![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
বুঝার বেলায় হয়তো
আমি ছিলাম অবুঝ শত।
যেটুকু ছিল দিয়েছি তত,
হয়তো ছিল না মানসম্মত।
আমার আর আছে কত?
বেলা শেষে দুঃখ তোমার অবিরত,
ধুকে ধুকে মরছ হয়তো প্রতিনিয়ত।
জানি জীবন মানে ধর্মসংগত।
অনেক কর্ম ছিল তোমার অপ্রত্যাশিত,
ক্ষমা করে দিও যেটুকু ছিল অসংশোধিত।
কে থাকবে আজীবন অপেক্ষারত?
আজ থেকে তুমি থেক তোমার মত।
০২ রা মে, ২০২২ বিকাল ৫:০৩
অজানা তীর্থ বলেছেন: আশা করি ভালোই কেটেছে আপনার দিনটি। অসংখ্য ধন্যবাদ ফিডব্যাকের জন্য ভাইয়া। নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০২২ সকাল ৮:১৪
বিজন রয় বলেছেন: সকালেই একটি দুঃখের কবিতা পড়লাম।
আজ সারাদিন কি সেভাবে কাটবে!!
দুকে দুকে বানান দুটি ঠিক করে দিন।
শুভসকাল।