নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি নজরুল জুয়েল, খেতে অনেক পছন্দ করি, মাঝে মাঝে টুকটাক লিখতে ভালোবাসি, বর্ষাকাল আমার অনেক পছন্দ, এবং কফির দারুণ ভক্ত...\"

অজানা তীর্থ

আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।

অজানা তীর্থ › বিস্তারিত পোস্টঃ

কদমতলা বৃষ্টি ভেজা

১২ ই মে, ২০১৮ রাত ৩:২১


সব দোষে দুষ্ট হলেম,কয় আমার মনে।
ভালোবাসা তুমি রাতের আধারে অভিসারে,
সিঁড়ীর দেয়ালে ঠেক দিয়ে রমণীর গোলাপ
রাঙ্গা অধরের আলতো ছোঁয়া।

ভালোবাসা তুমি ধর্মের পথে অধর্মের পথিক,
কৃতপাপ তব তনুর উদরের নিচে জলপ্রপাত।
ভালোবাসা তুমি অধর্মের পথে ধর্মের পথিক,
ঠিক সময় তখন ১০ মাস ১০ দিন।

“দিলসাদের” দিলচুরি, আমি বলি
আধুনিকতা তুমি ছিলে তার চুম্বনের শিহরণ।
“সাধনার” বিশ্বাস আমিও সত্যবাদী, আর তাতেই সাধন সমাধি।
“আমি কারো জীবনে প্রথম ও শেষ হতে চাই, দ্বিতীয় না।”
“চৈত্রের ক্ষরা পোঁড়া রোদে আমার ভেজা কায়া,
সিদ্ধি খেয়ে বুদ্ধি বাড়ে, কদমতলা বৃষ্টি ভেজা।“

বিদ্রঃ কবিতার ঘটনা গুলোর সাথে কারো ব্যাক্তিগত জীবনে কোন মিল পেলে লেখক দায়ী নই। এখানে আমার একবন্ধুর জীবনের কিছু কথা তার অনুমতিতে লেখা হয়েছে এবং ব্যহৃত নামগুলো ছদ্মনাম।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৮ রাত ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:


আপনি বলছেন, আপনি দায়ী নন? পুরো ঘটনা মিলে গেছে, অক্ষরে, অক্ষরে; আপনি অবশ্যই দায়ী!

১২ ই মে, ২০১৮ দুপুর ১২:০৬

অজানা তীর্থ বলেছেন: আমিতো কবে দণ্ড পেয়ে গেছি…ধন্যবাদ চাঁদগাজী ভাই।

২| ১২ ই মে, ২০১৮ সকাল ৮:৪০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ।

১২ ই মে, ২০১৮ দুপুর ১২:০৮

অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ সোহাগ তানভীর সাকিব ভাই

৩| ১২ ই মে, ২০১৮ সকাল ৯:২১

সেলিম আনোয়ার বলেছেন: চাঁদগাজী মন্দ বলেননি। :)

১২ ই মে, ২০১৮ দুপুর ১২:১১

অজানা তীর্থ বলেছেন: চাঁদগাজী ভাই মন্দ না বললেও সত্যিটা বলে দিয়েছেন। মানতে হবে।

৪| ১২ ই মে, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: ভালো লাগলো।

৫| ১২ ই মে, ২০১৮ সকাল ১১:১৪

খালেদা শাম্মী বলেছেন: খুব ভাল লাগলো পড়ে।

১২ ই মে, ২০১৮ দুপুর ১২:১৯

অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ খালেদা শাম্মী।

৬| ১২ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কবিতা !!

১২ ই মে, ২০১৮ দুপুর ১:০২

অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৭| ১২ ই মে, ২০১৮ রাত ৮:০৬

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২০

অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ পবন সরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.