![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
"কেমন আছ,ভালো লাগছে না আমার"
কি হয়েছে বলে ফেল, বলতে নাহি মানা।
"শুননা বাবু তোমাকে ছাড়া সবই বৃথা,
বাবু আমার লাগবেনা কিছু এই যে তুমি;
তুমি থাকলেই সবই আছে, তবে শর্ত আছে কিছু।"
তারপরেতে শর্ত শুরু, মরার বাকি আছে গুরু!
অনেক ভালো ভার্সিটি তোমার, পড়ার বাইরে
শিখায় অনেক শুনেছি আমি লোকে।
তা কি করছো, চলো ঘুরে আসি নদীর পাড়ে;
এই গরমে হাঁপ ছেড়ে বাঁচার উপায় কয়?
"দুইদিন বাদে এক্সাম আমার, বোকার মত
কথা বলোনা, শুনতে লাগে মন্দ।"
কোথায় আছো? কি করছো? আছি আমি লেক পাড়ে।
ভালো করে পড়ালেখা কইরো, কালকে এক্সাম।
"কি জ্বালা , লেবু পানিতে সব ভিজেছে,
বন্ধুদের সাথে নিউ বেইলী রোডে।"
২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৬
অজানা তীর্থ বলেছেন: পদাতিক দাদা আপনার জন্যেও অফুরান শুভেচ্ছা রইলো। আপনাদের ভালো লাগা,যে কোনো অনুভূতি শুনার জন্যে আমিও প্রস্তুত। ধন্যবাদ দাদা।
২| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:০৩
কালো যাদুকর বলেছেন: বেইলি রোড অনেকদিন যাইনি। ভাল হয়েছে।
২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:২৮
অজানা তীর্থ বলেছেন: দাদা কালো যাদুর খপ্পরে পড়লে কিন্তু আমি নেই! ঘুরে আসুন আমি কখনো যায়নি নাম শুনেছি শুধু।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪১
মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার !!
২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৩১
অজানা তীর্থ বলেছেন: মাহমুদুর রহমান ধন্যবাদ পড়ার জন্যে, আর সাথে থাকার জন্যে।
৪| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১:১১
রাফা বলেছেন: ইহাকে কি বলে !! সব কিছু ডান ,বাম আর উর্ধ গগণে চলিয়া গে☺️ল !
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: বেইলি রোডের দ্বৈত কবিতা বেশ লাগলো। পোস্টে প্রথম লাইক।++
অফুরান শুভেচ্ছা জানবেন।