|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অজানা তীর্থ
অজানা তীর্থ
	আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।

আজ আমি ডাকপিয়ন নয়, 
আজ আমি লেখক। 
সারা জনম কতজনের কত শত চিঠি 
পৌঁছে দিয়েছি। 
চাকরীর শেষ দিনটি রেখেছি 
শুধু আমার পারুর জন্য।
 
নিজের লেখা, প্রাণের কথা  
পৌঁছে দিব প্রিয় পারুর কাছে। 
একখানা পত্র লিখেছি নিজের মত। 
মনের মাধুরী মিশিয়ে লিখা যায় কত?
 
ভোরের আলো ফুটতে দরজায় কড়া শত। 
পত্রিকার পাতা খুলতে হইলাম ক্রন্দনরত।
এই কী মহাকান্ড!  লিখেছেন বিজ্ঞজনঃ 
"সোশ্যাল মিডিয়ার কাছে হয়ে নত 
হারিছে সোনালী দিনের চিরাগত।   
অ্যাপ থেকে অ্যাপে ঘুরছ মনের কথা 
ভালোবাসা চলে ভাই অ্যাপের গ্যাপে।"
নতুন জয়েন করা কলিগ খিলখিলিয়ে হাসছে, 
কি নজরুল মিয়া এখনো বুঝি বুনছ পুরনো কাঁথা! 
স্থায়ী ঠিকানা বলে আছে নাকি কিছু আজ । 
তোমার পারু সোশ্যাল মিডিয়ার চিরানুরক্ত।   
খালি লাগবে একটি ইলেক্ট্রনিক যন্ত্র   
শিখেছ কী সোশ্যাল মিডিয়ার মন্ত্র?  
আছে টেলিগ্রাম আরও আছে ইনস্টাগ্রাম 
কে খুঁজে ভাই ডাকপিয়ন?
দিতে পারি একটি অপিনিয়িন, 
লাগবে শুধু ১১ ডিজিট।
 ১৩ টি
    	১৩ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৭ শে এপ্রিল, ২০২২  রাত ২:১৯
২৭ শে এপ্রিল, ২০২২  রাত ২:১৯
অজানা তীর্থ বলেছেন: মোহাম্মদ গোফরান অসংখ্য ধন্যবাদ ভাই প্রথম মন্তব্যের জন্য।  "সোস্যাল মিডিয়া সব সৌন্দর্য গুলো কে হত্যা করছে।"  ভবিষ্যতে আরো অনে খারাপ কিছু অপেক্ষা করছে। নিরন্তর শুভকামনা । 
২|  ২৭ শে এপ্রিল, ২০২২  সকাল ১১:০৩
২৭ শে এপ্রিল, ২০২২  সকাল ১১:০৩
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর ভাবনাময় প্রকাশ কবি দা
  ২৭ শে এপ্রিল, ২০২২  দুপুর ১২:০৪
২৭ শে এপ্রিল, ২০২২  দুপুর ১২:০৪
অজানা তীর্থ বলেছেন: বন্ধু-বান্ধব , প্রেমিক-প্রেমিকা সবাই এখন ভার্চুয়্যাল জগতে ব্যস্ত। বাস্তব জগত বলতে যে কিছু আছে এটা মানুষ মানতেই চায় না। শুভকামনা দাদা।
৩|  ২৭ শে এপ্রিল, ২০২২  সকাল ১১:১৬
২৭ শে এপ্রিল, ২০২২  সকাল ১১:১৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সোস্যাল মিডিয়ার কারণে মানুষে মানুষে দুরত্ব বাড়ছে, ভালোবাসা কমছে, বন্ধুত্ব করছে, ভ্রাতৃত্ব কমছে, সামাজিক বন্ধন কমছে, লেখাপড়া কমছে।
  ২৭ শে এপ্রিল, ২০২২  দুপুর ১২:০৬
২৭ শে এপ্রিল, ২০২২  দুপুর ১২:০৬
অজানা তীর্থ বলেছেন: সোস্যাল মিডিয়ার কারণে মানুষে মানুষে দুরত্ব বাড়ছে, ভালোবাসা কমছে, বন্ধুত্ব করছে, ভ্রাতৃত্ব কমছে, সামাজিক বন্ধন কমছে, লেখাপড়া কমছে।একদম সঠিক বলেছেন দাদা, শুভকামনা দাদা।
৪|  ২৭ শে এপ্রিল, ২০২২  দুপুর ১২:৩০
২৭ শে এপ্রিল, ২০২২  দুপুর ১২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রেম ভালোবাসা চিঠি সব মেকি লাগে আজকাল
চিঠির যুগ চলেই গেল
সুন্দর হয়েছে
  ২৭ শে এপ্রিল, ২০২২  দুপুর ১:৫৭
২৭ শে এপ্রিল, ২০২২  দুপুর ১:৫৭
অজানা তীর্থ বলেছেন: একদম সঠিক বলেছেন আপু। প্রেম ভালোবাসা চিঠি সব মেকি লাগে আজকাল । অসংখ্য ধন্যবাদ আপু প্রেরণা দেয়ার জন্য। নিরন্তর শুভকামনা আপু।
৫|  ২৭ শে এপ্রিল, ২০২২  দুপুর ২:০০
২৭ শে এপ্রিল, ২০২২  দুপুর ২:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও চিঠি নিয়ে একটা লেখা পেলাম ২০১৯ সালের
আশা করি পড়ে দেখবেন
  ২৭ শে এপ্রিল, ২০২২  দুপুর ২:০৬
২৭ শে এপ্রিল, ২০২২  দুপুর ২:০৬
অজানা তীর্থ বলেছেন: অবশ্যই আপু।
৬|  ২৭ শে এপ্রিল, ২০২২  দুপুর ২:১০
২৭ শে এপ্রিল, ২০২২  দুপুর ২:১০
অজানা তীর্থ বলেছেন: @কাজী ফাতেমা ছবি আপু লিংটা দিলে খুঁজে পেতে সুবিদা হতো আমার। আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনার ব্যস্ত সময় নষ্ট করার জন্য।
৭|  ২৯ শে এপ্রিল, ২০২২  রাত ১০:০৬
২৯ শে এপ্রিল, ২০২২  রাত ১০:০৬
কাশফিয়া কাশফুল বলেছেন: Awesome
  ২৯ শে এপ্রিল, ২০২২  রাত ১০:২৮
২৯ শে এপ্রিল, ২০২২  রাত ১০:২৮
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু প্রেরণা দেয়ার জন্য। নিরন্তর শুভকামনা আপু।
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০২২  রাত ২:০৯
২৭ শে এপ্রিল, ২০২২  রাত ২:০৯
মোহাম্মদ গোফরান বলেছেন: সোস্যাল মিডিয়া সব সৌন্দর্য গুলো কে হত্যা করছে।