![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
একদল বুনো হায়নার তীক্ষ্ণ দৃষ্টি
এড়িয়ে ঈশ্বরের অবলা সৃষ্টির রক্ষা,
এই মিছে দুনিয়াতে কখনো হবেনা।
তিনবার কবুল, সারা জীবনের ভুল,
লোক দেখানো মোহরানা, মিটায়
হিংস্রতার স্বাদ তারা ষোল আনা।
বাসর রাত, কে বলে মধুর রাত?
দু’এক ফোটা শ্বেতজল নিঃসরণ
এর মাত্রা 360 ডিগ্রী আবর্তনের
শেষ হলে, শেষ হয়ে যায় একটি
জীবন।
নতুন জীবনের বসন্তের শুরুতে
যে পাখি—“বউ কথা কও” শুশুর
বাড়ির আঙিনা মাতিয়ে রাখার কথা,
শীতের রিক্ততা নিয়ে পাতাঝরা বৃক্ষ
হয়ে স্বপ্নের সবুজের অপেক্ষা আর
দুই বেলা দুমুঠো খাবার এর জন্য
জনম ভরে দাসী হয়ে থাকতে হয়।
আর ধূলিসাৎ হয় অর্ধাঙ্গী হয়ে বেঁচে
থাকার সারা জীবনের অধিকার।
আর কত? আর কত আত্মবিরোধ?
হিয়ার অতলে জমে থাকা ক্ষোভের
সুপ্ত আগ্নেয়গিরির দাবানলের লোহিত
শিখার স্রোতে ভাসিয়ে দাও শাসকের
রংমহল।
ছবিঃ নিজে আঁকিয়াছি
০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪০
অজানা তীর্থ বলেছেন: প্রথম মন্ত্যব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু। উনার সব লিখা আমার পছন্দ না, তার অনেক লিখা ইসলাম বিদ্বেষী ছিল। ব্যাক্তিগত ভাবে আমার কেন যেন তাকে ভালো লাগে এর কারণ আমার জানা নেই। আপনার কেমন লাগে উনাকে?
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫০
তারেক ফাহিম বলেছেন: উনি যাদের নিয়ে লিখেন, তারা কেউই উনাকে পছন্দ করেন না।
০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৬
অজানা তীর্থ বলেছেন: ঠিক ই বলেছেন, যার জন্য করি চুরি সেই বলে চোর। তবে তিনি কিছু জিনিস কবিতায়, গল্পে লিখেছেন যার বাস্তব চিত্র এই সমাজের অন্ধকার জগতে মিলে। হয়তো এই অন্ধকার জগতের মানুষগুলোর হৃদয়ে তিনি বেঁচে থাকবেন। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৯
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৯
অজানা তীর্থ বলেছেন: বরাবরের মত আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ জানাই। নিরন্তর শুভ কামনা আপনার প্রতি।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
নীচু মানের পদ্য
০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৮
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার নির্গূঢ় মন্তব্যের জন্য। আমি নির্গ্রন্থ মানুষ “গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন“ এইটুকু বুঝি। নিরন্তর শুভকামনা আপনার জন্য।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪৩
নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য লেখা
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৩
অজানা তীর্থ বলেছেন: মন্ত্যব্যের জন্য অসংখ্য ধন্যবাদ,নিরন্তর শুভকামনা আপনার জন্য।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: উনার লেখা পছন্দ আপনার ?