|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অজানা তীর্থ
অজানা তীর্থ
	আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
 
 
তুমি মানে-
মনে পড়ে প্রাক্তন, আজো কিছু বন্ধুত্ব। 
তুমি মানে-
নতুনে মজে যাওয়া, রোজ কফির আড্ডা। 
তুমি মানে-
“তুমি বলার কে?” সাথে কিছু গালমন্দ। 
তুমি মানে-
বন্ধুর গায়ের ঘাম, বদনে বিরক্তির জলছাপ। 
তুমি মানে-
“ফেইচবুক ব্যাক্তিগত, জ্ঞান দিবিনা।"
তুমি মানে-
"এতবার কল দেস কেন?  তুই মরে যা।” 
তুমি মানে-
"বন্ধুরা কী বলবে? আমার বাপের টাকা।"
তুমি মানে-
"তো আমি কি করবো! ভাবতে দাও।"
তুমি মানে-
"তুই এখনি আয়” নেই দুই পয়সার দাম।
তুমি মানে-
বিষাধ সিন্ধু, হৃদয়ে রক্তক্ষরণ।
 ১৮ টি
    	১৮ টি    	 +২/-০
    	+২/-০  ২৮ শে এপ্রিল, ২০১৯  দুপুর ১২:৪৯
২৮ শে এপ্রিল, ২০১৯  দুপুর ১২:৪৯
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ দাদা ভালো কিছুর প্রত্যয় থাকুক আপনার জীবনেও। আমার কবিতাটা লিখতে সমস্যা হয়নি, তবে একটু সময় সাপেক্ষে কাজ করতে হয়েছে। আর চিত্রনির্ভর হওয়াতে কবিতার ভাবার্থ আরো সুন্দর করে ফুটে ওঠে। আর দাদা আমরা সবাই একদিন মারা যাবো, এই নির্ধারিত ভবিষ্যৎ যারা জেনেও ভূল করে তাদের তা সংশোধন করা উচিৎ।
২|  ২৮ শে এপ্রিল, ২০১৯  সকাল ৯:৫৩
২৮ শে এপ্রিল, ২০১৯  সকাল ৯:৫৩
কালো যাদুকর বলেছেন: খুব সুন্দর প্রকাশ। ৪০ কদম মানে কি?
  ২৮ শে এপ্রিল, ২০১৯  দুপুর ১২:৫৭
২৮ শে এপ্রিল, ২০১৯  দুপুর ১২:৫৭
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ দাদা আপনার কালো যাদু আমার একটু শিখার দরকার, যদি কিছু সময় ফিরিয়ে নিয়ে আস্তে পারতাম। এখানে মূলত ৪০ কদম বলতে বুঝানো হয়েছে,একজন মুসলমান যখন মারা যায়, তখন কবরে মাটি দেয়া শেষে সবাই যখন কবর থেকে ৪০ কদম পায়ে হেঁটে চলে যাবে, তখন সকল জিজ্ঞাসা শুরু হয়। এই কবিতায় মূলত আমি মেয়েটির মনের পরিবর্তন বুঝাচ্ছি। যেখানে ছেলেটি মারা গেলে ৪০ কদম পার হওয়ার আগে কিছুই জিগাসা করা হয়না, কিন্তু মেয়েটি ছেলেটির মিত্যুর সাথে সাথে সব ভূলে যায়। তার অপেক্ষার দরকার হয়না।
৩|  ২৮ শে এপ্রিল, ২০১৯  সকাল ৯:৫৬
২৮ শে এপ্রিল, ২০১৯  সকাল ৯:৫৬
আর্কিওপটেরিক্স বলেছেন: চিত্রকবিতা  
  ২৮ শে এপ্রিল, ২০১৯  দুপুর ১২:৫৯
২৮ শে এপ্রিল, ২০১৯  দুপুর ১২:৫৯
অজানা তীর্থ বলেছেন: বলতে পারেন চিত্র নির্ভর, ধন্যবাদ দাদা আপনার সুন্দর মন্তব্যের জন্যে"চিত্র কবিতা"।
৪|  ২৮ শে এপ্রিল, ২০১৯  সকাল ১১:০৭
২৮ শে এপ্রিল, ২০১৯  সকাল ১১:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তুমিময় সুন্দর কবিতা। 
(কিছু বানান ভুল আছে)
  ২৮ শে এপ্রিল, ২০১৯  দুপুর ১:০২
