![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য বড় কঠিন জিনিস!!..... শুনতে একটু তিতা লাগলেও ফলটা খারাপ না! :)
বৃটেনের অধিবাসীরা ইংরেজীতে কথা বলে,আমেরিকার নাগরিকেরাও ইংরেজীতে কথা বলে,অস্ট্রেলিয়ার নাগরিকেরাও ইংরেজীতে কথা বলে…
কিন্তু অস্ট্রেলিয়া বা আমেরিকার নাগরিকেরা কি নিজেদের ''ইংরেজ''/''ইংলিশম্যান''/''এংলো'' বলে? বারাক ওবামা কি নিজেকে ''ইংরেজ'' বলে? শেন ওয়াটসন কি নিজেকে ''ইংরেজ'' বলে?
পর্তুগালের জাতীয় ভাষা পর্তুগীজ,ব্রাজিলের জাতীয় ভাষাও পর্তুগীজ…কিন্তু নেইমার,কাকারা কি নিজেদেরকে ''পর্তুগীজ'' বলে?
আর্জেন্টিনার লোকেরা স্প্যানিশ ভাষায় কথা বলে,স্পেনের লোকেরাও স্প্যানিশ ভাষায় কথা বলে…কিন্তু ম্যারাডোনা,মেসিরা কি নিজেদেরকে ''স্প্যানিশ'' বলে???
সৌদিরা আরবী বলে,আবার মিশরীয়রাও আরবী বলে…কিন্তু মিশরীয়রা কি নিজেদেরকে ''আরব'' বলে?
তাহলে ভাষার ভিত্তিতে কেন আমরা নিজেদেরকে 'বাঙালী' বলে পরিচয় দেব?
এই ''তুমি কে,আমি কে বাঙালী বাঙালী'' তত্ব একটি দূরদর্শী ষড়যন্ত্রেরই অংশ। খেয়াল করলে দেখতে পাবেন যে বিভিন্ন সুশীল দাবীকারী কীটপতঙ্গ ইসলামী আচার-পোষাক নিয়ে কটুক্তি করে যাচ্ছে এবং হিন্দুয়ানি আচার-পোষাককে ''বাঙালী সংস্কৃতি'' বলে প্রচার করছে। এমন করার কারণ হলো যেন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের সংস্কৃতি একসময় এক হয়ে যায়। তা হতে ১৫-২০ বছর হয়তো লাগবে। তারপর বাংলাদেশীদের মধ্যে একটি কৃত্রিম আন্দোলনের শুরু করানো হতে পারে ''দুই বাংলা ভাই ভাই,সীমান্ত উচ্ছেদ চাই'' বলে…কেননা মানুষ তখন নিজেদের আর ভারতীয় বাংলাভাষীদেরকে এক বলে ভাবতে শুরু করবে…
আপনাদের নিশ্চয় চোখে পড়েছে দুই বাংলা এক মায়ের সন্তান- এই থিমের উপর ভিত্তি করে ভারতীয় বাংলাভাষী শিল্পীরা বেশ কিছু গান বানিয়েছে শাহবাগ আন্দোলনের পর…বাংলাদেশ একদিন ভারতে মিশে যাবে,দুই বাংলা একাকার হবে,আর এর মধ্যেই আমাদের দেশীয় এসব ভারতীয় দালালদের সার্থকতা…
সংগ্রহিত
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮
ডুয়েট বলেছেন: জটিল হইছে।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯
ডুয়েট বলেছেন: আমি বাংলাদেশী।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১২
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: দেশের সকল জাতিস্বত্তা মিলে দেশ গড়তে জাতিত্ববোধের চাইতে দেশত্ববোধ'ই বেশী প্রয়োজন। আন্তর্জাতিক ক্ষেত্রে আমার পরিচয় "আমি বাংলাদেশী"।
প্রশ্ন ভেদে পরিচয় ভিন্ন হতে পারে। কেউ যদি বলে, আমি চাকমা/মুরং আপনি ? সে ক্ষেত্রে আমি বাঙ্গালী আবার কেউ যদি বলে, আমি হিন্দু/খ্রিষ্টান আপনি ? সে ক্ষেত্রে আমি মুসলিম।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৫
পরের তরে বলেছেন: একদম খাটি কথা। সুশীলদের দেখলেই লাত্থি দিতে ইচ্ছা করে। ভাবখানা এমন করে যেন তারাই সব কিছু বুঝে, আমরা কিছুই বুঝি না।
৬| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ২:২৬
খেলাঘর বলেছেন:
শিবির?
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৭
মুহিব বলেছেন: একমত।