নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি নজরুল জুয়েল, খেতে অনেক পছন্দ করি, মাঝে মাঝে টুকটাক লিখতে ভালোবাসি, বর্ষাকাল আমার অনেক পছন্দ, এবং কফির দারুণ ভক্ত...\"

অজানা তীর্থ

আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।

অজানা তীর্থ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার যুগধর্ম

২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:২০


যুগের সাথে তাল মিলিয়ে চল,
যুগধর্ম অনুসারে হবে যত কর্ম।
দিন যত যাবে মুছে যাবে লজ্জা;
ধুলিশয্যা, মাটিশয্যা, ফুলশয্যা,
সবশয্যা জুড়ে থাকুক তব অনুভূতি।

হোক না তবে অনুভুতির অদলবদল,
যতবার খুশি মালাবদলের রদবদল।
আর কত সুখ চাইগো তোমার?
ভালো লাগার ইচ্ছেটুকু থেকে
ভালোবাসতে পার, যাকে খুশি।
ঠিক যেমন এক বিন্দু পানি,
আরেক বিন্দু পানি মিশে যায়,
অমনি ভাবে অনুভূতিগুলোর
সমসত্ব মিশ্রণ তৈরী কইরো,
যারতার সাথে যখন যে ভাবে।

আর ভালোবাসতে বলবো না।
ঘৃণা করতে ইচ্ছে হলে প্রাণ খুলে
ঘৃণা কইরো আমকে।
এমন ঘৃণা, যেন তোমার চোখে
আমি কোনো এক জংলী হায়না।
যেন আর কখনো মানুষ বলিয়া,
ভালোবাসার দাবি নিয়ে রইবে না বায়না।

যাইহোক ভালোবাসতে নাই বা শিখলে,
সবাই সত্যিকারের ভালোবাসতে পারে না।
ভালোবাসা গেছে বুঝি অশ্রুজলে ভেসে?

ছবি: গুগল

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুধু ভালবাসা দিয়ে জীবন চলেনা,
সেই সাথে বুদ্বি আর বিচক্ষনতার
প্রয়োগ না হলে
সংসার টিকেনা !

২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:২৬

অজানা তীর্থ বলেছেন: টিকে থাকার জন্য বুদ্ধি আর বিচক্ষণতার দরকার রোজ বটে, তবে ভালোবাসাটা একবারেই যে অন্ধ হবে তা মোটেও কাম্য নয়। একটি সংসার টিকে থাকার ব্যপারে নিশ্চয় বুদ্ধি আর বিচক্ষণতার যেমন দরকার, তার সাথে দরকার ভালোবাসা। বুদ্ধি আর বিচক্ষণতার ব্যাপার একটি স্বার্থক ভালোবসার ক্ষেত্রে নিশ্চয় অন্তর্নিহিত থাকবে, এটাই স্বাভাবিক। তবে মাঝেমাঝে মানুষ তার আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেক্ষেত্রে বুদ্ধি আর বিচক্ষণতার কার্যকারিতা থাকে না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভকামনা রইলো আপনার প্রতি।

২| ২১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

২১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১১

অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু। নিরন্তর শুভকামনা।

৩| ২১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কাব্য।

২১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১১

অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া। নিরন্তর শুভকামনা।

৪| ২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।


অনেকদিন পরে আপনাকে ব্লগে দেখলাম।

২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৭

অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় রাজীব ভাই। নিজের সময়ের ভাগিদার ভেড়ে গেছে ;) , বয়সের সাথে সাথে তাই ইদানীং খুব একটা লিখতে পারি না। নিরন্তর শুভকামনা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.