![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
আমার সুখগুলো অন্বেষিত
হয়তো ছিল অন্যগত
তবে ছিল না অপরিমিত।
জীবন হোক না দুঃস্থিত
হোক না সবচেয়ে দুরিত
যা চাও তার অনেকখানি হয় না পরিপূরিত।
নিউটনের তৃতীয় সূত্রের উপর
আজ চাওয়াপাওয়াগুলো আহিত;
সমান না হলে ভালোবসাও হবে না আহুত,
তবে থাকুক না কিছু স্মৃতি আহত।
২| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১০:০৮
জগতারন বলেছেন:
সুন্দর !
লাইক !!
কবির প্রতি সুভেচ্ছা জানাই !!!
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০২২ রাত ১২:৫১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।