![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
ভালোবাসা টা কিসে?
প্রতিটা মহুর্তের প্রয়োজনে?
প্রতিটা ইচ্ছের প্রয়োজনে?
ভালোবাসার সীমানা কীসে?
দেহে? মনে? রঙ্গে? ঢঙে? টাকায়?
ভালোবাসার বন্ধন কেমন?
আয়নিক? সমযোজী? হাইড্রোজেন?
ভালোবাসার দশা কেমন?
স্থির? অস্থির? নাকি অবস্থা বুঝে ব্যবস্থা?
ভালোবাসার পরিণতি কী?
সুখ? দুঃখ? মৃত্যু?
ভালোবাসাটা আসলে কেমন?
২| ২৯ শে জুন, ২০২৩ দুপুর ১২:২৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
ঈদের শুভেচ্ছা জানবেন।
৩| ২৯ শে জুন, ২০২৩ রাত ১১:১৪
এইযেদুনিয়া বলেছেন: ঠিক এখানে আমিও ছবি তুলেছি। একবার গিয়ে দেখি লেখা, চুপ থাকলে ভালো লাগে। তিন বছর পরে দেখি লেখা, এসো নবীন দলে দলে, ছাত্রলীগের পতাকাতলে।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০২৩ রাত ৩:১৩
ইফতেখার ভূইয়া বলেছেন: প্রথম প্রেমের মতো মিষ্টি, বিয়ের পরে ঝাঁল আর একটা সময়ে টক হয়ে যায়।