: হাসিটা হাসিনাপার জন্য, শুভেচ্চা আপ্নার জন্য
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮
ওহ বলেছেন: ধন্যবাদ। নব বর্ষের শুভেচ্ছা
৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৬
উৎস১৯৮৯ বলেছেন: শুভ জন্মদিন।
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭
ওহ বলেছেন: ধন্যবাদ
৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৮
তামিম89 বলেছেন: মদীনা সনদের মূল বিষয়বস্তু ছিল:
১) সনদপত্রে স্বাক্ষরকারী সম্প্রদায়সমূহ ইসলামী রাষ্ট্রের অধীনে একটি সাধারণ জাতি গঠন করবে।
২.হযরত মুহাম্মদ (স) ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান থাকবেন।
৩) কোন সম্প্রদায় গোপনে কুরাইশদের সাথে কোন প্রকার সন্ধি করতে পারবে না কিংবা মদীনা বা মদীনাবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে কুরাইশদের কোনরুপ সাহায্য-সহযোগীতা করতে পারবে না।
৪) মুসলিম, খ্রীস্টান, ইহুদী, পৌত্তলিক ও অন্যান্য সম্প্রদায় ধর্মীয় ব্যাপারে পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। কেউ কারো ধর্মীয় কাজে কোন রকম হস্তক্ষেপ করতে পারবে না।
৫) মদিনার উপর যে কোন বহিরাক্রমণ কে রাষ্ট্রের জন্য বিপদ বলে গণ্য করতে হবে। এবং সেই আক্রমণ কে প্রতিরোধ করার জন্য সকল সম্প্রদায়কে এক জোট হয়ে অগ্রসর হতে হবে।
৬) রাষ্ট্রের প্রতি নাগরিকের অধিকার ও নিরাপত্তা রক্ষার ব্যবস্থা থাকবে।
৭) অসহায় ও দূর্বলকে সর্বাবস্থায় সাহায্য ও রক্ষা করতে হবে।
৮) সকল প্রকার রক্তক্ষয়, হত্যা ও বলাৎকার নিষিদ্ধ করতে হবে এবং মদীনাকে পবিত্র নগরী বলে ঘোষণা করা হবে।
৯) কোন লোক ব্যক্তিগত অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবেই বিচার করা হবে। তজ্জন্য অপরাধীর সম্প্রদায় কে দায়ী করা যাবে না।
১০) মুসলমান, ইহুদী ও অন্যান্য সম্প্রদায়ের লোকেরা পরষ্পর বন্ধুসুলভ আচরণ করবে।
১১) রাষ্ট্রের অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তির অধিকার থাকবে রাষ্ট্রপ্রধানের এবং তিনি হবেন সর্বোচ্চ বিচারালয়ের সর্বোচ্চ বিচারক।
১২) মুহাম্মদ (সাঃ) এর অনুমতি ব্যতীত মদীনাবাসীগণ কারও বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না।
১৩) মুসলমানদের কেউ যদি অন্যায় কিংবা বিশ্বাসঘাতকতা করে তবে সবাই মিলে তার বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা গ্রহণ করবে। নিজ সন্তান বা আত্নীয় হলেও এ ব্যাপারে তাকে ক্ষমা করা যাবে না।
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৪
ওহ বলেছেন: শেখ হাছিনা বলেছেন মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে।
২::-মদিনা সনদ আমাদের সংবিধান এবং রাষ্ট্রের ভিত্তির সাথে সাংঘর্ষিক। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে সংবিধানের সুস্পষ্ট লংঘন করেছেন শেখ হাছিনা।
৩::- হেফাজতের ১৩দফা দাবী মদিনা সনদ কে প্রতিনিধিত্ব করে।হাছিনার ভাষায় এর একটিও বিবেচনায় নেয়া হবে না¡ তাহলে তিনি কোন মদিনা সনদ অনুযায়ী দেশ চালাবেন?
৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৬
আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: জোকস অব দ্য ইয়ার।
বাকি সব জোকস অফ।
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৫
ওহ বলেছেন: জাতিকে নববর্ষের উপহার
৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫০
পথ-হারা এক পথিক বলেছেন: শুভ জন্মদিন
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫১
ওহ বলেছেন: ধন্যবাদ। নব বর্ষের শুভেচ্ছা।
১০| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৪
হুমায়ুন তোরাব বলেছেন: arjel miyar status..
lul
১১| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩
বিডি আমিনুর বলেছেন: জন্মদিনে ভালই জুক্স শুনাইলেন
১২| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০
কে বা কারা বলেছেন: Click This Link
১৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২
অগ্নি সারথি বলেছেন: কমেন্ট মুইছা দিলি কেন?
১৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭
অচিন.... বলেছেন: happy birthday
১৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯
নাহিদ সৈকত বলেছেন: শুভ পয়দা দিবস.....
১৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯
শাহীন উল্লাহ বলেছেন: una k mirakkele pathano uchit,
tahole amra r o valo jokes pabo
১৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: পোস্টে
আর আপনাকে শুভ জন্মদিন
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৩
আহমেদ রিজভী বলেছেন: ++++