নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজরখেচর

কবিতা

অরূপ চক্রবর্ত্তী

সাধারণ

অরূপ চক্রবর্ত্তী › বিস্তারিত পোস্টঃ

দু’টি শিশুর বেড়ে ওঠা...

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

আমাদের রক্তে একটা পশু আছে-



ভয়ানক হিংস্র; শিশু বেলায় যেটি



শিশুদের মতনই ছিল অতি নিরীহ



তখনো তার দাঁত গজায়নি; ছিল না



নখরে ক্ষুরধার; তখন সে অবুঝ,



অবোধ ছিল, ছিল আনকোরা ভীষণ।



মানব শিশুটির সহিত সেও বাড়ে;



যত্নে বেড়ে ওঠা মানব শিশুটির



মতো পরিচর্যা কেউ তাকে করেনি।



মনুষ্য শিশুটি যেরূপ ভালোবাসা



স্নেহ মমতা পেতে থাকে তার কিছুই



সে পায় না কখন; মনুষ্য শিশুটি



যে খাদ্য-পুষ্টি পায় তার আধেকও



সে পাই না; অথচ, ঠিকি বেড়ে ওঠে সে



পুষ্টির ঘাটতি হয়না এতটুকু।







বয়ঃপ্রাপ্ত হলে- মনুষ্য শিশুটি



যতটা না বাড়ে গড়নে বহুগুণ



হয় শিশু-পশুটি; করাত- দাঁত হয়



শাণিত নখ-চোখ; তার চেয়ে তীক্ষ্ণ



শিকারি দক্ষতা; যে এত দিন ছিল



অবুঝ- অবোধ সে বুঝতে পারে সব।



কিন্তু কিভাবে সে অতোটা বেড়ে গেল?



শিকারে-দক্ষতা আয়ত্ত করল?



মানব শিশুটি তো বেড়েছে সুন্দর-



সুস্থ-পরিবেশে যেখানে কদর্য



ঘৃণা, পাশবিকতা ইত্যাদি ছিলনা



ছিল না লোভ, ক্রোধ- আজন্ম লালিত



গুপ্ত প্রতিশোধ।তবে ভেতরের পশু



কি করে এতকিছু রপ্ত করে ফেলে?



কার কাছ থেকে সে এতকিছু শিখেছে?



যে মানব শিশুটি আজন্ম শুনেছে



ঔদার্য, ক্ষমা, ভালোবাসার বাণী-



মুহূর্তের পট- পরিবর্তনে সে



কি করে সব ভুলে হয়ে ওঠে নিঠুর



ঘাতক, কুৎসিত ধর্ষক এক! যে



মানব শিশুটি শিখেছিল সততা,



সৎ-বিশ্বাসের সোজা পথে চলতে



কি করে হয়ে ওঠে বিশ্বাস-ঘাতক?



বিস্মিত হতে হয় মানব জন্মের



অবনমন দেখে; মানব সত্তার



এই বিলোপ দেখে।ধর্ম- বিশ্বাস



মার্জিত আচার, সংযত জীবন



কিছুই যে পশুটিকে রুখতে পারে না!



সে সাবলীল বাড়ে; গুপ্ত ঘাতকের



মতো লুকিয়ে থাকে- আচানক আঘাত



হানে একদিন; আর সে আঘাতে আমরা



হারায় সম্বিত; চরিত্রের ভিত



উৎপাটিত হয় সমূলে আমাদের।



নিত্যদিনকার অতি ক্ষুদ্র পাপ,



ছোট্ট অপরাধ- সব কিছু থেকেই



সে সংগ্রহ করে জৈবনিক রস।



আমাদের তুচ্ছ অসতর্কতায়



অজান্তেই বাড়ে ভয়ানক পশুটি!







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.