|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অজানা তীর্থ
অজানা তীর্থ
	আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
আমি লিখবো তোমাকে নিয়ে 
আমি গাইবো তোমার জন্য
আমি ছুটে যাবো সাত-সমুদ্র 
তেরো নদী তোমার জন্য।   
কিছু স্বপ্ন তোমার জন্য  বুনবো আমি, 
কিছু গল্প তোমার জন্য লিখবো আমি,  
কিছু সুর তোমারি জন্য তুলবো আমি।  
আমি লিখবো তোমাকে নিয়ে 
আমি গাইবো তোমার জন্য
আমি ছুটে যাবো সাত-সমুদ্র 
তেরো নদী তোমার জন্য।  
বর্ণ গুলো তোমার জন্য 
হয়েছে রামধনু, 
পথের শুরু তোমার জন্য 
হয়েছি পথিক আমি, 
দুঃখ আমার আছে কোথায় 
তোমার জন্য বাঁচতে শিখি।   
 ১০ টি
    	১০ টি    	 +২/-০
    	+২/-০  ১৪ ই জুলাই, ২০১৯  সকাল ১১:৩৯
১৪ ই জুলাই, ২০১৯  সকাল ১১:৩৯
অজানা তীর্থ বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। ভালবাসা জানবেন সুপ্রিয় পদাতিক চৌধুরি।
২|  ১৪ ই জুলাই, ২০১৯  সকাল ৯:০৭
১৪ ই জুলাই, ২০১৯  সকাল ৯:০৭
রাজীব নুর বলেছেন: দারুন আবেগ।
  ১৪ ই জুলাই, ২০১৯  সকাল ১১:৪২
১৪ ই জুলাই, ২০১৯  সকাল ১১:৪২
অজানা তীর্থ বলেছেন: হুম ঠিক বলেছেন। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ, নিরন্তর শুভকামনা।
৩|  ১৪ ই জুলাই, ২০১৯  সকাল ৯:৫৭
১৪ ই জুলাই, ২০১৯  সকাল ৯:৫৭
কালো যাদুকর বলেছেন: ভালবাসার আবেগঘন কবিতা।
  ১৪ ই জুলাই, ২০১৯  সকাল ১১:৪৩
১৪ ই জুলাই, ২০১৯  সকাল ১১:৪৩
অজানা তীর্থ বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৪|  ১৪ ই জুলাই, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৬
১৪ ই জুলাই, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৬
মেঘ প্রিয় বালক বলেছেন: তাহার জন্যই হোক আপনার লিখা কবিতা। প্রতিটি লাইন তাহার হৃদয়কে স্পর্শ করুক।
  ১৫ ই জুলাই, ২০১৯  রাত ৩:১৭
১৫ ই জুলাই, ২০১৯  রাত ৩:১৭
অজানা তীর্থ বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ, নিরন্তর শুভকামনা।
৫|  ০৪ ঠা অক্টোবর, ২০১৯  বিকাল ৫:২৬
০৪ ঠা অক্টোবর, ২০১৯  বিকাল ৫:২৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।
  ০৪ ঠা অক্টোবর, ২০১৯  বিকাল ৫:৪৯
০৪ ঠা অক্টোবর, ২০১৯  বিকাল ৫:৪৯
অজানা তীর্থ বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ, নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০১৯  সকাল ৭:০০
১৪ ই জুলাই, ২০১৯  সকাল ৭:০০
পদাতিক চৌধুরি বলেছেন: শেষ স্তবকটা বেশ ভালো লাগলো।
পোস্টে লাইক।
শুভকামনা জানবেন।