নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাশফুলের কাব্য

হাজার সাদার মাঝে আমি অসাধারণ.............।

ওহ

সত্য বড় কঠিন জিনিস!!..... শুনতে একটু তিতা লাগলেও ফলটা খারাপ না! :)

ওহ › বিস্তারিত পোস্টঃ

পিটুনি খেয়ে 'দুর্গা দুর্গা' বলে বাংলা ছেড়েছে সম্মিলিত হিন্দু জোট"

০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

কথাটা শুনতে কেমন লাগে...??

খুব খারাপ তাই না??

racist, সাম্প্রদায়ীক... বাঙ্গালী চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা - এরকম যত চেতনা আছে সব কিছুর বিরোধী... তার উপর এই কথা যদি বলে কোন মুসলিম নেতা, তাহলে তো কথা-ই নেই... তিনি হবেন উগ্রবাদী মুসলিম জঙ্গি...

"পিটুনি খেয়ে ‘সুবহানাল্লাহ সুবহানাল্লাহ’ বলে শাপলা ছেড়েছে হেফাজত"

- এই কথা শুনলে অবশ্য খারাপ লাগে না, racist মনে হয় না, চেতনায় আঘাত লাগে না। সে সুরঞ্জিত বাবু-ই বলুক অথবা রাম গোপাল ভার্মা-ই বলুক - এর মধ্যে আমরা সাম্প্রদায়ীকতা খুঁজে পাই না, মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী তো নয়-ই... বরং প্রতিবাদ করলে সে হয় উগ্রবাদী মুসলিম, শিবির, হেফাজত, হিজবুত তাহরিত অথবা মধ্যযুগীয়...

জ্বী ভাই, আমি মধ্যযুগীয়, আমি শিবির, আমি হেফাজত, আমি সুরঞ্জিত বাবু'র এর এই মন্তব্যকে 'মুসলিম সম্প্রদায়' এর প্রতি সাম্প্রদায়ীক অপমান বলে মনে করি। তুমি তোমার ধুতি সামলে মন্তব্য কর, নতুবা 'নাস্তিক-ইসলাম বিদ্বেষী' দের প্রতি দেশে যে ঘৃণার ভিত তৈরি হয়েছে, সেখানে "হিন্দু বিদ্বেষ" যোগ হবার সম্ভাবনা তৈরি হবে - যেটা আমরা কেউ-ই চাইনা...



কালেক্টেড

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

মিত্রাক্ষর বলেছেন: চুরঞ্জিত একটা পাগল, ওর কথায় পাত্তা দিলে নিজের লস।

২| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

িটউব লাইট বলেছেন: Chur-ranjit "Subhan Allah " bollo mane se to musalman hoya gelo. Akhon ore sunnate khothna koraite hobe. :) :-P

৩| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

মেহেদী হাসান '' বলেছেন: 'পাগলা' ট্যাগ লাগায়া দুর্নীতিবাজেরা পার পাইয়া যায় @মিত্রাক্ষর

৪| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:৪০

রাজীব দে সরকার বলেছেন: 'নাস্তিক-ইসলাম বিদ্বেষী' দের প্রতি দেশে যে ঘৃণার ভিত তৈরি হয়েছে, সেখানে "হিন্দু বিদ্বেষ" যোগ হবার সম্ভাবনা তৈরি হবে"

লেখক ভাই, ৩৫০ হিন্দু মন্দির ভাঙ্গার পরও কি মনে হয় না আপনার এদেশে হিন্দু-বিদ্বেষ তৈরী হয়েই আছে? হিন্দু দের ঘর-বাড়ি লুটপাট-অগ্নিসংযোগ দেখেও কি মনে হয় না আপনার এদেশে হিন্দু-বিদ্বেষ তৈরী হয়েই আছে? দোষ করলো (!) শাহবাগীরা, ধর্ষিত হলো হিন্দু মেয়ে, এর পরও কি মনে হয় না আপনার এদেশে হিন্দু-বিদ্বেষ তৈরী হয়েই আছে?
ভাই এতো যে নাস্তিক নাস্তিক কইরা চিল্লান, এগুলো কোন ধর্মের অনুসারী?

