নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি নজরুল জুয়েল, খেতে অনেক পছন্দ করি, মাঝে মাঝে টুকটাক লিখতে ভালোবাসি, বর্ষাকাল আমার অনেক পছন্দ, এবং কফির দারুণ ভক্ত...\"

অজানা তীর্থ

আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।

অজানা তীর্থ › বিস্তারিত পোস্টঃ

আবেগের নকশী কাঁথা

২৮ শে আগস্ট, ২০২৫ ভোর ৬:০৭



আবেগ এতটাই বড্ড প্রলুব্ধকারী যে,
লোভী না হলে কি আর এই সুযোগ পাব?

আবেগ এতোটাই ভালোলাগার যে,
রমনীর গায়ের ঘ্রাণের চেয়েও আসক্তিকর।

এই আবেগ এতোই শিকার পাগল যে,
ক্ষুধার্থ চিতার চেয়েও দ্রুতগামী।

এই আবেগ এতোই পাগল শিকারি যে,
ক্ষুধার্ত চিতার চেয়েও দ্রুতগামী।

ঠিক যেমন কোন বিষধর সর্পের ছোবল।

আমি কি সব বলছি আবল-তাবল?
তাও আবার আবেগ নিয়ে!

আরো বলতে ইচ্ছে করে,
আরো লিখতে ইচ্ছে করে…

এই দেখ, কবিতা লিখতে গিয়ে
পথ ভুলে একদম সত্যিটাই বলে ফেলেছি!
তুমি হয়তো খেয়ালও করনি।

এই আবেগের চেয়ে আর বড় যাদুর তান্ত্রিক কে হতে পারে?
ঠিক যেমন তুমি দেখতে পারো না দক্ষিণা হাওয়া,
ঠিক যেমন বুঝতে পারো না কোন রোগের কোন দাওয়া,
কোন চাওয়ার কতটুকু পাওয়া…

কিছু সময়ে দেখবে তুমি অতীত, বর্তমান,
এমনকি নিজের অস্তিত্বও খোয়া,
আর দেখবে সবকিছু একাকার আবেগের ছন্দে।
জীবন ভেসে গেছে মন্দে, মিশেছে চিন্তার প্রতিটি রন্দ্রে,
আজ তোমার চোখে ধরা পড়ে না সত্যের ছবি,
ঠিক যেমন তোমার চোখে আমি এক অভাগা কবি।

ছবিঃ এই আই দিয়ে বানিয়েছি

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সহজ ও প্রানবন্ত।

২৮ শে আগস্ট, ২০২৫ রাত ৮:১১

অজানা তীর্থ বলেছেন: আশা করি ভালো আছেন রাজীব ভাই। "ভাষা সহজ ও প্রানবন্ত।" ভাষা সহজ রাখার সর্বদা চেষ্টা থাকে। আপনার জন্য নিরন্তর শুভকামনা।

২| ২৮ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৫

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আবেগ আমাদের অবিচ্ছেদ্য অংশ। সবসময় আবেগকে দমিয়ে রাখা যায় না। কবিতা পড়ে ভালো লাগলো।

২৮ শে আগস্ট, ২০২৫ রাত ৮:১৩

অজানা তীর্থ বলেছেন: আশা করি ভালো আছেন তমাল ভাই। যেহেতু আবেগ সবসময় দমিয়ে রাখা যায় না, আমিও এতো দিন পরে কবিতা লেখার আবেগ ধরে রাখতে পারি নি। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনার জন্য নিরন্তর শুভকামনা।

৩| ২৮ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:২৮

আরোগ্য বলেছেন: আবেগ আর বিবেকের লড়াইয়ে আবেগকে প্রশ্রয় দিতে নেই। আবেগ যদি মনকে কাবু করে ফেলে তবে অনেক সময় কষ্ট ভোগ করতে হয়। আবেগের উপর বিবেককে প্রাধান্য দেওয়ার অভ্যাস থাকলে আবেগ দমন করা সহজ হয়।

কবিতা ভালো হয়েছে বিশেষ করে উপমা গুলো চমৎকার।

২৮ শে আগস্ট, ২০২৫ রাত ৮:১৬

অজানা তীর্থ বলেছেন: মানুষ অভ্যাসের দাস, তবে মাঝে মাঝে অভ্যাসের চেয়েও আবেগ বেশী ছাপিয়ে উঠে। "কবিতা ভালো হয়েছে বিশেষ করে উপমা গুলো চমৎকার"-- মোটিভেশন পেলাম, মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.