|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অজানা তীর্থ
অজানা তীর্থ
	আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
 অনেকগুলো সময় চলে গেছে তোমার সাথে,
                                                                                                                                                                         অনেকগুলো সময় চলে গেছে তোমার সাথে,
সসীম সময়ের পথ, অসীম সময়ের পথ চলা। 
এই কোনো রাসায়নিক বন্ধন নয় ভেঙ্গে যাবে, 
না আয়নিক, না সমোযোজী, বন্ধন ভালোবাসা। 
নিউক্লিয়ার বিক্রিয়ার মতই ক্ষ্যাপা “ভালোবাসা”, 
উঁকি মেরে দেখে যাও আমার হৃদয় গভীরে,
দেখবে সূর্য্যের মতই জ্বলছে, দাবানলনের মতই পুড়ছে।
সব ভুলে আবেগের মাঝে বসবাস আমার, 
যেখানে সব কল্পনার পরিবেশ তোমাকে ঘিরে।
বৃদ্ধিরত আমার ভালোবাসা শিরা-উপশিরাতে,
এই একটি মাত্র অনুভূতি ঘিরে রেখেছে তোমাকে; 
মাকড়সার জালের মত, লেগে আছে ছায়ার মতই।
যতই বলতে নিষেধ, ততই ভালোবাসা বজ্রের মত,
যেখানেই যাবে থাকবে হুংকার, রইবে প্রজ্বলিত। 
যতই বলতে নিষেধ, ততই এটি আতশবাজির মত, 
যেখানেই যাবে থাকবে হুংকার, ছড়াবে রঙের বাহার। 
[“সমোযোজী বন্ধন একপ্রকার রাসায়নিক বন্ধন যা স্বল্প তাপমাত্রায় ভেঙ্গে যায়, একই ভাবে আয়নি বন্ধন ও একপ্রকার রাসায়নিক বন্ধন যা অনেক উচ্চ তাপমাত্রায় ভেঙ্গে যাই, কিন্তু ভালোবাসা এমন একটি বন্ধন যা কোনো অবস্থাতে ভঙ্গুর নয়।” 
“নিউক্লিয়ার বিক্রিয়া একধরণের রাসায়নি বিক্রিয়া যা সময়ের বৃদ্ধিতে অনেক বেশী শক্তিশালী হয়ে উঠে এবং অনবরত চলতে থাকে। এই বিক্রিয়ার মাধ্যমে পারমাণবিক চুল্লী চালানো হয় এবং এটম বোমা বানানো হয়, ভালোবাসার তাৎপর্য বুঝাতে রুপক অর্থে ব্যবহৃত] 
ছবি গুগল
 ১৬ টি
    	১৬ টি    	 +৪/-০
    	+৪/-০  ১৯ শে জুন, ২০১৯  সকাল ৮:৫৭
১৯ শে জুন, ২০১৯  সকাল ৮:৫৭
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা মন্তব্য ও প্রিয়তে রাখার জন্যে। আপনার প্রতি রইলো নিরন্তর ভালোবাসা।
২|  ১৯ শে জুন, ২০১৯  দুপুর ১:০৬
১৯ শে জুন, ২০১৯  দুপুর ১:০৬
মেঘ প্রিয় বালক বলেছেন: প্রেম ভালবাসা রসায়ন গণিত এসব বিষয়ে একেবারেই আনাড়ী আমি। তবে কবিতায় মুগ্ধ হয়েছি।
  ২০ শে জুন, ২০১৯  রাত ১২:২২
২০ শে জুন, ২০১৯  রাত ১২:২২
অজানা তীর্থ বলেছেন: হা হা হা...পারবেন একদিন, ধন্যবাদ মন্তব্যের জন্যে।
৩|  ১৯ শে জুন, ২০১৯  সন্ধ্যা  ৬:৪২
১৯ শে জুন, ২০১৯  সন্ধ্যা  ৬:৪২
মুক্তা নীল বলেছেন: 
অদ্ভুত সাইন্টিফিক ব্যাখ্যায় ভালোবাসার কবিতা । সুন্দর লিখেছেন
এবার অনেকদিন পর কবিতা পড়লাম।
  ২০ শে জুন, ২০১৯  রাত ১২:২৪
২০ শে জুন, ২০১৯  রাত ১২:২৪
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্য আর প্রিয়তে রাখার জন্যে, আর সাথে থাকার জন্যে।
৪|  ১৯ শে জুন, ২০১৯  সন্ধ্যা  ৭:৫৪
১৯ শে জুন, ২০১৯  সন্ধ্যা  ৭:৫৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
  ২০ শে জুন, ২০১৯  রাত ১২:১৯
২০ শে জুন, ২০১৯  রাত ১২:১৯
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্যে, আর সাথে থাকার জন্যে।
৫|  ২০ শে জুন, ২০১৯  রাত ৮:৩৯
২০ শে জুন, ২০১৯  রাত ৮:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কবিতা। 
পাদটীকার কারণে কবিতা বুঝতে সহজ হয়েছে।
  ২১ শে জুন, ২০১৯  সকাল ১১:২৯
২১ শে জুন, ২০১৯  সকাল ১১:২৯
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্যে।
৬|  ২০ শে জুন, ২০১৯  রাত ৯:৩৪
২০ শে জুন, ২০১৯  রাত ৯:৩৪
আহমেদ জী এস বলেছেন: অজানা তীর্থ  ,
ভালোবাসার রাসায়নিকী করণ! রসায়নে লিখলেন রহস্যময় ভালোবাসার ক্রিয়া-বিক্রিয়া। সাহিত্যে হবে অন্যরকম রসায়ন - 
“ইশক্ পর জোর নেহি ; ইয়েহ্ বোহ্ আতশ, গালিব
জো লগায়ে নহ্ লগে, অওর বুঝানে নহ্ বুঝে। “
.............“প্রেমের উপর জোর খাটে না, এ সেই আগুন, গালিব
যা জ্বালালে জ্বলে না, নেভালে নেভে না “ । ( গালিব থেকে )
ভালো লিখেছেন, একদম নতুন আঙিকে। ++++++
  ২১ শে জুন, ২০১৯  সকাল ১১:৩১
২১ শে জুন, ২০১৯  সকাল ১১:৩১
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আহমেদ জী এস ভাইয়া, আপনার সুন্দর ব্যাখ্যামূলক মন্তব্যের জন্যে।
৭|  ২০ শে জুন, ২০১৯  রাত ৯:৫৭
২০ শে জুন, ২০১৯  রাত ৯:৫৭
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।
  ২১ শে জুন, ২০১৯  সকাল ১১:৩২
২১ শে জুন, ২০১৯  সকাল ১১:৩২
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্যে।
৮|  ২৬ শে জুন, ২০১৯  বিকাল ৩:৩০
২৬ শে জুন, ২০১৯  বিকাল ৩:৩০
নজসু বলেছেন: 
সত্যি চমৎকার। 
কাব্যিক রসায়নে মুগ্ধতা।
  ২৮ শে জুন, ২০১৯  সন্ধ্যা  ৬:৪৪
২৮ শে জুন, ২০১৯  সন্ধ্যা  ৬:৪৪
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ নজসু মন্তব্যের জন্যে।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০১৯  সকাল ৮:৩৪
১৯ শে জুন, ২০১৯  সকাল ৮:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: আহা ভালোবাসার প্রকৌশল!!
শেষ চারলাইন খুব ভালো লাগলো।++
পোস্টে প্রথম লাইক।
শুভকামনা জানবেন।