![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
কথায় আছে “শিক্ষা জাতির মেরুদণ্ড।” আর শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়ে থাকে তবে আমরা যারা শিক্ষার্থী তারা জাতির কর্ণদ্বার। আমাদের মাঝে অনেক শিক্ষার্থী আছে যারা কিনা এক সময় এই সোনার বাংলাকে বিশ্বের বুকে আরো সুন্দর করে ফুটিয়ে তুলে ধরবে। প্রত্যেক শিক্ষার্থীর উচিৎ আমাদের ঐতিহ্য ধরে রেখে, সংস্কৃতি অক্ষুণ্ণ রেখে জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।
কিন্তু আমরাই যদি আমাদের ঐতিহ্য , সংস্কৃতি ভুলে ওয়েস্টার্ন কালচারকে আমাদের চরিত্রের মাধ্যমে সমাজে তুলে ধরি, তবে আমাদের সংস্কৃতিকে ধ্বংসের গুন পোকা একদিন শেষ করে দিবে।
রাজউক উত্তরা মডেল কলেজ রাজধানী সহ বাংলাদেশের একটি নামকরা ঐতিহ্যবাহী স্কুল এবং কলেজ।
আজ সকালে উত্তরার ৬ নম্বর সেক্টরের বি.এন.সি.সি তে উক্ত স্কুলের ইংলিশ মিডিয়ামের এক ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ওয়েস্টার্ণ স্টাইলে তার ভালোবাসার মানুষকে প্রেম নিবেদন করে।
যার ভিডিও চিত্র ফেইচবুকের বিভিন্ন পেইজ এ আপলোড করা হয়।
ভিডিও লিংক: Click This Link
২| ৩১ শে মে, ২০১৬ রাত ৯:০৫
অপ্সরা বলেছেন: এত বুড়া মেয়ে ষষ্ঠ শ্রেনী!!!!!!!!!!
৩১ শে মে, ২০১৬ রাত ৯:১২
অজানা তীর্থ বলেছেন: কথায় আছেনা লেখা পড়ার কোন বয়স নাই...।
৩| ৩১ শে মে, ২০১৬ রাত ৯:১০
বাংলা গান শুনুন বলেছেন: আমরা শুধু নিরব দর্শক।
♥ আমি ব্লগে নতুন এসেছি, আমার ব্লগ বাড়িতে ঘুরে আসার জন্য অনুরোধ রইল♥
৩১ শে মে, ২০১৬ রাত ৯:১৫
অজানা তীর্থ বলেছেন: অবশ্যই আপনার ব্লগ বাড়িতে ঘুরতে আসব। ধন্যবাদ, বাংলা গান শুনুন।
৪| ৩১ শে মে, ২০১৬ রাত ৯:১০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাত্র কয়দিন আগে ঘটলো একটা ঘটনা। কী বেয়াদব প্রজন্ম তৈরি হচ্ছে বাংলাদেশে?
৩১ শে মে, ২০১৬ রাত ৯:১৮
অজানা তীর্থ বলেছেন: ভাই বেআদব প্রজন্ম! হা।।হা।। কি আর করা, আমরা আধুনিক হতে গিয়ে বেশি আধুনিক হয়ে যাই।
৫| ৩১ শে মে, ২০১৬ রাত ৯:৩১
লিংকন১১৫ বলেছেন: মাথা ঘুরান্তি দিছে
এমনি সইলে ১০১ ডিগ্রি জর , এইডা দেইখা তো মোর জর বাইরা গেলো নাকি কমলো বুঝবার পারতাছিনা
৬| ০১ লা জুন, ২০১৬ রাত ৯:১৯
প্রবাসী একজন বলেছেন: ভাই..দেশের সব জায়গায় অস্থিরতা...বাচ্ছা বাচ্ছা পোলাপান অস্থির প্রেম করবো...চুমো খাব...প্রেগনেন্ট হবো..এতে আশ্চর্যর কিছু নাই....ভাবতে অবাক লাগে দেশ এগিয়ে যাচ্ছে।..
সারাবিশ্ব- প্রযুক্তির যা কিছু ভাল আমি / আমরা নিবো।
বাংলাদেশ- প্রযুক্তির যা কিছু খারাপ আমি / আমরা নিবো।
আগামী দিন রাস্তায় এই কোমলমতি শিক্ষার্থীরা যৌন সঙ্গম ই প্রকাশ্যে না হোক ফেসবুকে লাইভ দেখাবে সেই আশায় রইলাম
৭| ১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২০
এম আর তালুকদার বলেছেন: আমারে কেউ মাইরা ফালা। যা দেখলাম পরের চিত৾টা আর দেখতে চাইনা।
১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৮
অজানা তীর্থ বলেছেন: হা...হা...হা...জনাব এম আর তালুকদার সাহেব কি আর বলবো, রাজউক কলেজে এইরকম অনেক ঘটনা ঘটেছে যা আমি ব্যক্তিগত ভাবে জানলেও তা পোষ্ট করা যাবেনা বলে করিনি, আমি বলছিনা সেখানাকার ছাত্র ছাত্রীরা রেওয়াজ জানেনা, অবশ্যই জানে তবুও স্থান-কাল-পাত্র বেধে অনেক কিছুই ভেবে করতে হয় এইটা ভুলে গেলে চলবেনা শিক্ষার্থীদের। ধন্যবাদ ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৬ রাত ৯:০৩
প্রামানিক বলেছেন: কওয়ার কিছু নাই।