২৮ শে এপ্রিল, ২০১৯  দুপুর ১:০২
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সত্যি বলতে বাংলা না লিখলে যা হয় আরকি, তবুও চেষ্টা থাওবে আরো ভালো করে পরীক্ষা করা। আর একটু যদি বলতেন কি ভূল আছে আমি খুব উপকৃত হতাম।
৫|  ২৮ শে এপ্রিল, ২০১৯  দুপুর ১:০২
২৮ শে এপ্রিল, ২০১৯  দুপুর ১:০২
কালো যাদুকর বলেছেন: বিষাদময় সমাপ্ত।
  ২৮ শে এপ্রিল, ২০১৯  দুপুর ১:০৫
২৮ শে এপ্রিল, ২০১৯  দুপুর ১:০৫
অজানা তীর্থ বলেছেন: দাদা জীবনটাই এমন, আমি দেখছি দাদা, উপলব্ধি করেছি, রোজকার বন্ধু হয়ে গেছে কষ্টগুলো।
৬|  ২৮ শে এপ্রিল, ২০১৯  বিকাল ৫:০১
২৮ শে এপ্রিল, ২০১৯  বিকাল ৫:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
এখন আধুনিক জীবন মানেই এমন...................।
  ২৮ শে এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৭:০৮
২৮ শে এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৭:০৮
অজানা তীর্থ বলেছেন: জীবনকে সুন্দর করতে আধুনিকতা। আধুনিকতার ভালো দিকটা প্রতিটা মানুষের খেয়ালে থাকতে হবে তবেই তো জীবন সুন্দর। ধন্যবাদ দাদা মন্তব্যের জন্যে।
৭|  ২৮ শে এপ্রিল, ২০১৯  রাত ৮:৩৩
২৮ শে এপ্রিল, ২০১৯  রাত ৮:৩৩
মুক্তা নীল বলেছেন: অসাধারণ 
 তুমি কখনো প্রাক্তন হয় না।
 সর্বদাই রয়ে যায় ভোরের সূর্যোদয়ের মতো মনের এক কোণে … 
 গহীনে....
  ২৯ শে এপ্রিল, ২০১৯  রাত ১২:১৮
২৯ শে এপ্রিল, ২০১৯  রাত ১২:১৮
অজানা তীর্থ বলেছেন: মুক্তা নীল ধন্যবাদ।  আপনার কথাটুকু আগে আঁচ করতে পারলে লিখতাম।
 তবুও তুমি মানে-সর্বদাই রয়ে যাও ভোরের সূর্যোদয়ের মতো মনের এক কোণে …  গহীনে.... 
৮|  ২৮ শে এপ্রিল, ২০১৯  রাত ৮:৪২
২৮ শে এপ্রিল, ২০১৯  রাত ৮:৪২
ডার্ক ম্যান বলেছেন: প্রাক্তনেরা বেশিরভাগ সময় তিক্ততা উপহার দিয়ে চলে যায়
  ২৯ শে এপ্রিল, ২০১৯  রাত ১২:২১
২৯ শে এপ্রিল, ২০১৯  রাত ১২:২১
অজানা তীর্থ বলেছেন: দাদা অভিজ্ঞতা হয়েছে কখনো? আপনিও লিখে ফেলুন।
৯|  ২৮ শে এপ্রিল, ২০১৯  রাত ১০:২৬
২৮ শে এপ্রিল, ২০১৯  রাত ১০:২৬
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর আবেগ আর সেই আবেগ থেকে সুন্দর কথামালা।
  ২৯ শে এপ্রিল, ২০১৯  রাত ১২:২৩
২৯ শে এপ্রিল, ২০১৯  রাত ১২:২৩
অজানা তীর্থ বলেছেন: মাহমুদুর রহমান ধন্যবাদ পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্যে।
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০১৯  সকাল ৯:৩৬
২৮ শে এপ্রিল, ২০১৯  সকাল ৯:৩৬
হারাধ০১ বলেছেন: যেখান থেকে ভালো কিছুর উৎপত্তি , আমরা সবাই তার উৎসের সন্ধানে।
ভালো ভাব।
এভাবে পোস্ট করলে এডিটে সমস্যা হয় না?
ফেইচবুক ঠিক আছে , তবে মিত্যু বড় চোখে লাগছে।