ভাই প্রশ্নগুলার উত্তর দিয়েন, আপনার কাছে আর কিছু চাই না

৫| ০৯ ই জুন, ২০১৩ রাত ৯:১৭

এনোমালী বলেছেন: @ ভাই, রাজীব দে সরকার, সমস্যাটা তো ঐ জায়গাতেই, ইন্ডিয়া তে মুসলিম গণহত্যা হওয়ার পরও আপনাদের দেশে কোন মুসলিম নেতা এই লেভেল এর গলাবাজি করতে পারে না আর আমাদের দেশে চুরঞ্জিত এর মতো লোকেরা এই রকম racist টাইপ আচরণ করার পরও আপনারা ডিফেন্ড করার চেষ্টা করেন। আমাদের দেশে কখনো কোন mass killing হলে তখন মাথা উঁচু করে মুসলমানদের বিরোধিতা কইরেন। 1992 Bombay Riots এবং 2002 Gujarat violence আমরা ভুলি নাই। So, just let us be সাম্প্রদায়ীক as long as you can justify your massacres। এতদিন পর্যন্ত মুসলিম সাম্প্রদায়ীক হতে পারি নাই দেখেই আপনাদের মতো সাম্প্রদায়ীকরা আমাদের মাথার ওপর ছড়ি ঘুরাচ্ছে।

৬| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:২০

ছািব্বর বলেছেন: এনোমালী বলেছেন: @ ভাই, রাজীব দে সরকার, সমস্যাটা তো ঐ জায়গাতেই, ইন্ডিয়া তে মুসলিম গণহত্যা হওয়ার পরও আপনাদের দেশে কোন মুসলিম নেতা এই লেভেল এর গলাবাজি করতে পারে না আর আমাদের দেশে চুরঞ্জিত এর মতো লোকেরা এই রকম racist টাইপ আচরণ করার পরও আপনারা ডিফেন্ড করার চেষ্টা করেন। আমাদের দেশে কখনো কোন mass killing হলে তখন মাথা উঁচু করে মুসলমানদের বিরোধিতা কইরেন। 1992 Bombay Riots এবং 2002 Gujarat violence আমরা ভুলি নাই। So, just let us be সাম্প্রদায়ীক as long as you can justify your massacres। এতদিন পর্যন্ত মুসলিম সাম্প্রদায়ীক হতে পারি নাই দেখেই আপনাদের মতো সাম্প্রদায়ীকরা আমাদের মাথার ওপর ছড়ি ঘুরাচ্ছে।

৭| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:২৬

নাজ_সাদাত বলেছেন: হিন্দুরা বরাবরই সাম্প্রদায়িক। চুরঞ্জিত তার বাইরে বেরবে কি করে? কিছু দিন আগে আমরা শুনেছি মুসলিম ছাত্রীকে ধর্ষণ করেছে হিন্দু শিক্ষক এই বাংলাদেশেই। রাজীব দে সরকারের এটা নিশ্চয়ই অজানা নয়। তবে আমি ধর্ষকদের ধর্ম বিচার করার বিপক্ষে। তাতে ধর্ষকরা আস্কারা পায়। কিন্তু মুস্কিল হল সাম্প্রদায়িক রাজীব বাবুরা ধুতির খুট ধরে থাকার কারনে সবেতেই ধর্ম খোঁজেন। নীচ এই সব হনুগুলোর জন্য রইল ছিঃ

৮| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:৫৮

বাঙ্গালী মামুন বলেছেন: মুসলিম-হিন্দু-খৃষ্টান-বৌদ্ধ সবাই এ মাটিরই সন্তান। আমরা সাম্প্রদায়িক নই। সত্যি বাংলাদেশের মুসলমানরা অসাম্প্রদায়িক। আর তারা অসাম্প্রদায়িক বলেই অন্য ধর্মের লোক পৃথিবীর যে কোন সভ্য সমাজের চেয়েও ভালো অবস্থায় আছেন। না হলে বাংলাদেশে নাস্তিক্যবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ কোনদিন মাথাচাড়া দিতে পারতনা। সমস্যাটা আসলে অন্য ধর্মাবলম্বিদের মানসিকতায়। বিশেষ করে হিন্দু ভাইদের। আমরা চাইনা শুধু অন্য ধর্মাবলম্বন করার জন্য কারও বাড়ি জ্বালিয়ে দেয়া হোক। কারও মা-বোনদের অপমান করা হোক। কারও জমি জবর-দখল করা হোক। এটা পৃথিবীর সবচেয়ে জঘন্য অপরাধ। কিন্তু আপনি চিন্তা করুন পরিমল বাবুর কথা। শুধু এমন একটি ঘটনাই যদি ভারতে ঘটত তাহলে হাজার-হাজার মুসলিমের নিহত হওয়ার কারন হতে যথেষ্ট হতোনা? আমি জানিনা আপনারা কিভাবে ভাবছেন। সুরঞ্জিত বাবু বড় নেতা। কিন্তু বড় মনের মানুষ হতে পেরেছেন কি? আমার মন্তব্যে অনেক হিন্দু ভাই আহত হতে পারেন। কিন্তু ঘটনা কি সত্যি নয়?

