নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি নজরুল জুয়েল, খেতে অনেক পছন্দ করি, মাঝে মাঝে টুকটাক লিখতে ভালোবাসি, বর্ষাকাল আমার অনেক পছন্দ, এবং কফির দারুণ ভক্ত...\"

অজানা তীর্থ

আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।

অজানা তীর্থ › বিস্তারিত পোস্টঃ

কাগজের নৌকা

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:১৪


আজ আবার হারিয়ে যেতে চাই
ক্ষয়ে যাওয়া প্রবাহিত জীবনধারায়।
আধুনিকতার ছোঁয়ায় যখন ছিলনা
আশা-নিরাশা, চাওয়া-পাওয়ার খেলা।

আজ আধুনিকতার পরশে মানুষ
আধুনিক, তবে সভ্য হতে পারে নি।
স্বামীর ভালোবাসা পাওয়ার আগে
বঞ্চিত বেহুলা আজ বলা যায় বিলুপ্ত;
সামাজিক যোগাযোগের মাধ্যমে
হাজারো লক্ষ্মীন্দর রয়েছে সুপ্ত।
নর্তকীর জন্য মৃত্যুদন্ড মেনে নেয়া
সেলিমরা আজ ইতিহাসের পাতায়,
বাহ্যিক রূপ দেখিয়া আজিকার দিনে
অনেক রাজপুত্ররা মেয়েদের
ভোগ করে; যে মাত্র ভালোবাসার
চূড়ান্ত দাবি উত্থাপিত হয় আনারকলী না হয়েও
সারাজীবন নর্তকী হয়ে সাজাভোগ করে।

আজ চাইলেই ভালোলাগার অযুহাতে
যে কাউকে ভালোবাসা যায়।
না আছে নিয়ম, না আছে নীতি;
সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে
যে কেউ হতে পারে ভালোলাগার অতিথি;
আজিকার সম্পর্ক নিয়ে রয়েছে যথেষ্ট ভীতি।
কিসের দায়িত্ব! কিসের দায়!
আজ ভালোলাগার জন্যই ভালোবাসা।

ক্ষণিকের রাগে মানুষে মূল্যায়ন,
বিচার মানি তাল গাছ আমার,
যে কোনো উপায়ে চাই ভালো থাকা।
চিন্তার কোনো কারণ নাই ভাইরে
মন ভাঙ্গার অপরাধে আনমনা কে হতে চাইরে?
নিজের অনুভূতি নিয়ে ব্যাস্ত বিষণ,
একটু খুনসুটিতে থুতুর মত
সামাজিক যোগাযোগ মাধ্যমে
মরিচকার জলে তৃষ্ণা মেটাতে
তাৎক্ষনিক হৃদয় থেকে ছুড়ে ফেলা।

আজ বিদ্যুৎ চলে গেলে ঘর আলোকিত
হয় না পুরোনো জরাজীর্ন হারিকেনে;
খেলার সময়ে বৃষ্টি এলে, অধীর হয়ে
কয়জন দেখে মেঘলা আকাশ?
আজ আবার হারিয়ে যেতে চাই
ক্ষয়ে যাওয়া প্রবাহিত জীবনধারায়।
যে কালে কলাগাছের ভেলা বানিয়ে
ভাসতাম আমি আর ভাসাতাম
ছোট্ট দুহাতে বানানো কাগজের নৌকা।

ছবিঃ গুগল

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১২

অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই। সবার জীবন সুন্দর হোক, মানুষের ধৈর্য কমে গেছে, আধুনিকতার কল্যাণে মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে, প্রচুর অল্টারনেটিব রয়েছে এর মধ্য থেকে তাৎক্ষণিক সাধ্যের মধ্যে যে কোনো কিছু কে মানুষ বেছে নিচ্ছে, বছরের ৩৬৫ দিনের একদিন বকা দিলে, ৩৬৪ দিনের কদর মানুষ সাথে সাথে ভুলে যায়। এইরকম নানান অভিজ্ঞতা উপলব্ধি করেছি, মানুষ কে বোঝাতে পারি না, মানুষ বুঝতে চাই না। যাইহোক নিরন্তর শুভকামনা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.