![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
ঘোর অমাবস্যায়
পূর্ণিমায় চাঁদ আলোকিত হবে।
তীব্র খরার প্রখর রোদে
সূর্য রংধনুতে হাসবে।
মাঘের প্রচণ্ড শীতে
উদলা গায়ে গঙ্গায় স্নান হবে।
আজীবনের জাতিভ্রষ্ট দেবতা
জাতীয়তাবাদ ফিরে আনবে।
সারাজনমের তিরোভূত বাতাস
দৃশ্যমান পাখি হয়ে উড়ে যাবে।
মন্দ ভালো হবে, ভালো মন্দ হবে।
যেমন খুশি তেমন সাজে আমায় পাবে,
মানলে মানবে, না মানলে হারবে।
বেলা শেষে এই হবে বিহতক,
বিচার মানি তালগাছ আমার।
ছবিঃ গুগল
০২ রা মে, ২০২২ বিকাল ৫:০৬
অজানা তীর্থ বলেছেন: প্রিয় বিজন ভাই মানুষ এত বৈচিত্রময় যে তাদের অনেক কর্ম, চলাফেরার স্টাইল এমন কী জীবন যাপন বৈপরীত্বে পূর্ণ। অসংখ্য ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
২| ০২ রা মে, ২০২২ সকাল ১১:৪২
এম ডি মুসা বলেছেন: অসম্ভব কিভাবে সম্ভব?
০২ রা মে, ২০২২ বিকাল ৫:১০
অজানা তীর্থ বলেছেন: প্রিয় মুসা ভাই, মানুষ এত বৈচিত্রময় যে তাদের অনেক কর্ম, চলাফেরার স্টাইল এমন কী জীবন যাপন বৈপরীত্বে পূর্ণ। অনেক মানুষ এমন আছে যে তারা অনেক কিছুই মানতে চায় না। খেয়াল করলে দেখবেন, আমাদের চারপাশে অনেক অসম্ভব সম্ভব হচ্ছে। হইয়তো সামনে আরো অনেক কিছু দেখবেন। অসংখ্য ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৩| ০২ রা মে, ২০২২ বিকাল ৩:৪৪
জ্যাকেল বলেছেন: এই শিরোনাম খুবই পরিচিত। কারন একজন ব্লগার খুবই একটিভ ছিলেন এই নামে।
০২ রা মে, ২০২২ বিকাল ৫:১১
অজানা তীর্থ বলেছেন: আশা করি তিনি আবার ফিরে আসবেন। নিরন্তর শুভকামনা।
৪| ০২ রা মে, ২০২২ রাত ১০:৩৫
এম ডি মুসা বলেছেন: বিচার মানুক আর না মানুক আপনি যে সব তালগাছ ছবি দিয়েছেন এগুলো কিন্তু সরকারের।
যেহেতু সরকার রাস্তায় উপর দিয়েই গেছে, যাইহোক মজা করলাম,, ইদ মোবারক আসসালাম ইদ দাওয়াত রইলো।।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০২২ সকাল ৮:১৬
বিজন রয় বলেছেন: সুন্দর।
বৈপরীত্বে পূর্ণতা।
জাতিভ্রষ্ট দেবতা সুপথে আসুক।