নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাশফুলের কাব্য

হাজার সাদার মাঝে আমি অসাধারণ.............।

ওহ

সত্য বড় কঠিন জিনিস!!..... শুনতে একটু তিতা লাগলেও ফলটা খারাপ না! :)

ওহ › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা হবে বিধায় আমি কাউকে খারাপ বলি না

৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৯

যদিও মুজিব সাহেব ভুট্টোর সাথে গলাগলি করছিলেন তবু আমি তাকে গালি দেই না, যদিও তিনি ৪ বছরে ৩০ হাজার মুক্তিযুদ্ধা হত্যা করছিলেন, আমি তাকে গালি দেই না, যদিও তিনি একজন সেক্টর কমান্ডারকে বন্দী করছিলেন, আমি তাকে গালি দেই না।

যে দলের নেতা ধর্ষণের সেন্চুরী করছিলো সেই দলকে আমি খারাপ দল বলি না, যার নির্দেশে গত বছর ২ দিনে ১৮৯ জন মানুষ হত্যা করা হইছিলো তাকে আমি খারাপ বলি না, প্রধানমন্ত্রীর বেয়াই যদিও রাজাকার তবু আমি তাকেও খারাপ বলি না, ৯১ এ যারা গোলাম আজমের পা ছুঁয়ে সালাম করছিলো, তাদের আমি খারাপ বলি না।

ফেসবুকে আওমিলিগের কুকীর্তির স্ট্যাটাস দেওয়ার অপরাধে যারা চাকরি খেয়ে ফেলে তাদের আমি খারাপ বলি না, যে দলের নেতা গতকাল স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করছে সেই দলকে আমি খারাপ দল বলি না, যে যুদ্ধের সময় পাকিস্তানীদের মুরগি সাপ্লাই করছিলো, এখন মুক্তিযুদ্ধা গবেষক হয়ে গেছে, তাকে আমি খারাপ বলি না, ইন্ডিয়া প্রতিদিন আমার দেশের মানুষ মারলেও যে চুপ থাকে তাকেও আমি খারাপ বলি না।

বিরোধী পক্ষের টিভি চ্যানেল যে বন্ধ করে দেয় তাকে আমি খারাপ বলি না, দেশের পুরো শিক্ষাব্যাবর্থাকে যে ধ্বংস করে দিছে তাকেও আমি খারাপ বলি না।

যারা লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করে তাদের আমরা খারাপ বলি না, যারা মানুষ মেরে নদীতে লাশ ভাসিয়ে দেয় তাদের আমরা খারাপ বলি না, যারা মা দুর্গার কসম দিয়ে তাহাজ্জুদের গল্প শোণায় তাদের আমরা খারাপ বলি না, যারা রাসুল(স) কে ব্যাঙ্গকারী কুলাঙ্গার থাবা বাবাকে শহিদ আখ্যায়িত করে তাদের খারাপ বলি না, যারা আমার দেশে "দিল্লী সনদ" বাস্তবায়ন করছে তাদেরও আমি খারাপ বলি না!

আমি ১০ লাখ লোকের জানাজাকে ১ লাখ বলি। বলি ওরা "জনবিচ্ছিন্ন", জনগণ ওদের প্রত্যাখ্যান করেছে। আর শাহবাগে ১৮ জনের সমাবেশকে বলি বিশা- আ- আ- আ- আ- আল সমাবেশ। "জনগণ আমাদের সাথে আছে"

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: "জনগণ আমাদের সাথে আছে"

বিনা নির্বাচনে ১৫৪ সিট নিয়েও "জনগণ আমাদের সাথে আছে"

স্বৈরাচারের জুলুমে নিরব আমজনতা- তাই বলতেই পারে- "জনগণ আমাদের সাথে আছে"

গ্রেফতার, গুম আর গুপ্তহত্যার ভয়ে তটস্থ -নেতা কর্মী আমজনতা
সেটারওতো ফলাফল "জনগণ আমাদের সাথে আছে"

কে যে কার সাথে?!?!

আমিও কিন্তু কিছু বলিনি- কারণ ঐ শিরোনাম!

২| ৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৫

চলতি নিয়ম বলেছেন: ধারী শুয়োরের জেলে মৃত্য, আরেক ধারীর ফাসীর আদেশ,
মাথা একটু খারাপ হবে বৈকি :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.