|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অজানা তীর্থ
অজানা তীর্থ
	আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
খেতে বারণ আলু সিদ্ধ 
খাচ্ছি আমি ডিম সিদ্ধ। 
খেতে বারণ দুধের লাচ্ছি 
খাচ্ছি আমি খাসির কাচ্চি। 
করতে বারণ সুরা পান
পাচ্ছি আমি রহিমের দান। 
করতে বারণ গৌরী দান 
তাই বলে কি যৌতুক দান!
চাইনা আমার শহুরে কুনকি
কে পেতে চাই জীবনের হুমকি!
চাইনা হতে জীবন ভিখারি
তাই বলে কী হব না শাঁখারি!
 
চাইনা আমার সুখের নীতি 
তাই বলে কি করবো দুর্নীতি!
চাইনা ঘুষ থাকবেনা হুঁশ
তাই বলে কী হব জর্জ ডব্লিউ. বুশ! 
 ১০ টি
    	১০ টি    	 +২/-০
    	+২/-০  ০৩ রা অক্টোবর, ২০১৯  রাত ৮:১৯
০৩ রা অক্টোবর, ২০১৯  রাত ৮:১৯
অজানা তীর্থ বলেছেন: দাদা প্রথম মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ। একা একা থাকলে বুঝি আলু সিদ্ধ খেতে হয়!
২|  ০৩ রা অক্টোবর, ২০১৯  রাত ৮:৪৩
০৩ রা অক্টোবর, ২০১৯  রাত ৮:৪৩
শায়মা বলেছেন: হা হা হা 
চাওনি যেতে জানা তীর্থ
তাই তো গেছো অজানা তীর্থ!  
 
পাওনি যে তার কোনো কৃতিত্ব
সঙ্গে ছিলো না কোনো সতির্থ   
  ০৩ রা অক্টোবর, ২০১৯  রাত ৯:১৯
০৩ রা অক্টোবর, ২০১৯  রাত ৯:১৯
অজানা তীর্থ বলেছেন: হা...হা...দি তুমি পারো বটে। অসংখ্য ধন্যবাদ দি। এইটা তোমার জন্য।   
   
“এত সুন্দর মিষ্টি একটি ছড়া 
মন যে হলো এই সুখে হারা
কে লিখেছে বলত দেখি!
করবে বায়না দিবো আয়না"।
৩|  ০৪ ঠা অক্টোবর, ২০১৯  সকাল ৮:৩৩
০৪ ঠা অক্টোবর, ২০১৯  সকাল ৮:৩৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দাদা প্রথম মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ। একা একা থাকলে বুঝি আলু সিদ্ধ খেতে হয়! 
অনেকদিন আগে পড়েছিলাম, শেক্সপিয়ারের একটা নাটকে এরকম একটা লাইন ছিল ''একা একা থাকি। আলু সিদ্ধ খাই।
  ০৪ ঠা অক্টোবর, ২০১৯  দুপুর ১২:৩৯
০৪ ঠা অক্টোবর, ২০১৯  দুপুর ১২:৩৯
অজানা তীর্থ বলেছেন: যাই হোক জানা ছিলনা, খুশি হলাম জেনে।
৪|  ০৪ ঠা অক্টোবর, ২০১৯  সকাল ৯:৫৪
০৪ ঠা অক্টোবর, ২০১৯  সকাল ৯:৫৪
আর্কিওপটেরিক্স বলেছেন: আলু  
  ০৪ ঠা অক্টোবর, ২০১৯  দুপুর ১২:৪০
০৪ ঠা অক্টোবর, ২০১৯  দুপুর ১২:৪০
অজানা তীর্থ বলেছেন: হা…হা…আলু 
৫|  ০৪ ঠা অক্টোবর, ২০১৯  দুপুর ২:৫২
০৪ ঠা অক্টোবর, ২০১৯  দুপুর ২:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহা আলু সিদ্ধ!!!!
  ০৪ ঠা অক্টোবর, ২০১৯  বিকাল ৫:৫৫
০৪ ঠা অক্টোবর, ২০১৯  বিকাল ৫:৫৫
অজানা তীর্থ বলেছেন: জি দাদা, আলু সিদ্ধ  
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০১৯  রাত ৮:০৩
০৩ রা অক্টোবর, ২০১৯  রাত ৮:০৩
রাজীব নুর বলেছেন: একা একা থাকু। আলু স্বিদ্ধ খাই।