৯| ১০ ই জুন, ২০১৩ রাত ২:৪৬

রাজীব দে সরকার বলেছেন: @এনোমালী, ছািব্বর, নাজ_সাদাত,
বুঝলাম না ভাই, আমার কোন কথাটায় আপনাদের মনে হলো আমরা হিন্দুরা সাম্প্রদায়িক
আমি তো শুধু কিছু প্রশ্নের উত্তর চেয়েছি
বাংলাদেশের বাইরে কি হলো না হলো সেটা নিয়ে আপনাদের এতো মাথা ব্যাথা, অথচ নিজের দেশে যা হচ্ছে তাতে আপনাদের কিছুই যায় আসে নাই
আপনাদের মতো পাবলিক নিয়েই সমস্যা ভাই
ঈমানে জোর আনেন, এদেশে কোন হিন্দু এখনো মুসলমানের ঘরে আগুন দেয় নাই
কিন্তু উল্টাটা ঠিকই হইছে
কয়জন প্রতিবাদ করছিলেন??

১০| ১০ ই জুন, ২০১৩ দুপুর ২:২৯

এনোমালী বলেছেন: @ ভাই, রাজীব দে সরকার, আপনি self-contradictory কথা বলছেন।

প্রথমত, ভারতের বাইরে কি হলো না হলো সেটা নিয়ে আপনাদের এতো মাথা ব্যাথা, অথচ নিজের দেশে যা হচ্ছে তাতে আপনাদের কিছুই যায় আসে না। গত কয়েক বছর ধরে আপনাদের দেশে যা হচ্ছে আমরা মনে করি it's high time যে আমাদের দেশের ব্যাপারে আপনাদের এখন মাথা না ঘামানোই উত্তম। আপনাদের দেশের ধর্ষণ এর ব্যাপারে লিখতে গেলে সামুর মতো নতুন ব্লগ খুলতে হবে।

দ্বিতীয়ত, চুরঞ্জিত এর মন্তব্য শুনে আপনাদের মনে হয় নাই এই রকম মন্তব্য সাম্প্রদায়িকতা উস্কে দিতে পারে, কিন্তু যখনি আমরা রিভার্স খেল্লাম তখনি "হিন্দু-বিদ্বেষ,হিন্দু-বিদ্বেষ" বলে রব তুল্লেন ।

তৃতীয়ত, হ্যাঁ, আমাদের দেশে হিন্দু-বিদ্বেষ তৈরী হয়েছে । আর ৮৫% মুসলমানদের দেশে হিন্দু-বিদ্বেষ তৈরীর জন্য কারা দায়ী তা চিন্তা করে বের করুন।

চতুর্থত, ঐপারের মানুষ যখন আমাদের ব্যাক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করে তখন আমরা একটু aggressive হয়ে যাই, so, don't mind।

আর একটা ব্যাপার, ভাই, রাজীব দে সরকার, সামু তে আপনি অন্য ধর্মাবলম্বী হয়েও attacking way তে কথা বলেন কম, তাই আপনার প্রতি আমার respect আছে। এই মুহূর্তে আপনার দেশের সামাজিক অবস্থা আমাদের থেকেও খারাপ, আপনাদের এখন ঐ দিকে মনোযোগ দেয়া উচিৎ। so, চুরঞ্জিত এর মন্তব্য এর ইস্যু তে এই পোস্ট এ আর তর্ক করবেন না প্লিজ।

১১| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫২

রাজীব দে সরকার বলেছেন: এনোমালী ভাই
আপনি আমাকে কোন দেশের নাগরিক মনে করেন ?
আর কোন প্রশ্ন নাই আপনার কাছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.